নির্দেশনা

ট্রাভেলিট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • মোশন সিকনেস- ট্রাভেলিট বমি বমি ভাব, বমি প্রতিরোধ এবং চিকিৎসার জন্য নির্দেশিত হয়
  • এছাড়া পিওএনডি (পোষ্ট অপরেটিভ নওসিয়া এন্ড ডমিটিং)
  • ম্যানিয়ার রোগ

ফার্মাকোলজি

সাইক্লিজিন হাইড্রোক্লোরাইড একটি এফডিএ অনুমোদিত অ্যান্টিহিস্টামিনিক অ্যান্টিইমেটিক ড্রাগ যা অ্যান্টিকোলিনার্জিক এবং অ্যান্টিইমেটিক বৈশিষ্ট্যের অধিকারী। এটি কানের ভিতরের ল্যাবিরিন্থের উত্তেজনা হ্রাস করে এবং ভমিটিং (ইমেটিক) কেন্দ্রে সরাসরি কাজ করে।

মাত্রা ও সেবনবিধি

মোশন সিকনেসঃ
  • প্রাপ্তবয়স্ক: প্রতিদিন ১ টি ট্যাবলেট (৫০ মি.গ্রা.)
  • শিশু (৬ বছর এবং উর্ধ্বে): প্রতিদিন ১/২ ট্যাবলেট (২৫ মি.গ্রা.) ভ্রমণের ৩০ মিনিট পূর্বে ১টি ট্যাবলেট খেতে হবে (খাবার আগে অথবা পরে), ভ্রমণ ৬ ঘন্টার অধিক হলে ১টি ট্যাবলেট পুনরায় খেতে হবে
পিওএনডি, ম্যানিয়ার রোগ ইত্যাদিঃ
  • প্রাপ্তবয়স্ক: প্রতিদিন ১ টি ট্যাবলেট (৫০ মি.গ্রা.) প্রতি ৬-৮ ঘন্টা অন্তর
  • শিশু (৬ বছর এবং উর্ধ্বে): প্রতিদিন ১/২ ট্যাবলেট (২৫ মি.গ্রা.) প্রতি ৬-৮ ঘন্টা অন্তর

ঔষধের মিথষ্ক্রিয়া

ট্রাভেলিট এর অ্যালকোহল এবং অন্যান্য সিএনএস ডিপ্রেসেন্ট যেমন হিপনোটিক্স, ট্রানকুইলাইজার, চেতনানাশক অ্যান্টিসাইকোটিকস্ এবং বারবিচুরেটস এর সাথে সংযোজক প্রভাব থাকতে পারে। এটি পেথিডিনের সোপোরিফিক প্রভাব বাড়ায় এবং ওপিওয়েড ব্যথানাশকগুলির হেমোডাইনামিক সুবিধাগুলিকেও প্রতিহত করে।

প্রতিনির্দেশনা

সক্রিয় বা অন্যান্য উপাদানের প্রতি অত্যধিক সংবেদনশীলতার ক্ষেত্রে প্রতিনির্দেশিত। সাইক্লিজিন অ্যাকিউট অ্যালকোহল ইনটক্সিকেশনের উপস্থিতিতে প্রতিনির্দেশিত। সাইক্লাইজিনের অ্যান্টিইমেটিক বৈশিষ্ট্য অ্যালকোহলের টক্সিসিটি বাড়িয়ে তুলতে পারে

পার্শ্ব প্রতিক্রিয়া

চুলকানি বা ত্বকের ফুসকুড়ি, মুখ, ঠোঁট বা গলা ফুলে যাওয়া, শ্বাস বা ঘ্রাণ নিতে অসুবিধা হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

প্রেগনেন্সি ক্যাটাগরিঃ টিজিএ ক্যাটাগরি 'এ' এবং এফডিএ ক্যাটাগরি 'বি' অনুসারে এটি গর্ভাবস্থায় নিরাপদ। সাইক্লিজিন হাইড্রোক্লোরাইড মাতৃদুগ্ধে নির্গত হয়। তাই স্তন্যদানকারী মায়েদের হাইড্রোক্লোরাইডচ সেবনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

সতর্কতা

ট্রাভেলিট গ্লুকোমা, প্রস্রাব ধারণ, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টের প্রতিবন্ধক রোগ, হেপাটিক রোগ, উচ্চ রক্তচাপ, মৃগীরোগ, গুরুতর হার্ট ফেইলিওর রোগীদের সতর্কতা এবং যথাযথ পর্যবেক্ষণের সাথে ব্যবহার করা উচিত।

থেরাপিউটিক ক্লাস

Anti-emetic drugs

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে ৩০° সে. তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Image of Travelit 50 mg Tablet Pack Image: Travelit 50 mg Tablet
Thanks for using MedEx!
How would you rate your experience so far?