IM/IV Injection

ক্যালসিয়াম এমবি ইঞ্জেকসন

৫০০ মি.গ্রা./৫ মি.লি.
5 ml ampoule: ৳ 6.22 (1 x 5: ৳ 31.10)

নির্দেশনা

ক্যালসিয়াম এর ঘাটতি পূরণে এবং খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণে না থাকলে তার সম্পূরক হিসাবে ব্যবহৃত হয়। ক্যালসিয়াম গ্লুকোনেট ব্যবহৃত হয়-
  • গুরুতর হাইপোগ্লাইসেমিক টিটানিতে
  • হাইপোপ্যারা থাইরয়েডিজমে
  • ভিটামিন ডি-এর অভাবে
  • অস্টিওপোরোসিস এবং
  • চরম হাইপারক্যালসেমিয়ায়

মাত্রা ও সেবনবিধি

১-২ অ্যাম্পুলস ক্যালসিয়াম গ্লুকোনেট আইএম, প্রতিদিন বা এক দিন পর পর। বাচ্চাদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ১/২ ডোজ প্রয়োজন। আইএম ইনজেকশন একটি লম্বা সুই ব্যবহার করে গ্লুটিয়াস মিডিয়াস পেশীতে গভীরভাবে দেওয়া উচিত। এই রুট শিশুদের জন্য নির্দেশিত নয়।
  • তীব্র হাইপোক্যালসেমিয়া: ১০-২০ মিলি (২.৩২-৪.৬৪ মিলি মোল)/কেজি।
  • শরীরের ওজন ফ্লোরাইড বা সীসার বিষক্রিয়া: ০.৩ মিলি/কেজি শরীরের ওজন।
  • নবজাতক টিটানি: ০.৩ (০.৭ মিলি মোল)/কেজি শরীরের ওজন।

পার্শ্ব প্রতিক্রিয়া

যদি ক্যালসিয়াম গ্লুকোনেট ইনজেকশন খুব দ্রুত পরিচালনা করা হয় তাহলে বমি বমি ভাব, বমি, হট ফ্লাশ, ঘাম, হাইপোটেনশন এবং ভ্যাসোমোটর কলাপস, সম্ভাব্য প্রানঘাতী হতে পারে।

থেরাপিউটিক ক্লাস

Minerals in bone formation, Specific mineral preparations

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।