3.5 gm tube:
৳ 9.75
This medicine is unavailable
নির্দেশনা
ব্লেফারাইটিস, ব্লেফারোকনজাংটিভাইটিস, কনজাংটিভার প্রদাহ, ড্যাকরিওসিসটাইটিস, কেরাটাইটিস, কেরাটোকনজাংটিভাইটিস, এ্যাকিউট মেইবোমিয়ানাইটিস এবং কর্ণিয়ার আলসারে নির্দেশিত। বহিঃকর্ণের প্রদাহে, দীর্ঘদিনের পূঁজসহ মধ্যকর্ণের প্রদাহে নির্দেশিত।
মাত্রা ও সেবনবিধি
চোখে প্রয়োগের ক্ষেত্রে: ১-২ ফোঁটা আক্রান্ত চোখে দিনে ৬ বার কিংবা প্রয়োজনে তারও বেশী।
কানে প্রয়োগের ক্ষেত্রে: ২-৩ ফোঁটা দিনে ৩-৪ বার অথবা তার থেকেও ঘন ঘন প্রয়োগ করা যেতে পারে।
কানে প্রয়োগের ক্ষেত্রে: ২-৩ ফোঁটা দিনে ৩-৪ বার অথবা তার থেকেও ঘন ঘন প্রয়োগ করা যেতে পারে।
প্রতিনির্দেশনা
এর যে কোন উপাদান এর প্রতি সংবেদনশীলতা থাকলে ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া
চুলকানি, লালচে ভাব, ফোলা অথবা অন্যান্য লক্ষণ দেখা দিতে পারে। বহুল সংঘটিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে চোখের জ্বালাপোড়া, কনজাংটিভার প্রদাহ, কনজাংটিভার ইপিথেলিয়ামের সমস্যা ও কনজাংটিভাল হাইপারেমিয়া উল্লেখযোগ্য।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
অত্যন্ত জরুরী হলেই প্রয়োগ করার ব্যাপারে বিবেচনা করা যেতে পারে।
সতর্কতা
মাঝে মাঝে ছত্রাক সহ অন্যান্য সংবেদনহীন জীবাণু দ্বারা রোগের সংক্রমণ হতে পারে। এটি ইঞ্জেকশনের জন্য নয় এবং চোখের এ্যান্টেরিয়র চেম্বারে সরাসরি প্রয়োগ করা যাবে না।
থেরাপিউটিক ক্লাস
Ophthalmic antibacterial drugs
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।