নির্দেশনা

এই প্রিপারেশনটি শিরাপথে ব্যবহার্য সম্পূরক পুষ্টি হিসাবে এনপিও/সার্জারী রোগীদের দৈনন্দিন পানিতে দ্রবণীয় ভিটামিন সমূহের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য নির্দেশিত।

উপাদান

প্রতিটি ভায়ালে আছেঃ
  • ভিটামিন বি (থায়ামিন মনোনাইট্রেট ইউএসপি হিসেবে): ২.৫ মিগ্রা
  • ভিটামিন বি (রিবোফ্লাভিন সোডিয়াম ফসফেট বিপি হিসেবে): ৩.৬ মিগ্রা
  • নিকোটিনামাইড বিপি: ৪০ মিগ্রা
  • প্যানটোথেনিক এসিড (ডেক্সপানথেনল ইউএসপি হিসেবে): ১৫ মিগ্রা
  • ভিটামিন বি৬ (পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড বিপি হিসেবে): ৪ মিগ্রা
  • বায়োটিন বিপি: ০.০৬ মিগ্রা
  • ফলিক এসিড বিপি: ০.৪ মিগ্রা
  • ভিটামিন বি১২ (সায়ানোকোবালামিন বিপি হিসেবে): ০.০০৫ মিগ্রা
  • এসকরবিক এসিড (সোডিয়াম এসকরবেট ইউএসপি হিসেবে): ১০০ মিগ্রা

ফার্মাকোলজি

এই প্রিপারেশনটি ইনফিউশন হিসেবে প্রয়োগ করার জন্য পানিতে দ্রবনীয় ভিটামিনের মিশ্রণ যা জীবাণুমুক্ত এবং লায়োফিলাইজড। এতে পানিতে দ্রবণীয় সকল ভিটামিন সঠিক পরিমাণে রয়েছে যা বিভিন্ন এনজাইম এর কোএনজাইম হিসাবে গুরুত্বপূর্ণ শারীরিক প্রক্রিয়া, শক্তি বিপাক, কোষের বৃদ্ধি এবং বিশেষ করে মস্তিষ্কের ও স্নায়ু কোষের ক্ষয়পূরণ করে। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং কোলাজেন গঠনে সাহায্য করে। ইনফিউশন হিসেবে ভিটামিন সমূহ প্রয়োগের ফলে দ্রূত কাজ শুরু করে।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক এবং শিশুদের ওজন ১০ কেজি বা তার বেশি হলে: দৈনিক ১টি ভায়াল (১০ মি.লি.)
শিশুদের ওজন ১০ কেজির কম হলে: দৈনিক শরীরের ওজনের প্রতি কেজিতে ১ মি.লি. অনুপাতে দ্রবণীয় মিশ্রণ দিতে হবে।

ভায়াল এর উপাদানগুলো জীবাণুমুক্ত উপায়ে নিম্নলিখিত যেকোন একটি দ্রবণের সাথে দ্রবীভূত করতে হবে:
  • ওয়াটার ফর ইঞ্জেকশন
  • ফ্যাট ইমালসন ১০%
  • ইনফিউশন তৈরির গ্লোকোজ দ্রবণ (৫%-৬০%)
  • নরমাল স্যালাইন (০.৯% সোডিয়াম ক্লোরাইড)
যদি সামঞ্জস্যতা ও দায়িত্ব নিশ্চিত করা যায় তবে এই প্রিপারেশনটি কার্বোহাইড্রেট, লিপিড, অ্যামিনো এসিড এবং ইলেকট্রোলাইট যুক্ত অন্যান্য প্যারেনটেরাল দ্রবণের সাথে মিশ্রণ করা যাবে।

আইভি ইনজেকশন তৈরির নিয়ম:
  • একটি জীবাণুমুক্ত সিরিঞ্জ দ্বারা সরবরাহকৃত এ্যাম্পুল থেকে ১০ মিলি ওয়াটার ফর ইনজেকশন নিন।
  • এরপর ভায়ালে ওয়াটার ফর ইনজেকশন স্থানান্তর করুন এবং লাইওফিলাইজড পাউডার আলতো করে মেশান।
  • তৈরিকৃত সম্পূর্ণ সলিউশন ভায়াল থেকে সিরিঞ্জে নিন ।
  • সলিউশনটি ধীরে ধীরে কমপক্ষে ১০ মিনিট ধরে শিরাপথে প্রয়োগ করুন।

ঔষধের মিথষ্ক্রিয়া

ভিটামিন বি ৬ লিভোডোপা এর কার্যকারিতা কমিয়ে দিতে পারে। ফলিক এসিড রক্তরসে ফিনাইটয়িন এর ঘনত্ব কমিয়ে দিতে পারে।

প্রতিনির্দেশনা

যদি কোন উপাদান যেমন থায়ামিন এর প্রতি সংবেদনশীলতা আছে এসকল রোগীর জন্য এই ঔষধ প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

এই ঔষধের কোন উপাদান যেমন থায়ামিন এর প্রতি সংবেদনশীলতা আছে এমন রোগীর ক্ষেত্রে এলার্জিক ক্রিয়া হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

প্রাণীর প্রজননতন্ত্রে বা গর্ভাবস্থায় এই ঔষধের ক্লিনিক্যাল পর্যবেক্ষণ পরিলক্ষিত হয়নি। তবে অনেক প্রতিবেদনে পানিতে দ্রবণীয় ভিটামিনের নিরাপদ ব্যবহারের কথা বলা হয়েছে।

সতর্কতা

যদি লায়োফিলাইজ্ড পাউডার ফর ইনফিউশন পানি মিশ্রিত দ্রবণ দ্বারা দ্রবীভূত করা হয় তবে অবশ্যই আলো থেকে দূরে রাখতে হবে। কিন্তু ফ্যাট ইমালসনের আলো প্রতিরোধী বৈশিষ্ঠ্য থাকার কারণে লায়োফিলাইজ্ড পাউডার ফর ইনফিউশন যদি লিপিডে দ্রবীভূত করা হয় তবে এই সতর্কতা অবলম্বন করতে হবে না।

মাত্রাধিক্যতা

খুবই উচ্চমাত্রার প্যারেনটেরাল মাত্রা ব্যতীত পানিতে দ্রবণীয় মাল্টিভিটামিনের কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদি লায়োফিলাইজ্ড পাউডার ফর ইনফিউশন অন্য কোন মাল্টিভিটামিনের সাথে মিশানো হয় তবে ভিটামিন এ এবং ডি এর হাইপারভিটামিনোসিস হতে পারে।

থেরাপিউটিক ক্লাস

Multi-vitamin & Multi-mineral combined preparations

সংরক্ষণ

দ্রবণ মিশ্রণের আগে: আলো থেকে দূরে, ২৫°সেঃ তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
দ্রবণ মিশ্রণের পরে: পূর্ণগঠিত এই প্রিপারেশনটি প্রয়োগের ঠিক পূর্ব মুহূর্তে ইনফিউশন দ্রবণের সাথে মিশাতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে।
Pack Image of Instavit 10 ml Injection Pack Image: Instavit 10 ml Injection
Thanks for using MedEx!
How would you rate your experience so far?