ওলোনেস নাকের স্প্রে
(২৫ মাইক্রো গ্রাম+৬০০ মাইক্রো গ্রাম)/স্প্রে
120 metered spray:
৳ 490.00
নির্দেশনা
এই ন্যাজাল স্প্রে ৬ বছর বা তার বেশি বয়সী শিশু এবং প্রাপ্তবয়স্ক রোগীদের সিসোনাল অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণগুলির চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।
ফার্মাকোলজি
ওলোপাটাডিন হল একটি হিস্টামিন-১ (এইচ-১) রিসেপ্টর ইনহিবিটর যার অ্যান্টিহিস্টামিনিক কার্যকলাপ টিস্যু, এনিমাল মডেল এবং মানুষের উপর গবেষণা করে নথিভুক্ত করা হয়েছে। মোমেটাসন ফিউরয়েট একটি কর্টিকোস্টেরয়েড যা শক্তিশালী এন্টি ইনফ্লামেটোরি হিসেবে কাজ করে। অ্যালার্জিক রাইনাইটিসে কর্টিকোস্টেরয়েডের কার্যকারিতার সুনির্দিষ্ট পদ্ধতি জানা যায়নি। এছাড়া কর্টিকোস্টেরয়েডগুলো বিভিন্ন ধরণের কোষ (যেমন, মাস্ট কোষ, ইওসিনোফিল, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, লিফোসাইট) এবং প্রদাহের জন্য দায়ী বিভিন্ন মেডিয়েটরস (যেমন, হিস্টামিন, ইকোস্যানয়েডস্, লিউকোট্রিনস এবং সাইটোকাইনস) এর উপর বিস্তর ইনহিবিটরি ইফেক্ট প্রদান করে।
ঔষধের মাত্রা
প্রাপ্তবয়স্ক ও কিশোর-কিশোরী (১২ বছর বা তার বেশি বয়সী): প্রস্তাবিত ডোজ প্রতি নাসারন্ত্রে ২টি ন্যাসাল স্প্রে, দুই বেলা প্রতিদিন।
শিশু (৬ বছর বা তার বেশি বয়সী): প্রস্তাবিত ডোজ প্রতি নাসারন্ত্রে ১টি ন্যাসাল স্প্রে, দুই বেলা প্রতিদিন।
শুধুমাত্র নাসারন্ত্রে ব্যবধার এর জন্য। প্রতিবার ব্যবহারের পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকাতে হবে। চোখ বা মুখে ক্ষেত্র করা এড়িয়ে চলুন। ওলোনেস ন্যাজাল স্প্রে সঠিকভাবে ব্যবহারের জন্য চিত্রায়িত নির্দেশিকাটি দেখুন। নির্দেশনাটি মনোযোগ দিয়ে পড়ুন এবং নির্দিষ্ট নিয়ম অনুসারে ব্যবহার করুন।
শিশু (৬ বছর বা তার বেশি বয়সী): প্রস্তাবিত ডোজ প্রতি নাসারন্ত্রে ১টি ন্যাসাল স্প্রে, দুই বেলা প্রতিদিন।
শুধুমাত্র নাসারন্ত্রে ব্যবধার এর জন্য। প্রতিবার ব্যবহারের পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকাতে হবে। চোখ বা মুখে ক্ষেত্র করা এড়িয়ে চলুন। ওলোনেস ন্যাজাল স্প্রে সঠিকভাবে ব্যবহারের জন্য চিত্রায়িত নির্দেশিকাটি দেখুন। নির্দেশনাটি মনোযোগ দিয়ে পড়ুন এবং নির্দিষ্ট নিয়ম অনুসারে ব্যবহার করুন।
সেবনবিধি
কিভাবে ন্যাজাল স্প্রে ব্যবহার করবেন:
১. বোতলটি আলতো করে ঝাঁকান। তারপর ক্যাপ এবং শিশু-প্রতিরোধী লক সরান।
