নির্দেশনা

এই ক্রীম নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • মিশ্র ও জটিল ফাঙ্গাল, প্রোটোজোয়াল ও ব্যাক্টেরিয়াল ইনফেকশন
  • মৃদু থেকে মধ্যম ভ্যাজিনাইটিস
  • ক্যানডিডিয়াসিস এবং ট্রাইকোমোনিয়াসিস
  • প্রুরাইটিস ভালভা
  • ডার্মাটাইটিস
  • একজিমা
  • জেনিটো ইউরিনারি ইনফেকশন।

উপাদান

প্রতি গ্রাম ক্রীমে আছে-
  • ক্লোবেটাসল প্রোপিওনেট ইউএসপি ০.৫০ মি.গ্রা.
  • ওফ্লক্সাসিন ইউএসপি ৭.৫০ মি.গ্রা.
  • ওরনিডাজল আইএনএন ২০ মি.গ্রা.
  • টারবিনাফিন হাইড্রোক্লোরাইড বিপি ১০ মি.গ্রা.

ফার্মাকোলজি

এই ক্রীম একটি কম্বিনেশন ক্রীম যা ব্যাক্টেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া এবং প্রদাহের বিরুদ্ধে কাজ করে। ওফ্লক্সাসিন একটি ব্রড স্পেকট্রাম এন্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে কার্যকর। ওরনিডাজল একটি নাইট্রোইমিডাজল গ্রুপের এন্টিবায়োটিক যা অ্যামিবা এবং ট্রাইকোমোনাস ইনফেকশনে কার্যকর। টারবিনাফিন একটি অ্যালাইলএমিন জাতীয় অ্যান্টিফাংগাল যা স্কোয়ালিন ইপক্সিডেয এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে ফাংগাসের কোষ ঝিল্লীর একটি গুরুত্বপূর্ণ উপাদান আরগোস্টেরস এর সংশ্লেষণ থামিয়ে দেয়। ফলশ্রুতিতে ফাংগাল কৌষের মৃত্যু হয়। ক্লোবেটাসল প্রোপিওনেট একটি কার্যকরি কর্টিকোস্টেরয়েড যার এন্টি-ইনফ্লামেটরি, এন্ট্রি-প্রুরাইটিক এবং ভ্যাসোকন্সট্রিকশন বৈশিষ্ট রয়েছে।

মাত্রা ও সেবনবিধি

আক্রান্ত স্থানে মৃদু ভাবে ঘষে লাগাতে হবে দিনে ২ বার।

ঔষধের মিথষ্ক্রিয়া

এখনো কোন ক্ষতিকর প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।

প্রতিনির্দেশনা

এই ক্রীমের যেকোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

ত্বকের জ্বালাপোড়া, চুলকানি, অস্বস্তি, চামড়ার শুষ্কতা হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার এর নিরাপদ ব্যবহার এখনো প্রতিষ্ঠিত হয়নি।

সতর্কতা

মুখে খাওয়ার জন্য নয়। শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য।

থেরাপিউটিক ক্লাস

Clobetasol / Clobetasone & Combined Preparations

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০° সেলসিয়াস আপমাত্রার নীচ রাখুন। রেফ্রিজারেটরে সংরক্ষণ করবেন না। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Image of Dermacom 0.05% 0.75% Cream Pack Image: Dermacom 0.05% 0.75% Cream
Thanks for using MedEx!
How would you rate your experience so far?