Unit Price: ৳ 75.00 (3 x 4: ৳ 900.00)
Strip Price: ৳ 300.00
Also available as:

নির্দেশনা

ফারপেম ট্যাবলেট নিম্নলিখিত সংক্রমণের চিকিত্সায় নির্দেশিত:
  • লোয়ার রেসপিরেটরি সংক্রমণ: তীব্র ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, পালমোনারি সাপুরেশন।
  • কান, নাক, এবং গলা (ইএনটি) সংক্রমণ: ওটাইটিস এক্সটার্না, টিম্পানাইটিস, সাইনোসাইটিস।
  • জেনিটো-ইউরিনারি ইনফেকশন: পাইলোনেফ্রাইটিস, সিস্টাইটিস, প্রোস্টাটাইটিস, সেমিনাল গ্ল্যান্ডের প্রদাহ।
  • আপার রেসপিরেটরি সংক্রমণ: ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস।
  • ত্বক এবং ত্বকের গঠন সংক্রমণ: পস্টুলার ব্রণ, ফলিকুলাইটিস, সংক্রামক ইমপেটিগো, ইরাইসিপেলাস, লিম্ফ্যাঙ্গাইটিস, নখের প্রদাহ, ত্বকের নিচের ফোড়া, হাইড্রাডেনাইটিস (ঘাম গ্রন্থির প্রদাহ), সংক্রামক সেবাসিয়াস সিস্ট, দীর্ঘস্থায়ী পাইওডার্মা, বহিরাগত ক্ষত বা ক্ষতের সেকেন্ডারি সংক্রমণ।
  • গাইনোকোলজিকাল সংক্রমণ: অ্যাডনেক্সাইটিস, বার্থোলিন গ্রন্থির প্রদাহ।

মাত্রা ও সেবনবিধি

  • আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন: ১৫০ মিগ্রা দিনে তিন বার থেকে বাড়িয়ে ২০০ মিগ্রা দিনে তিন বার।
  • ইএনটি সংক্রমণ: ২০০ মিগ্রা দিনে তিন বার থেকে বাড়িয়ে ৩০০ মিগ্রা দিনে তিন বার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
  • লোয়ার রেসপিরেটরি সংক্রমণ: ২০০ মিগ্রা দিনে তিন বার থেকে বাড়িয়ে ৩০০ মিগ্রা দিনে তিন বার বাড়ানো যেতে পারে।
  • ত্বক এবং ত্বকের গঠন সংক্রমণ: ১৫০ মিগ্রা দিনে তিন বার থেকে বাড়িয়ে ২০০ মিগ্রা দিনে তিন বার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
  • জেনেটো-ইউরিনারি ইনফেকশন: ২০০ মিগ্রা দিনে তিন বার থেকে বাড়িয়ে ৩০০ মিগ্রা দিনে তিন বার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
  • স্ত্রীরোগ সংক্রান্ত সংক্রমণ: ১৫০ মিগ্রা দিনে তিন বার থেকে বাড়িয়ে ২০০ মিগ্রা দিনে তিন বার।

পার্শ্ব প্রতিক্রিয়া

এই ওষুধের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হল মাথাব্যথা, বমিবমি ভাব, বমি, পেট ব্যথা এবং ডায়রিয়া।
Pack Image of Farpem 150 mg Tablet Pack Image: Farpem 150 mg Tablet
Thanks for using MedEx!
How would you rate your experience so far?