15 ml drop:
৳ 18.00
Also available as:
নির্দেশনা
জাইলোমেটাজলিন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
- ঠান্ডা, অ্যালার্জিক রাইনাইটিস, সাইনাসের প্রদাহ, মাথা ব্যথা ইত্যাদির ফলে সৃষ্ট নাকের কনজেশন থেকে মুক্তির জন্য নির্দেশিত।
- নাকের কনজেসনের ফলে সৃষ্ট টিউবাল ব্লক এবং সেরাস ওটাইটিস মিডিয়া থেকে মুক্তির জন্য নির্দেশিত।
বিবরণ
জাইলোমেটাজলিন একটি সিমপ্যাথোমিমেটিক এজেন্ট যার তীব্র আলফা অ্যাড্রেনার্জিক কার্যকারিতা রয়েছে। এটি নাকের রক্ত নালীকার সংকোচন করে যার ফলে নাকের এবং ফ্যারিংক্স এর পার্শ্ববর্তী মিউকোসাকে প্রসারিত করে। এতে করে ঠান্ডায় আক্রান্ত রোগীরা খুব সহজেই শ্বাস নিতে পারে। জাইলোমেটাজলিন এর কার্যকারিতা কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় এবং তা কয়েক ঘন্টা ব্যাপী কাজ করে।
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্ত বয়স্কদের জন্য: জাইলোমেটাজলিন ০.১%: প্রতি নাসারন্ধ্রে ২ অথবা ৩ ফোটা করে দিনে দুই থেকে তিন বার। জাইলোমেটাজলিন ০.১% ১২ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।
৬-১২ বছর বয়সের শিশুদের জন্য: জাইলোমেটাজলিন ০.০৫%: প্রতি নাসারন্ধ্রে ২ অথবা ৩ ফোটা করে দিনে দুই থেকে তিন বার।
৬ বছরের কম বয়সের শিশুদের জন্য: জাইলোমেটাজলিন ০.০৫% প্রতি নাসারন্ধ্রে ১ ফোটা করে দিনে দুই থেকে তিন বার।
তিন মাসের কম বয়সের শিশু: তিন মাসের কম বয়সের শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
৬-১২ বছর বয়সের শিশুদের জন্য: জাইলোমেটাজলিন ০.০৫%: প্রতি নাসারন্ধ্রে ২ অথবা ৩ ফোটা করে দিনে দুই থেকে তিন বার।
৬ বছরের কম বয়সের শিশুদের জন্য: জাইলোমেটাজলিন ০.০৫% প্রতি নাসারন্ধ্রে ১ ফোটা করে দিনে দুই থেকে তিন বার।
তিন মাসের কম বয়সের শিশু: তিন মাসের কম বয়সের শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
ঔষধের মিথষ্ক্রিয়া
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
প্রতিনির্দেশনা
ট্রান্স-স্ফেনইডাল হাইপোফাইসেকটমি অথবা ড্যুরা মেটারে সার্জারীর ক্ষেত্রে প্রতি নির্দেশিত। জাইলোমেটাজলিন এর প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রেও এটি প্রতিনির্দেশিত। প্রতিটি জাইলোমেটাজলিন ন্যাজাল ড্রপ শুধুমাত্র একজন রোগীর ব্যবহার করা উচিত যাতে ক্রস ইনফেকশন না ঘটে। পর পর সাত দিনের বেশী ডিকনজেস্টেন্টস ব্যবহার করা উচিত নয়।
পার্শ্ব প্রতিক্রিয়া
নিম্নবর্ণিত পার্শ্ব প্রতিক্রিয়া মাঝে মাঝে পরিলক্ষিত হয়ঃ
- নাক এবং গলার জ্বালাপোড়াভাব
- স্থানীয় প্রদাহ, বমি বমি ভাব, মাথা ব্যথা এবং নাসিকা ঝিল্লির শুষ্কতা দেখা দিতে পারে
- রক্ত সংবহন তন্ত্রের উপর প্রভাব পড়তে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
প্রেগন্যান্সী ক্যাটাগরী-সি। গর্ভাবস্থায় জাইলোমেটাজলিন ব্যবহার করা উচিত নয়। স্তন্যপান করানোর সময় জাইলোমেটাজলিনের ব্যবহার কেবলমাত্র একজন ডাক্তারের নির্দেশেই হওয়া উচিত।
সতর্কতা
প্রাপ্তবয়স্কদের জন্য রাইনোজল অনুনাসিক ড্রপগুলি (০.১%) ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ব্যবহার করা উচিত নয়। দীর্ঘস্থায়ী রাইনাইটিস এর ক্ষেত্রে ড্রপগুলি দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা উচিত নয়। জাইলোমেটাজলিন এর দীর্ঘায়িত ব্যবহারের ফলে রিবাউন্ড কনজেশন এবং ড্রাগ ইন্ডিউসড রাইনাইটিস হতে পারে।
থেরাপিউটিক ক্লাস
Nasal Anti-histamine preparations
সংরক্ষণ
আলো থেকে দূরে রাখুন। বোতল খোলার ২৮ দিনের পর ব্যবহার করা উচিত নয়।