ফ্লিবানসেরিন

নির্দেশনা

ফ্লিবানসেরিন ট্যাবলেট মেনোপজাল পূর্ববর্তী মহিলাদের, যাদের যৌন মিলনের আকাঙ্ক্ষা অনেক কম থাকে তাদের জন্য নির্দেশিত। এই সমস্যাটি মহিলাদের শুরু থেকেই থাকতে পারে অথবা নতুন করে দেখা দিতে পারে, যা মানসিক, ঔষধ জনিত বা দাম্পত্য সমস্যা জনিত কারণে সৃষ্ট নয়।

ফার্মাকোলজি

হাইপোঅ্যাকটিভ যৌন ইচ্ছা ব্যাধি সহ প্রিমেনোপজাল মহিলাদের চিকিৎসার ক্ষেত্রে ফ্লিবানসেরিনের ক্রিয়াকলাপের প্রক্রিয়া জানা যায়নি। ফ্লিবানসেরিন 5HT1A এবং 5HT2A রিসেপ্টরের প্রতি আসক্তির কারণে এটি 5HT1A এর কার্যকারিতা বাড়িয়ে দেয় এবং 5HT2A এর কার্যকারিতা কমিয়ে দেয়। যার ফলে মস্তিষ্কে সেরোটোনিন এর পরিমান কমাতে এবং একই সাথে নরএপিনেফ্রিন এবং ডোপামিন এর পরিমান বাড়াতে সাহায্য করে।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার: দিনে একবার (১০০ মি.গ্রা.) রাতে শোবার আগে খেতে হবে।

শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার: ১৮ বছরের কম বয়সী রোগীদের জন্য নির্দেশিত নয়।

ঔষধের মিথষ্ক্রিয়া

ওরাল কন্ট্রাসেপটিভ এবং অন্যান্য দুর্বল CYP3A4 ইনহিবিটর: ফ্লিবানসেরিন এর মাত্রা বাড়িয়ে দেয় ও বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়।

শক্তিশালী CYP2C19 ইনহিবিটর: ফ্লিবানসেরিন এর মাত্রা বাড়িয়ে দেয় যা নিম্নরক্তচাপ, অজ্ঞান ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ডিপ্রেশনের ঝুঁকি বাড়ায়।

CYP3A4 উদ্দীপক: ফ্লিবানসেরিন এর ঘনত্ব কমিয়ে দেয়। তাই এর সাথে ফ্লিবানসেরিন ব্যবহার সুপারিশ করা হচ্ছে না।

ডিগক্সিন: ডিগক্সিন এর মাত্রা বেড়ে যায় যা কিনা ডিগক্সিন এর বিষক্রিয়া বাড়িয়ে দেয়।

প্রতিনির্দেশনা

  • অ্যালকোহল
  • মাঝারি বা শক্তিশালী সাইটোক্রোম P450 3A4 (CYP3A4) ইনহিবিটর
  • যকৃতে দূর্বলতা

পার্শ্ব প্রতিক্রিয়া

  • মাথা ঘোরা
  • তন্দ্রা
  • বমি বমি ভাব
  • ক্লান্তি
  • অনিদ্রা
  • শুষ্ক মুখ

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী মহিলাদের উপর ফ্লিবানসেরিন ব্যবহারের কোন তথ্য নেই। স্তন্যপান করা শিশুর মধ্যে সিডেশন হওয়ার কারণে ফ্লিবানসেরিন দিয়ে চিকিৎসা দেওয়ার সময় বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয় না।

সতর্কতা

রক্তচাপের নিম্নতাহেতু সাময়িক সংঞ্জাহীনতার রোগীদের অনতিবিলম্বে শুয়ে থাকা উচিত এবং লক্ষণগুলো সমাধান না হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ফ্লিবানসেরিন ব্যবহারে তন্দ্রা, অবসাদ ইত্যাদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম (সিএনএস) বিষণ্ণতা হতে পারে, যা অন্যান্য সিএনএস ডিপ্রেসেন্ট দ্বারা বৃদ্ধি পায়। ঔষধ খাওয়ার পর কমপক্ষে ৬ ঘণ্টা পর্যন্ত ভারী কাজ (যেমন যন্ত্রপাতি বা গাড়ি চালানো), সম্পূর্ণ সতর্কতা প্রয়োজন এমন কাজগুলো এড়িয়ে চলা উচিত।

থেরাপিউটিক ক্লাস

Serotonin-norepinephrine reuptake inhibitor (SNRI)

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০°সে তাপমাত্রার নিচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Thanks for using MedEx!
How would you rate your experience so far?