নির্দেশনা

চোখের মৃদু জ্বালাপোড়ার কারণে অস্বস্তি ও লালভাব, শুষ্কতা, সূর্য এবং বাতাসের সংস্পর্শের কারণে চোখে এবং চোখের অধিকতর জ্বালাপোড়ার ক্ষেত্রে ইহা নির্দেশিত।

উপাদান

এই জীবাণুমুক্ত চোখের ড্রপস এর প্রতি মিঃ লিঃ তে আছে-
  • গ্লিসারিন ইউএসপি ২ মি.গ্রা.
  • হাইপ্রোমেলোজ বিপি ৩.৬ মি.গ্রা.
  • পাইলিন গ্লাইকল ৪০০ ইউএসপি ১০ মি.গ্রা.
  • টেট্রাহাইড্রোজলিন হাইড্রোক্লোরাইড ইউএসপি ০.৫ মি.গ্রা.
  • জিংক সালফেট মনোহাইড্রেট ইউএসপি যাহা জিংক সালফেট ২.৫ মি.গ্রা. এর সমতূল্য

ফার্মাকোলজি

ইহা গ্লিসারিন, হাইপ্রোমেলোজ, পলিইথিলিন গ্লাইকল ৪০০, টেট্রাহাইড্রোজলিন হাইড্রোক্লোরাইড ও জিংক সালফেট এর প্রস্তুতি। গ্লিসারিন শুষ্ক চোখে আর্দ্রতা পুনরুদ্ধার করে। হাইপ্রোমোলোজ কৃত্রিম চোখের জল যা কর্নিয়া এবং কনজাংটিভার পানির স্বল্পতায় চিকিৎসা দেওয়া হয়। টেট্রাহাইড্রোজলিন হাইড্রোক্লোরাইড চোখের লাল ভাব কমায়। জিংক সালফেট ধারক হিসাবে কাজ করে।

মাত্রা ও সেবনবিধি

১ থেকে ২ ফোটা আক্রান্ত চোখে দিনে ৪ বার দিতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহারযোগ্য। ৬ বছরের বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহারযোগ্য।

ঔষধের মিথষ্ক্রিয়া

এই ড্রপের সাথে অন্যান্য ড্রাগের ইন্টার্যাকশন আছে কিনা তার কোন ক্লিনিক্যাল পরীক্ষা এখন পর্যন্ত হয় নাই।

প্রতিনির্দেশনা

এই ড্রপের উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা আছে এমন ব্যক্তিদের এই ওষুধটি বিপরীত নির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

চোখে ঝাপসা অথবা সাময়িক অস্বস্থি দেখা দিতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

জন্ম ত্রুটি কিংবা মানুষের ক্ষেত্রে কোন সমস্যা দেখা যায়নি।

থেরাপিউটিক ক্লাস

Other ophthalmic preparations

সংরক্ষণ

সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিতরণযোগ্য। ব্যবহারের পরপরই ড্রপারের মুখ বন্ধ করতে হবে। ড্রপারের মুখ খোলার এক মাস পর ওষুধটি ব্যবহার করবেন না। সংরক্ষণ ২০-২৫° সেঃ তাপমাত্রায় সংরক্ষণ করুন।
Pack Image of Tearfil 0.2% 0.36% Eye Drop Pack Image: Tearfil 0.2% 0.36% Eye Drop
Thanks for using MedEx!
How would you rate your experience so far?