মাল্টিভিটামিন + ৫% এ্যামাইনো এসিড

নির্দেশনা

ভাইডালিন এ আইভি হচ্ছে শিরাপথে ব্যবহার্য সম্পূরক পুষ্টি হিসাবে দৈনন্দিন পানিতে দ্রবণীয় ভিটামিনসমূহের এবং প্রোটিনের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য নির্দেশিত।

প্রতিটি কম্বিপ্যাকে আছে-
  • পানিতে দ্রবীভূত মাল্টিভিটামিন পাউডার ফর ইনফিউশেনের ১ টি ভায়াল
  • ২৫০ মি.লি. এ্যামাইনো এসিডের ১ টি বোতল
  • ১ টি ১০ মি.লি. ডিসপোজেবল সিরিঞ্জ
  • ১ টি ইনফিউশন সেট
  • ১ টি হ্যাঙ্গার
  • ১ টি ফাস্টর্ এইড ব্যান্ডেজ এবং
  • ১ টি অ্যালকোহল প্যাড।

উপাদান

প্রতিটি ভায়ালে আছে (মৌলিক উপাদান):
  • ভিটামিন বি১ (থায়ামিন নাইট্রেট হিসেবে) বিপি: ২.৫ মি.গ্রা.
  • ভিটামিন বি২ (রিবোফ্লাভিন সোডিয়াম ফসফেট হিসেবে) বিপি: ৩.৬ মি.গ্রা.
  • নিকোটিনামাইড বিপি: ৪০ মি.গ্রা.
  • ভিটামিন বি৬ (পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড হিসেবে) বিপি: ৪ মি.গ্রা.
  • প্যানটোথেনিক এসিড (ডেক্সপানথেনল হিসেবে) বিপি: ১৫ মি.গ্রা. 
  • এসকরবিক এসিড (সোডিয়াম এসকরবেট হিসেবে) বিপি: ১০০ মি.গ্রা.
  • বায়োটিন বিপি: ০.০৬ মি.গ্রা.
  • ফলিক এসিড বিপি: ০.৪ মি.গ্রা.
  • ভিটামিন বি১২ (সায়ানোকোবালামিন হিসেবে) বিপি: ০.০০৫ মি.গ্রা
২৫০ মি.লি. গ্লাস বোতল: প্রতি ১০০ মি.লি. তে আছে (মৌলিক উপাদান):

অত্যাবশ্যকীয় এ্যামাইনো এসিড
  • এল-আইসোলিউসিন ইউএসপি: ০.৩৫২ গ্রাম
  • এল-লিউসিন ইউএসপি: ০.৪৯ গ্রাম
  • এল-লাইসিন হাইড্রোক্লোরাইড ইউএসপি: ০.৪৩ গ্রাম
  • এল-মিথিওনিন ইউএসপি: ০.২২৫ গ্রাম
  • এল-ফিনাইল এলানিন ইউএসপি: ০.৫৩৩ গ্রাম
  • এল-থ্রিওনিন ইউএসপি: ০.২৫ গ্রাম
  • এল-ট্রিপ্টোফেন ইউএসপি: ০.০৯ গ্রাম
  • এল-ভ্যালিন ইউএসপি: ০.৩৬ গ্রাম
  • এল-হিস্টিডিন ইউএসপি: ০.২৫ গ্রাম
  • এল-টাইরোসিন ইউএসপি: ০.০২৫ গ্রাম
অ-অত্যাবশ্যকীয় এ্যামাইনো এসিড
  • এল-আরজিনিন ইউএসপি: ০.৫০ গ্রাম
  • এল-এসপারটিক এসিড ইউএসপি: ০.২৫ গ্রাম
  • এল-গ্লুটামিক এসিড বিপি:০.০৭৫ গ্রাম
  • এল-এলানিন ইউএসপি: ০.২০ গ্রাম
  • এল-সিস্টিন বিপি: ০.০১ গ্রাম
  • গ্লাইসিন (এ্যামাইনো এসিটিক এসিড) ইউএসপি: ০.৭৬ গ্রাম
  • এল-প্রোলিন ইউএসপি: ০.১০ গ্রাম
  • এল-সেরিন ইউএসপি: ০.১০ গ্রাম
শর্করা
  • ডি-সরবিটল: ৫.০০ গ্রাম
ইলেক্ট্রোলাইটস
  • সোডিয়াম (Na+): ৩৫.৫ মিলিমোল/লিটার
  • পটাশিয়াম (K+): ২৫.০ মিলিমোল/লিটার
  • ম্যাগনেসিয়াম (Mg++): ২.৫ মিলিমোল/লিটার
  • ক্লোরাইড (Cl-): ৫৩.৪ মিলিমোল/লিটার
  • এসিটেট ((CH3COO-): ২৫.০ মিলিমোল/লিটার

