নির্দেশনা

ক্লোরহেক্সিডিন একটি জীবাণুবিরোধী দ্রবণ, নিম্নোক্তক্ষেত্রে যার দীর্ঘস্থায়ী কার্যকারিতা রয়েছে-
  • দাঁতের প্লাক তৈরি রোধ
  • জিঞ্জিভাইটিসের চিকিৎসা ও প্রতিরোধ
  • মুখগহ্বরের স্বাস্থ্যরক্ষা
  • দাঁতের চিকিৎসার আগে ক্রস ইনফেকশন রোধ
  • পেরিওডন্টাল অস্ত্রপচারের পর মারির ক্ষত দ্রুত নিরাময়
  • ক্যানডিডা সংক্রমণ নিয়ন্ত্রন

মাত্রা ও সেবনবিধি

দৈনিক দুবার ১০ মিলি ওরালন এর সাথে ১০ মিলি পানি মিশিয়ে লঘুকৃত মাউথ রিনস্ দিয়ে ১ মিনিট ধরে কুলকুচি করুন। জিঞ্জিভাইটিস চিকিৎসার জন্য প্রায় এক মাস ওরালন ব্যাবহার করতে হয়। কৃত্তিম দাঁত-জনিত স্টেমাটাইটিস কৃত্তিম দাঁত পরিষ্কার করে দৈনিক দুবার ওরালন এ ১৫ মিনিট ভিজিয়ে রাখা উচিত।

সতর্কতা

কেবলমাত্র মুখগহ্বরে ব্যবহারের জন্য, খাওয়ার জন্য নয়। ওষুধটি যেন চোখে না লাগে। ক্লোরহেক্সিডিনের প্রতি অতিসংবেদনশীলতা থাকলে এটি ব্যাবহার করা অনুচিত। শিশুদের নাগালের বাইরে রাখুন। আলো থেকে দূরে, ঠাণ্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

দ্রষ্টব্যঃ ওরালন ব্যাবহারে জিহ্বা ও দাঁতের উপরিভাগের রং পরিবর্তন হতে পারে। এই দাগ স্থায়ী নয়। প্রতিদিন ক্লোরহেক্সিডিন ব্যাবহারের আগে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে দাঁতের দাগ বহুলাংশে প্রতিরোধ করা যায়। ব্রাশ করার পর ওরালন ব্যাবহারের আগে পানি দিয়ে কুলকুচি করা উচিত। কোন কোন ক্ষেত্রে দাগ সম্পূর্ণরূপে দূর করার জন্য স্কেলিং এবং পালিশের দরকার হতে পারে। কৃত্তিম দাঁত প্রচলিত পদ্ধতিতে পরিষ্কার করা যেতে পারে।

থেরাপিউটিক ক্লাস

Other antibacterial preparation
Pack Image of Oral-C 0.2% Mouthwash Pack Image: Oral-C 0.2% Mouthwash