এমোরলফিন হাইড্রোক্লোরাইড (ক্রীম)

নির্দেশনা

এমোরলফিন হাইড্রোক্লোরাইড ক্রীম নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • টিনিয়া পেডিস,
  • টিনিয়া ক্রুরিস,
  • টিনিয়া ইঙ্গুইনেইলস,
  • টিনিয়া করপোরিস,
  • টিনিয়া মেনাম এবং
  • পিটাইরিয়াসিস ভারসিকালার এর চিকিৎসায়।

ফার্মাকোলজি

এমোরলফিন হাইড্রোক্লোরাইড একটি বিস্তৃত বর্ণালির বাহ্যিক ব্যবহৃত এন্টিমাইকোটিক। এটি একটি মরফোলিন এন্টিফাঙ্গাল ওষুধ যা ছত্রাকের D14 রিডাক্টেজ এবং D7-D8 আইসোমারেজ এনজাইমকে প্রতিহত করে যা স্টেরল তৈরীতে বাধা দেয় এবং আরগোস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়।

মাত্রা ও সেবনবিধি

ত্বকের আক্রান্ত স্থানে প্রতিদিন একবার পরিষ্কার করার পর (সন্ধ্যা বেলায়) প্রয়োগ করতে হবে। রোগের উপশম না হওয়া পর্যন্ত এবং উপশম পরবর্তী ৩ থেকে ৫ দিন কোন বিরতি ছাড়াই চিকিৎসা চালিয়ে যেতে হবে। চিকিৎসার প্রয়োজনীয় সময় কাল ছত্রাকের প্রজাতি এবং সংক্রমণের অবস্থানের উপর নির্ভর করে। সাধারণত চিকিৎসা কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ অব্যাহত রাখতে হবে। পায়ের মাইকোসিস এর ক্ষেত্রে, ৬ সপ্তাহ পর্যন্ত চিকিৎসার প্রয়োজন হতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে।

শিশু ও বয়ঃসন্ধিকালীন ব্যবহার: পর্যাপ্ত ক্লিনিক্যাল গবেষণার অভাবে শিশুদের ক্ষেত্রে এই ক্রীমটি নির্দেশিত নয়।

ঔষধের মিথষ্ক্রিয়া

একই সাথে অন্যান্য বাহ্যিক ওষুধের চিকিৎসার সুনির্দিষ্ট কোন গবেষণা নেই।

প্রতিনির্দেশনা

যাদের এই ক্রীমটির সক্রিয় উপাদান বা যে কোন এক্সিপিয়েন্ট এর প্রতি অতিসংবেদনশীলতা আছে তাদের পুনরায় ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

বিরুপ প্রতিক্রিয়া যেমন- ত্বক ও ত্বকের টিস্যু সংক্রান্ত ব্যাধি বিরল এবং বেশিরভাগই হালকা প্রকৃতির।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় এবং স্তন্যদানের সময় যথাযথ প্রয়োজন ছাড়া এমোরলফিন হাইড্রোক্লোরাইড ক্রীমটি ব্যবহার করা উচিত নয়। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে স্তনের আশেপাশে ব্যবহার করা উচিত নয়।

সতর্কতা

চোখ, কান এবং মিউকাস মেমব্রেনের সাথে এমোরলফিন হাইড্রোক্লোরাইড ক্রীমের সংস্পর্শ এড়িয়ে চলুন। এই ক্রীমটি ব্যবহারের পরে সিস্টেমিক বা স্থানীয় এলার্জিক প্রতিক্রিয়া হতে পারে। যদি এটি হয় তবে ক্রীমটি অবিলম্বে বন্ধ করা উচিত এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পরিষ্কার করার মাধ্যমে ক্রীমটি সাবধানে সরিয়ে ফেলতে হবে। ক্রীমটি পুনরায় প্রয়োগ করা উচিত নয়।

মাত্রাধিক্যতা

এমোরলফিন হাইড্রোক্লোরাইড ক্রীমটি বাহ্যিক ব্যবহারের জন্য। অনাকাঙ্খিত মৌখিক সেবনের ক্ষেত্রে পেট খালি করার একটি উপযুক্ত পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।

থেরাপিউটিক ক্লাস

Topical Antifungal preparations

সংরক্ষণ

৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Available Brand Names