60 ml bottle: ৳ 600.00
Also available as:

নির্দেশনা

জেনওগ্রো টপিক্যাল সলিউশন নির্দেশিত-
  • পুরুষদের ক্ষেত্রে মাথার উপরের অংশে এন্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া রোগের চিকিৎসায় (মেল প্যাটার্ন হেয়ার লস)
  • নারীদের ক্ষেত্রে মাথার উপরের অংশে এন্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া রোগের চিকিৎসায় (ফিমেল প্যাটার্ন হেয়ার লস)

ফার্মাকোলজি

মিনোক্সিডিল টপিক্যাল সলিউশন এন্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া আক্রান্ত পুরুষদের চুল বেড়ে উঠতে উদ্দীপিত করে। এন্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়াতে মূলত টার্মিনাল, নন-ভেলাস প্রকৃতির চুল ভেলাস প্রকৃতির চুলে পরিবর্তিত হয়।

এক্ষেত্রে চুল অপেক্ষাকৃত পাতলা, ছোট এবং স্বল্প পিগমেন্ট চুল সমৃদ্ধ হয়। যদিও এন্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ার চিকিৎসায় মিনোক্সিডিল উপাদানের প্রকৃত কার্যপ্রণালী সম্পূর্ণভাবে জানা যায়নি, অনুমান করা যায়, একাধিক কার্যপ্রণালীর সাহায্যে মিনোক্সিডিল টপিক্যাল সলিউশন চুলের বৃদ্ধি বাড়ায়। এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হলো-
  • হেয়ার ফলিকলের চারপাশে মাইক্রোসার্কুলেশনে ভেসোডায়ালেশনের মাধ্যমে চুলের বৃদ্ধি বাড়ায়
  • হেয়ার ফলিকলের কোষকে সরাসরি উদ্দীপিত করে প্রলিফারেটিভ ফেজ এর সূচনা করে
  • রেস্টিং ফেজ এর ফলিকলকে উদ্দীপিত করে গ্রোথ ফেজে অনুপ্রবেশ করায়।

মাত্রা ও সেবনবিধি

মিনোক্সিডিল টপিক্যাল ২% সলিউশন: সর্বমোট ১ মি.লি. (৭ টি স্প্রে) টপিক্যাল ২% সলিউশন (২০ মি.গ্রা. মিনোক্সিডিল) মাথার ত্বকের আক্রান্ত স্থানের মাঝখানে দৈনিক ২ বার করে ব্যবহার করতে হবে। আক্রান্ত স্থানের আকার নির্বিশেষে উপরোক্ত প্রয়োগবিধি অপরিবর্তিত থাকবে। প্রতিদিন ২ মি.লি. এর বেশী ব্যবহার করা উচিত নয়। নারী ও পুরুষ উভয়ক্ষেত্রে ব্যবহারযোগ্য।

মিনোক্সিডিল টপিক্যাল ৫% সলিউশন: দিনে ২ বার ১ মি.লি. (৭ টি স্প্রে) করে সরাসরি মাথার ত্বকে ব্যবহার করবেন। শুধুমাত্র পুরুষদের ব্যবহারের উপযুক্ত।

প্রতিনির্দেশনা

  • মিনোক্সিডিল এর প্রতি সংবেদনশীলতা
  • হাইপারটেনশন
  • মাথার ত্বকের যেকোন সমস্যা (সোরিয়াসিস ও সানবার্ন এসবের অন্তর্ভুক্ত)
  • মাথার চুল সেভ করা অবস্থায়
  • মাথায় অন্য কোন মেডিক্যাল প্রিপারেশন এর সাথে বা ড্রেসিং করা অবস্থায়

পার্শ্ব প্রতিক্রিয়া

  • সর্দি-কাশি ও শ্বাসতন্ত্রের অন্যান্য ইনফেকশন
  • রাইনাইটিস
  • সাইনাসের প্রদাহ
  • স্কেলিং
  • চুলকানি
  • র‍্যাশ বা ফুসকুড়ি

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

মিনোক্সিডিল মায়ের দুধে ক্ষরিত হয়। মিনোক্সিডিল টপিক্যাল সলিউশন প্রসূতি মায়েদের জন্য ব্যবহার করা উচিত নয়। গর্ভবতী মায়েদের ব্যবহারের বিষয়ে কোন সুস্পষ্ট ও নিয়ন্ত্রিত গবেষণা পাওয়া যায়নি।

সতর্কতা

জেনওগ্রো টপিক্যাল সলিউশন শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য প্রযোজ্য। কেবলমাত্র মাথার ত্বকে ব্যবহার করবেন। সলিউশন ব্যবহারের পূর্বে নিশ্চিত করতে হবে মাথার ত্বক স্বাভাবিক ও রোগমুক্ত আছে। ব্যবহারের পর ভালভাবে হাত ধুয়ে ফেলতে হবে। স্প্রে থেকে শ্বাসগ্রহণ করা যাবে না। সলিউশন ইথানল (অ্যালকোহল) সমৃদ্ধ, তাই এটি চোখের জ্বালাপোড়া সৃষ্টি করে। এটি দুর্ঘটনাবশত সংবেদনশীল স্থানের (চোখ, ক্ষতস্থান, মিউকাস মেমব্রেন ইত্যাদি) সংস্পর্শে এলে সাথে সাথে প্রচুর পরিমাণ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

থেরাপিউটিক ক্লাস

Other scalp preparations

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ °সে. তাপমাত্রায় অথবা এর নিচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Image of Xenogrow 5% Scalp Solution Pack Image: Xenogrow 5% Scalp Solution
Thanks for using MedEx!
How would you rate your experience so far?