নির্দেশনা

কার্বোক্সিমিথাইলসেলুলােজ সােডিয়াম চোখের ড্রপস্ চোখের শুষ্কতাজনিত অথবা বাতাস ও সূর্যালােক-সম্পাত সৃষ্ট জ্বালাপােড়া এবং অস্বস্তি থেকে পরিত্রানের জন্য লুব্রিক্যান্ট হিসাবে নির্দেশিত।

ফার্মাকোলজি

কার্বোক্সিমিথাইলসেলুলোজ সোডিয়াম হল একটি লুব্রিকেটিং জেল ড্রপস যা মাঝারি থেকে গুরুতর শুষ্ক চোখ জনিত লক্ষন গুলি উপশম করে এবং আক্রান্ত চোখের শুষ্কতা ও জ্বালাপোড়া থেকে দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে। একুয়াফ্রেশ লিকুইজেল এমন একটি লুব্রিকেটিং ফর্মুলেশন যা চোখের স্বাভাবিক অশ্রুর সদৃশ। কার্বোক্সিমিথাইলসেলুলোজ সোডিয়ামের দ্রবণটি রিসেপ্টর মেডিয়েটর নয় তবে এর সান্দ্রতা বর্ধক ধর্মের জন্য এই জেল ড্রপটি চোখে দীর্ঘ সময় ধরে থাকে।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহার: এক ফোঁটা করে আক্রান্ত চোখে দিনে চারবার অথবা প্রয়ােজন অনুযায়ী দিতে হবে।

বাচ্চাদের ক্ষেত্রে ব্যাবহার: এই চোখের ড্রপস্ শিশু এবং ৩ বছরের নিচে বাচ্চাদের জন্য প্রযােজ্য নয়।

বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার: বয়স্ক এবং অন্যান্য প্রাপ্তবয়স্ক রোগীদের মধ্যে সুরক্ষা বা কার্যকারিতার কোনও সামগ্রিক পার্থক্য দেখা যায়নি।

ঔষধের মিথষ্ক্রিয়া

কার্বোক্সিমিথাইলসেলুলোজ সোডিয়ামের সাথে অন্যান্য ঔষধ ব্যবহারের ক্ষেত্রে ৫ মিনিট আগে বা পরে ব্যবহার করা উচিত।

প্রতিনির্দেশনা

এই চোখের ড্রপস্ এর যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল রােগীদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয়।

পার্শ্ব প্রতিক্রিয়া

কার্বোক্সিমিথাইলসেলুলোজ সোডিয়াম চোখের ড্রপস্ খুবই সহনীয়। তাবে চোখে স্পর্শকাতরতা, লাল চোখ, জালাপোড়া এবং চুলকানো বা এলার্জি লক্ষ্য করা যেতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবর্তী মহিলাদের ক্ষেত্রে ও দুগ্ধদানকালে এই ঔষধের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে।

সতর্কতা

এই চোখের ড্রপস্ এর সাথে যদি অন্য চোখের ঔষধ ব্যবহার করতে হয় তাহলে তা এই ড্রপস্ ব্যবহারের ১৫ মিনিট আগে দিতে হবে। কন্ট্যাক্ট লেন্স খুলে ঔষধটি ব্যবহার করতে হবে। ঔষধের রঙ পরিবর্তন এবং খোলা হয়ে গেলে ঔষধটি ব্যবহার করবেন না। বোতলের টিপ বা অগ্রভাগ স্পর্শ করবেন না এবং প্রতিবার ব্যবহারের পর বোতলের মুখটি বন্ধ করুন।

সংরক্ষণ

শুষ্ক স্থানে অনধিক ৩০°সে. তাপমাত্রায় সংরক্ষণ করুন। আলো থেকে দূরে রাখুন। ব্যবহারের পরপরই বােতলের মুখ ভালভাবে বন্ধ করুন। সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণত সকল চোখের ড্রপ প্রথমবার মুখ খোলার দিন থেকে ৩০ দিনের মধ্যে ব্যবহার করা উচিত। একমাত্র পপুলার ফার্মার প্রিজারভেটিব মুক্ত কার্বক্সিমিথাইল সেলুলোজ (অ্যাকুয়াফ্রেস পিএফ লিকুইজেল) প্রথম খোলার পর ৬০ দিন পর্যন্ত ব্যবহার করা যায়।
Pack Image of Refresh Liquigel 1% Eye Drop Pack Image: Refresh Liquigel 1% Eye Drop
Thanks for using MedEx!
How would you rate your experience so far?