২. আপনার তর্জনী এবং মধ্যমা আঙুল দিয়ে আরভাগের উভয় পাশে এবং বোতলের নীচে আপনার বুড়ো আঙুল দিয়ে স্প্রেটি ধরে রাখুন। প্রথমবার ন্যাজাল স্প্রে বাবহার করার আশে বা আপনি যদি এটি দীর্ঘ সময়ের জন্য বাবহার না করে থাকেন তবে পাত্র থেকে একটি সূক্ষ স্প্রে বের না হওয়া পর্যন্ত ন্যাংজোল একচুয়েটরটি কয়েকবার চাপুন।
৩. আপনার নাসারন্ত্র পরিষ্কার করতে আলতো করে নিঃশ্বাস ছাড়ুন।
৪. একটি নাসারন্ত্র বন্ধ করুন। আপনার মাথাটি কিছুর সামনের দিকে কাত করুন এবং বোতলটি সোজা রেখে সাবধানে অন্য নাকের ছিদ্রে ন্যাজাল একচুয়েটরটি ঢোকান। আপনার নাক দিয়ে শ্বাস নেওয়া শুরু করুন এবং শ্বাস নেওয়ার সময় স্পোটি ছেড়ে দেওয়ার জন্য একচুয়েটরের উপর একবার দৃঢ়ভাবে এবং দ্রুত নিচে চাপুন। একটি সম্পূর্ণ অ্যাকচুয়েশন পেতে, আপনার তর্জনী ও মধ্যমা দিয়ে একচুয়েটরটি চাপুন এবং বুড়ো আঙুল দিয়ে বোতলের তলায় স্পর্শ করুন। চোখে স্প্রে করা থেকে বিরত থাকুন। নাকের ছিদ্র দিয়ে আস্তে আস্তে ভিতরের দিকে শ্বাস নিন।
৫. আপনার মুখ দিয়ে শ্বাস ছাড়ুন।
৬. একই/অন্যান্য নাসারন্ত্রে ডোজ প্রয়োগের জন্য উপরের ধাপগুলি পুনরাবৃত্তি করুন।
৭. একটি পরিষ্কার টিস্যু দিয়ে ন্যাজাল একচুয়েটরটি মুছুন এবং ক্যাপটি আটকিয়ে দিন।
৮. বোতলটি সম্পূর্ণ ঘালি না হলেও লেবেলযুক্ত স্প্রে সংখ্যার বেশি এই বোতলটি ব্যবহার করবেন না।
পরিষ্কার প্রণালী: সংগ্রহে অন্তত একবার নাকের স্প্রে পরিষ্কার করা উচিত। পদ্ধতিগুলি নিম্নরূপ:
১. বোতলটি আলতো করে ঝাঁকান। তারপর ক্যাপ এবং শিশু-প্রতিরোধী লক সরান।
২. আপনার তর্জনী এবং মধ্যমা আঙুল দিয়ে আরভাগের উভয় পাশে এবং বোতলের নীচে আপনার বুড়ো আঙুল দিয়ে স্প্রেটি ধরে রাখুন। প্রথমবার ন্যাজাল স্প্রে বাবহার করার আশে বা আপনি যদি এটি দীর্ঘ সময়ের জন্য বাবহার না করে থাকেন তবে পাত্র থেকে একটি সূক্ষ স্প্রে বের না হওয়া পর্যন্ত ন্যাংজোল একচুয়েটরটি কয়েকবার চাপুন।
৩. আপনার নাসারন্ত্র পরিষ্কার করতে আলতো করে নিঃশ্বাস ছাড়ুন।
৪. একটি নাসারন্ত্র বন্ধ করুন। আপনার মাথাটি কিছুর সামনের দিকে কাত করুন এবং বোতলটি সোজা রেখে সাবধানে অন্য নাকের ছিদ্রে ন্যাজাল একচুয়েটরটি ঢোকান। আপনার নাক দিয়ে শ্বাস নেওয়া শুরু করুন এবং শ্বাস নেওয়ার সময় স্পোটি ছেড়ে দেওয়ার জন্য একচুয়েটরের উপর একবার দৃঢ়ভাবে এবং দ্রুত নিচে চাপুন। একটি সম্পূর্ণ অ্যাকচুয়েশন পেতে, আপনার তর্জনী ও মধ্যমা দিয়ে একচুয়েটরটি চাপুন এবং বুড়ো আঙুল দিয়ে বোতলের তলায় স্পর্শ করুন। চোখে স্প্রে করা থেকে বিরত থাকুন। নাকের ছিদ্র দিয়ে আস্তে আস্তে ভিতরের দিকে শ্বাস নিন।
৫. আপনার মুখ দিয়ে শ্বাস ছাড়ুন।
