Unit Price:
৳ 50.00
(1 x 5: ৳ 250.00)
Strip Price:
৳ 250.00
This medicine is unavailable
Also available as:
নির্দেশনা
সাসটেন প্রাপ্তবয়স্ক পুরুষ (১৮ থেকে ৬৪ বছর বয়স) যাদের নিম্নোক্ত সমস্যাগুলো আছেঃ
- ন্যূনতম উত্তেজনায় রোগীর ইচ্ছার বিরুদ্ধে অনিয়ন্ত্রিত বীর্যপাত।
- যৌন মিলনের পূর্বেই অথবা মিলনের সাথে সাথে বীর্যপাত।
- দ্রুত বীর্যপাতের কারণে সৃষ্ট হতাশা।
ফার্মাকোলজি
ডেপক্সিটিন হাইড্রোক্লোরাইড একটি সিলেক্টিভ সেরোটনিন রিয়াপ্টেক ইনহিবিটর (এস.এস.আর.আই.)। ডেপক্সিটিন সেরোটনিন এর রিয়াপ্টেক বাধাগ্রস্থ করে এবং প্রি-সিন্যাপ্টিক ও পোস্ট-সিন্যাপ্টিক রিসেপ্টরে নিউরোট্রান্সমিটারের কার্যক্ষমতা বাড়িয়ে দ্রুত বীর্যপাত রোধ করে।
মাত্রা ও সেবনবিধি
- যৌনমিলনের ১-৩ ঘন্টা পূর্বে ৩০ মি.গ্রা. ট্যাবলেট।
- সর্বোচ্চ নির্দেশিত মাত্রা ৬০ মি.গ্রা. ট্যাবলেট।
- সর্বোচ্চ প্রয়োগবিধি দৈনিক ১ বার।
প্রতিনির্দেশনা
ডেপক্সিটিন হাইড্রোক্লোরাইড এর প্রতি সংবেদনশীলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে।
জটিল হৃদরোগ, জটিল ইস্কিমিক হার্ট ডিজিজ অথবা জটিল ভালভুলার হার্ট ডিজিজ।
মনোএমাইন অক্সিডেজ ইনহিবিটর (MAOIs) কিংবা থায়োরিডাযিন এর সাথে প্রতিনির্দেশিত। মনোএমাইন অক্সিডেজ ইনহিবিটর কিংবা থায়োরিডাযিন বন্ধ করার ১৪ দিন পর ডেপক্সিটিন সেবন নির্দেশিত। ডেপক্সিটিন বন্ধ করার ৭ দিন পর মনোএমাইন অক্সিডেজ ইনহিবিটর কিংবা থায়োরিডাযিন সেবন নির্দেশিত।
সিলেক্টিভ সেরোটনিন রিয়াপ্টেক ইনহিবিটর (SSRIs), সেরোটনিন-নর এপিনেফ্রিন রিয়াপ্টেক ইনহিবিটর (SNRIs), ট্রাইসাইক্লিক আন্টিডিপ্রেসেন্ট (TCAs) অথবা অন্যান্য ঔষধ/হারবাল উপাদান যারা সেরোটনিনের মত ফলাফল প্রদান করে এদের সাথে প্রতিনির্দেশিত। এই সকল ওষুধ বন্ধ করার ১৪ দিন পর ডেপক্সিটিন সেবন নির্দেশিত।
জটিল হৃদরোগ, জটিল ইস্কিমিক হার্ট ডিজিজ অথবা জটিল ভালভুলার হার্ট ডিজিজ।
মনোএমাইন অক্সিডেজ ইনহিবিটর (MAOIs) কিংবা থায়োরিডাযিন এর সাথে প্রতিনির্দেশিত। মনোএমাইন অক্সিডেজ ইনহিবিটর কিংবা থায়োরিডাযিন বন্ধ করার ১৪ দিন পর ডেপক্সিটিন সেবন নির্দেশিত। ডেপক্সিটিন বন্ধ করার ৭ দিন পর মনোএমাইন অক্সিডেজ ইনহিবিটর কিংবা থায়োরিডাযিন সেবন নির্দেশিত।
সিলেক্টিভ সেরোটনিন রিয়াপ্টেক ইনহিবিটর (SSRIs), সেরোটনিন-নর এপিনেফ্রিন রিয়াপ্টেক ইনহিবিটর (SNRIs), ট্রাইসাইক্লিক আন্টিডিপ্রেসেন্ট (TCAs) অথবা অন্যান্য ঔষধ/হারবাল উপাদান যারা সেরোটনিনের মত ফলাফল প্রদান করে এদের সাথে প্রতিনির্দেশিত। এই সকল ওষুধ বন্ধ করার ১৪ দিন পর ডেপক্সিটিন সেবন নির্দেশিত।
থেরাপিউটিক ক্লাস
Drugs for Erectile Dysfunction
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০°সে. তাপমাত্রায় অথবা এর নিচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।