Inturia Capsule (Modified Release)
নির্দেশনা
ট্যামসুলােসিন হাইড্রোক্লোরাইড বিনাইন প্রােস্টেটিক হাইপারপ্লাসিয়া (বিপিএইচ)-এর কার্যকরী লক্ষণসমূহের চিকিৎসায় নির্দেশিত।
ফার্মাকোলজি
ট্যামসুলােসিন একটি সিলেকটিভ আলফা১ রিসেপটর প্রতিবন্ধক। এটি মানুষের প্রোস্টেট গ্রন্থিতে অবস্থিত আলফা১ এ এড্রেনোসেপটরের প্রতি সিলেকটিভিটি প্রদর্শন করে। এসব এড্রেনোসেপটরের প্রতিবন্ধকতার ফলে মূত্রথলির নীচের অংশ এবং প্রোস্টেট গ্রন্থির বৃত্তাকার পেশী শিথিল হয়। এর ফলে মূত্র প্রবাহের হার বৃদ্ধি পায় এবং বি পি এইচ এর লক্ষণ হ্রাস পায়। খালি পেটে খাওয়ার পর ট্যামসুলােসিন হাইড্রোক্লোরাইড ০.৪ মিঃগ্রাঃ ক্যাপসুল প্রায় সম্পূর্ণরূপে (৯০%) পরিশোষিত হয়। খালি পেটে খাওয়ার পর চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ঔষধটি রক্ত রসে সর্বোচ্চ ঘণত্বে পৌছে এবং খাবারের সাথে গ্রহণ করলে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে। ট্যামসুলােসিন হাইড্রোক্লোরাইড অতিমাত্রায় (৯৪% থেকে ৯৯%) রক্তরসের আমিষের সাথে আবদ্ধ থাকে। যকৃতে সাইটোক্রোম পি ৪৫০ এনজাইম দ্বারা ট্যামসুলােসিন হাইড্রোক্লোরাইডের বিপাক ব্যাপকভাবে সাধিত হয় এবং ১০% এর মতো ঔষধ অপরিবর্তিত অবস্থায় মূত্রের মাধ্যমে নির্গত হয়। মুখে সেবনের কিংবা শিরাপথে প্রয়োগের ক্ষেত্রে ট্যামসুলােসিন হাইড্রোক্লোরাইডের এবং এর মডিফাইড রিলিজ ফার্মাকোকাইনেটিক ফরমূলার ক্ষেত্রে এর অর্ধজীবন প্রায় ৯ থেকে ১৩ ঘন্টা এবং রোগীর দেহে এর অর্ধজীবন ১৪ থেকে ১৫ ঘন্টা।
মাত্রা ও সেবনবিধি
ঔষধের মিথষ্ক্রিয়া
প্রতিনির্দেশনা
পার্শ্ব প্রতিক্রিয়া
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
সতর্কতা
গাড়ী চালনা এবং যন্ত্রপাতি ব্যবহারের ক্ষমতার উপর প্রভাব: ট্যামসুলােসিন-এর গাড়ী চালনা অথবা যন্ত্রপাতি ব্যবহারের উপর ক্ষতিকর প্রভাব আছে এমন কোন তথ্য নেই। তদুপরি, এই ক্ষেত্রে রােগীদের সজাগ থাকতে হবে যে, ঝিমুনী হতে পারে।