৬. একই/অন্যান্য নাসারন্ত্রে ডোজ প্রয়োগের জন্য উপরের ধাপগুলি পুনরাবৃত্তি করুন।
৭. একটি পরিষ্কার টিস্যু দিয়ে ন্যাজাল একচুয়েটরটি মুছুন এবং ক্যাপটি আটকিয়ে দিন।
৮. বোতলটি সম্পূর্ণ ঘালি না হলেও লেবেলযুক্ত স্প্রে সংখ্যার বেশি এই বোতলটি ব্যবহার করবেন না।
পরিষ্কার প্রণালী: সংগ্রহে অন্তত একবার নাকের স্প্রে পরিষ্কার করা উচিত। পদ্ধতিগুলি নিম্নরূপ:
- ক্যাপটি সরান
- আলতো করে ন্যাজাল একচুয়েটরটি টানুন।
- একচুয়েটর এবং ক্যাপটি গরম পানিতে ধুয়ে ফেলুন।
- অতিরিক্ত পানি ঝেড়ে স্বাভাবিক আয়গায় শুকাতে দিন। অতিরিক্ত অপ প্রয়োগ করা থেকে এড়িয়ে চলুন।
- পুনরায় আটকিয়ে দিন।
- বোতলের উপরের দিকে একচুয়েটরটিকে আলতো করে ধাক্কা দিন।
ঔষধের মিথষ্ক্রিয়া
অ্যালকোহল বা অন্যান্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেস্যান্টস এর সাথে এই স্প্রে একযোগে ব্যবহার করা উচিৎ নয় কারণ একযোগে ব্যবহারের কারণে রোগীর তন্দ্রাচ্ছন্নতা এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা ব্যাহত হতে পারে। এছাড়া CYP3A4 ইনহিবিটরগুলির সাথে একযোগের ব্যবহার মেটাবোলিজমে বাধা দেয়, এবং মোমেটাসন ফিল্ডরয়েট প্লাজমা ঘনত্ব বাড়িয়ে সম্ভাবা প্রতিকূল প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়ায়। তাই শক্তিশালী CYP3A4 ইনহিবিটরগুলির সাথে এই ন্যাসাল স্প্রে ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত।
প্রতিনির্দেশনা
ওলোপাটাডিন এবং মোমেটাসনের সমন্বয়ে প্রস্তুতকৃত ন্যাসাল স্প্রে এর প্রতি অতিসংবেদনশীল হলে ব্যবহার থেকে বিরত থাকুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
- মুখের মধ্যে একটি গন্ধ, নোনতা, বাজে বা ধাতব স্বাদের অনুভূতি হতে পারে।
- নাক দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে।
- নাকের ভিতর অস্বস্তি হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভবতী মহিলাদের মধ্যে এই ন্যাসাল স্প্রে বা মোমেটাসন ফিল্ডরয়েট ব্যবহারে কোনও বড় ধরনের জন্মগত ত্রুটি, গর্ভপাত, মা অথবা ভ্রূপের ওষুধ-সম্পর্কিত কোন ঝুঁকির তথ্য পাওয়া যায়নি। মায়ের বুকের দুধে ওলোপাটাডিন বা মোমেটাসন ফিল্ডরয়েট বা এর বিপাকীয় পদার্থের কোন উপস্থিতি পাওয়া যায়নি। অন্যান্য করটিকোস্টেরয়েড এর মত মোমেটাসন ফিউরয়েট মায়ের বুকের দুধ দিয়ে নিঃসৃত হয়। যেহেতু মোমেটাসন ফিন্টরয়েট খুব অল্প পরিমাণে নাসারন্ত্রে ব্যবহার করা হয় তাই প্লাজমাতেও এর পরিমাণ খুবি কম। এই কারণে বুকের দুধে মোমেটাসন এর উপস্থিতি স্বভাবতই কম হবে।
সতর্কতা