বিবরণ

ভাইডালিন এ আইভি হচ্ছে ইনফিউশন হিসেবে প্রয়োগ করার জন্য পানিতে দ্রবনীয় ভিটামিনের মিশ্রণ যা জীবাণুমুক্ত এবং লায়োফিলাইজড। এতে পানিতে দ্রবণীয় সকল ভিটামিন সঠিক পরিমাণে রয়েছে যা বিভিন্ন এনজাইম এর কোএনজাইম হিসাবে গুরুত্বপূর্ণ শারীরিক প্রক্রিয়া, শক্তি বিপাক, কোষের বৃদ্ধি এবং বিশেষ করে মস্তিষ্কের ও স্নায়ু কোষের ক্ষয়পূরণ করে। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং কোলাজেন গঠনে সাহায্য করে। ইনফিউশন হিসেবে ভিটামিন সমূহ প্রয়োগের ফলে দ্রুত কাজ শুরু করে।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক এবং শিশুদের ওজন ১০ কেজি বা তার বেশি হলে: দৈনিক ১টি ভায়াল (১০ মি.লি.)।

শিশুদের ওজন ১০ কেজির কম হলে
: দৈনিক শরীরের ওজনের প্রতি কেজিতে ১ মি.লি. অনুপাতে দ্রবণীয় মিশ্রণ দিতে হবে।

ব্যাবহারবিধি-
  • ২৫০ মি.লি. গ্লাস বোতল থেকে ১০ মি.লি. সলিউশন সিরিঞ্জে টেনে নিন
  • মাল্টিভিটামিন ভায়ালের ক্যাপ খুলে সিরিঞ্জে টেনে নেওয়া ১০ মি.লি. সলিউশন ভায়ালে প্রবেশ করান। এতে ভায়ালে হলুদ বর্ণের সলিউশন তৈরি হবে
  • ভায়াল থেকে তৈরিকৃত সম্পূর্ণ সলিউশন সিরিঞ্জে টেনে নিন
  • সিরিঞ্জে টেনে নেওয়া সলিউশন ২৫০ মি.লি. গ্লাস বোতলের সলিউশনে প্রবেশ করান
  • এবার প্রতি মিনিটে ২০ ফোঁটা করে শিরাপথে রোগীর শরীরে দিন

ঔষধের মিথষ্ক্রিয়া

ভিটামিন বি৬ লিভোডোপা এর কার্যকারিতা কমিয়ে দিতে পারে। ফলিক এসিড রক্তরসে ফিনাইটয়িন এর ঘনত্ব কমিয়ে দিতে পারে।

প্রতিনির্দেশনা

যদি কোন উপাদান যেমন থায়ামিন এর প্রতি সংবেদনশীলতা আছে এসকল রোগীর জন্য এই ঔষধ প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

এই ঔষধের কোন উপাদান যেমন থায়ামিন এর প্রতি সংবেদনশীলতা আছে এমন রোগীর ক্ষেত্রে এলার্জিক ক্রিয়া হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

ভাইডালিন লায়োফিলাইজ্ড পাউডার ফর ইনফিউশনঃ ইউএস এফডিএ প্রেগন্যান্সি ক্যাটাগরি-এ। এমিসল আইভিঃ মানুষের মধ্যে গর্ভাবস্থায় এ্যামাইনো এসিড দ্রবনের সফল এবং নিরাপদ প্রদান পরিলক্ষিত হয়েছে। প্রাণীর উপর এধরনের পরীক্ষা পরিলক্ষিত হয়নি।

সতর্কতা

যদি লায়োফিলাইজ্ড পাউডার ফর ইনফিউশন পানি মিশ্রিত দ্রবণ দ্বারা দ্রবীভূত করা হয় তবে অবশ্যই আলো থেকে দূরে রাখতে হবে। কিন্তু ফ্যাট ইমালসনের আলো প্রতিরোধী বৈশিষ্ঠ্য থাকার কারণে লায়োফিলাইজ্ড পাউডার ফর ইনফিউশন যদি লিপিডে দ্রবীভূত করা হয় তবে এই সতর্কতা অবলম্বন করতে হবে না।

মাত্রাধিক্যতা

খুবই উচ্চমাত্রার প্যারেনটেরাল মাত্রা ব্যতীত পানিতে দ্রবণীয় মাল্টিভিটামিনের কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদি লায়োফিলাইজ্ড পাউডার ফর ইনফিউশন অন্য কোন মাল্টিভিটামিনের সাথে মিশানো হয় তবে ভিটামিন এ এবং ডি এর হাইপারভিটামিনোসিস হতে পারে।

থেরাপিউটিক ক্লাস

Multi-vitamin & Multi-mineral combined preparations

সংরক্ষণ

আলো থেকে দূরে, ২৫°সেঃ তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। পূণর্গঠিত ভাইডালিন এ আইভি প্রয়োগের ঠিক পূর্ব মুহূর্তে ইনফিউশন দ্রবণের সাথে মিশাতে হবে।

Available Brand Names