নির্দেশনা

ত্বকের উপসর্গিক শুষ্কতায় ত্বকে হালকা প্রলেপ আকারে ব্যবহারের জন্য।

ফার্মাকোলজি

সাদা নরম প্যারাফিন এবং তরল পারাফিন ত্বকের উপরে প্রলেপ আকারে প্রয়োগ করতে হয় এবং এদের নিরোধক বৈশিষ্ট্য রয়েছে। সক্রিয় উপাদানগুলোর গুরুত্বপূর্ণ সিস্টেমিক শোষণ হয় না কিন্তু ত্বকের স্ট্রেটাম কর্নিয়াম এ প্রচুর পরিমানে প্রবেশ করে।

মাত্রা ও সেবনবিধি

আক্রান্ত স্থানে অয়েন্টমেন্ট পাতলা প্রলেপ আকারে চুল যেদিকে বৃদ্ধি পায় সেই অভিমুখে প্রয়োজনমত প্রয়োগ করতে হবে। প্রয়োজন হলে পুনরাবৃত্তি করতে হবে। সাধারণত এটি দিনে তিন থেকে চারবার বা কমপক্ষে দুইবার প্রয়োগ করা উচিত।

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, যদি শরীরের অনেক জায়গা আক্রান্ত হয় তবে এক সপ্তাহে সর্বোচ্চ ৫০০ গ্রাম পর্যন্ত ব্যবহার করা যাবে। শুধুমাত্র বাহ্যিক প্রয়োগ এর জন্য।

প্রতিনির্দেশনা

এই টপিক্যাল এজেন্ট এর কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতার ইতিহাস আছে এমন রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

দীর্ঘদিন ব্যবহারের ফলে ফলিকুলাইটিস হতে পারে, তখন ব্যবহার বন্ধ করতে হবে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সাদা নরম প্যারাফিন এবং তরল প্যারাফিন এর নিরাপত্তা এখনো প্রতিষ্ঠিত হয়নি কিন্তু এই সময় এটির ব্যবহার ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত নয়।

সতর্কতা

ফলিকুলাইটিস হওয়ার প্রবণতা কমাতে চুল যেদিকে বৃদ্ধি পায় এই টপিক্যাল এজেন্ট সেই অভিমুখে প্রয়োগ করতে হবে।

মাত্রাধিক্যতা

এই টপিক্যাল এজেন্ট এর বিষক্রিয়া খুবই কম। পাকস্থলিতে চলে গেলে সহায়ক এবং লক্ষণিক চিকিৎসা করতে হবে। প্যারাফিন ভিত্তিক পণ্য পাকস্থলিতে চলে গেলে গ্যাস্ট্রিক ল্যাভেজ এর চেষ্টা করা উচিৎ নয় কারন এতে প্রশ্বাসের সাথে ফুসফুসে প্যারাফিন চলে যাওয়ার ঝুঁকি থাকে।

থেরাপিউটিক ক্লাস

Emollients & combined preparations

সংরক্ষণ

৩০°সে. তাপমাত্রার উপরে সংরক্ষন করবেন না। আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Image of Emolent 15% 6% Cream Pack Image: Emolent 15% 6% Cream