Unit Price: ৳ 20.00 (3 x 10: ৳ 600.00)
Strip Price: ৳ 200.00

নির্দেশনা

এই ট্যাবলেট যে সকল রোগের চিকিৎসায় ও প্রতিরোধে নির্দেশিত-
  • যকৃত বা লিভারের রোগ (নন-অ্যালকোহলজনিত এবং অ্যালকোহলজনিত)
  • ফ্যাটি লিভার (নন-অ্যালকোহলজনিত এবং অ্যালকোহলজনিত)
  • হেপাটাইটিস
  • লিভার সিরোসিস (নন-অ্যালকোহলজনিত এবং অ্যালকোহলজনিত)
  • জন্ডিস
  • লিভার ফাইব্রোসিস
  • ওষুধ ব্যবহারজনিত হেপাটোটক্সিসিটি

উপাদান

প্রতিটি ট্যাবলেটে রয়েছে-
  • সিলিমারিন (মিল্ক থিসল স্ট্যান্ডার্ডাইজড নির্যাস) বিপি ১৪০ মিগ্রা এবং
  • ডিএল- আলফা টোকোফেরল এসিটেট (ভিটামিন ই) ইউএসপি ২০০ আইইউ।

ফার্মাকোলজি

সিলিমারিন, মিল্ক থিসল এর একটি ফ্ল্যাভনয়েড কমপ্লেক্স যা বায়োলজিক্যালি কার্যকর উপাদান। সিলিমারিন সুপরিচিত হেপাটোপ্রোটেকটিভ এজেন্ট। এটি মিল্ক থিসল ফলের নির্যাস দিয়ে প্রস্তুত করা হয়। সিলিমারিন আরএনএ পলিমারেজ-এ কে উদ্দীপিত করে, প্রোটিন সংশ্লেষণ বাড়ায় এবং লিভার কোষের পুনর্জন্ম ও মেরামত করতে সাহায্য করে। এটি লিভার কোষের বাইরের ঝিল্লিকে স্থিতিশীল করে বিষাক্ত এবং বিদেশী পদার্থকে লিভারের কোষে প্রবেশ করতে বাধা দেয়। সিলিমারিন অ্যান্টি-লিপিড পারক্সিডেটিভ, অ্যান্টিফাইব্রোটিক, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, মেমব্রেন স্ট্যাবিলাইজিং, ইমিউনোমোডুলেটরি এবং লিভার রিজেনারেটিং মেকানিজম দ্বারাও কাজ করে। ডিএল- আলফা টোকোফেরল এসিটেট (ভিটামিন ই) হল একটি টোকল যা সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট টোকোফেরলগুলির মধ্যে একটি। এটি ২ এইচ-১-বেনযোপাইরান-৬-ওল নিউক্লিয়াসে ফেনোলিক হাইড্রোজেনের গুণাবলীর কারণে অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপ প্রদর্শন করে। ভিটামিন ই এর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা শরীরের অনেক উপকার করতে পারে এবং কোষগুলিকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে পারে।

মাত্রা ও সেবনবিধি

১টি করে ট্যাবলেট দৈনিক ২ বার সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত।

ঔষধের মিথষ্ক্রিয়া

সিলিমারিন এবং বিউটাইরোফেননস বা ফেনোথায়াজিন এর সহ-ব্যবহারে লিপিড পারক্সিডেশন কমে যেতে পারে।

প্রতিনির্দেশনা

যে সকল রোগীদের সিলিমারিন ও ভিটামিন ই এর প্রতি অতিসংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

নির্দেশিত মাত্রায় সিলিমারিন শরীরের জন্য সহনশীল। কদাচিৎ মৃদু-বিরেচক ক্রিয়া পরিলক্ষিত হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

কোন সীমাবদ্ধতা জানা যায় নি।

থেরাপিউটিক ক্লাস

Herbal and Nutraceuticals

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Images: Silyvit-E 140 mg Tablet