নাক দিয়ে রক্তক্ষরণ, নাকের ক্ষত, নাকের সেপ্টাল ছিদ্র, ক্ষত পরিপূর্ণভাবে না সাড়লে এবং ক্যান্ডিডা অ্যালবিকানস সংক্রমণ হলে এসব ক্ষেত্রে রোগীদের ন্যকে কোন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়ার লক্ষণ দেখা যায় নাকি খেয়াল রাখা।
নিদ্রাহীনতা: এই ন্যাসাল-স্প্রেটি গ্রহণ করার সময় বিপজ্জনক পেশা যেমন ড্রাইভিং বা যন্ত্রপাতি ব্যবহারু অথবা মোটর নিউরনের সমন্বয়ের প্রয়োজন হয় এমন কোন কাজে জড়িত হওয়া এড়িয়ে চলুন।
এই স্প্রের সাথে অ্যালকোহল বা অন্যান্য কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের (সি এন এস) ডিপ্রেস্যান্ট এর সাথে একযোগে ব্যবহার এড়িয়ে চলুন কারণ এর ফলে রোগীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কর্মদক্ষতা অতিরিক্ত হ্রাস পেতে পারে।
গ্লুকোমা অথবা হানি: এই ধরণের রোগীর ক্ষেত্রে চোখে দেখার কোন সমস্যা অথবা ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে যায় কিনা পর্যবেক্ষন করা।
নিদ্রাহীনতা: এই ন্যাসাল-স্প্রেটি গ্রহণ করার সময় বিপজ্জনক পেশা যেমন ড্রাইভিং বা যন্ত্রপাতি ব্যবহারু অথবা মোটর নিউরনের সমন্বয়ের প্রয়োজন হয় এমন কোন কাজে জড়িত হওয়া এড়িয়ে চলুন।
এই স্প্রের সাথে অ্যালকোহল বা অন্যান্য কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের (সি এন এস) ডিপ্রেস্যান্ট এর সাথে একযোগে ব্যবহার এড়িয়ে চলুন কারণ এর ফলে রোগীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কর্মদক্ষতা অতিরিক্ত হ্রাস পেতে পারে।
গ্লুকোমা অথবা হানি: এই ধরণের রোগীর ক্ষেত্রে চোখে দেখার কোন সমস্যা অথবা ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে যায় কিনা পর্যবেক্ষন করা।
মাত্রাধিক্যতা
এলোপাটাডিন হাইড্রোক্লোরাইড: অ্যান্টিহিস্টামিনের ওভারডোজের উপসর্গগুলির মধ্যে প্রাপ্তবয়স্ক এবং শিশুদের মধ্যে। তন্দ্রাচ্ছ্যাল, উত্তেজনা এবং অস্থিরতা দেখা যায়। অতিমাত্রায় সেবনের কারণে কোন লক্ষণ দেখা দিলে, লক্ষণভিত্তিক বা সহায়ক চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন।
মোমেটাসন ফিউরয়েট: যেকোনো কর্টিকোস্টেরয়েডের দীর্ঘমেয়াদী অতিমাত্রায় সেবনের ফলে হাইপারকটিসিজমের লক্ষন বা উপসর্গ দেখা দিতে পারে।
মোমেটাসন ফিউরয়েট: যেকোনো কর্টিকোস্টেরয়েডের দীর্ঘমেয়াদী অতিমাত্রায় সেবনের ফলে হাইপারকটিসিজমের লক্ষন বা উপসর্গ দেখা দিতে পারে।
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ২৫°সে. তাপমাত্রার নিচে রাখুন। রেফ্রিজারেটরে সংরক্ষণ করবেন না। সকল ঔষধ শিশুদের নাগালে বাইরে রাখুন।