Qurs Sailan

Indications

এই ট্যাবলেট একটি ভেষজ ঔষধ যাহা মহিলা রোগীদের মুখে খাবার যোগ্য। ইহা জরায়ুর শক্তি বর্ধক ও শ্বেত প্রদর নিরাময়ে কার্যকরী।

Composition

প্রতি ট্যাবলেটে আছে নিম্নোক্ত প্রধান প্রধান ভেষজ উপাদান ও সহযোগী উপাদান যাহা বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী অনুযায়ী প্রস্তুত।
  • মাজুফল- ১৪২.৮৫ মিঃ গ্রাম
  • তেঁতুল বীচি- ১৪২.৮৫ মিঃ গ্রাম
  • সমুন্দর সুখ- ১৪২.৮৫ মিঃ গ্রাম
  • কুশতা বয়জা- ৭১.৪২ মিঃ গ্রাম

Pharmacology

ট্যাবলেট লিকোনার বিভিন্ন উপাদান জরায়ুর হরমোন নিঃসরণের মাধ্যমে জীবানুকে ধ্বংশ করে, জরায়ুকে শক্তিশালী করে অতিরিক্ত ঋতুস্রাব বন্ধ করে এবং শ্বেতপ্রদর রোধ করে।

মাজুফল (এলকালয়েড, ট্যানিন, গ্লাইকোসাইড): এটি জরায়ুর অস্বাভাবিক গতিকে নিয়ন্ত্রণ করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে এর উদ্বায়ী তৈল জরায়ুর জীবানুকে ধ্বংস করে জরায়ুকে সবল করে।

তেতুঁল বীচি (ভিটামিন-সি, টারটারিক এসিড, শর্করা, এলকালয়েড): এটি অতিরিক্ত স্রাব, শ্বেত প্রদর নিরাময় করে ও জরায়ুর শক্তিবর্ধক হিসাবে কাজ করে।

কুশতা বয়জা (ক্যালসিয়াম কার্বোনেট, জিংক সালফেট): এটি জরায়ুর ক্যালসিয়াম ও জিং এর অভাব দূর করে জরায়ুর হরমোন নিঃসরণে সাহায্য করে।

সমুন্দরসুখ (ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিংক): এটি রক্ত সল্পতা দুর করে জরায়ুকে সবল করে এবং মানষিক বুদ্ধি বিকাশে সহায়তা করে।

Dosage & Administration

১টি ট্যাবলেট দিনে ২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহারের পর সেব্য।

Contraindications

এর উল্লেখযোগ্য কোন প্রতিনির্দেশনা নেই।

Side Effects

এখনও পর্যন্ত পরিলক্ষিত হয় নাই।

Pregnancy & Lactation

গর্ভাবস্থায় লিকোনা সেবন করা নিষেধ।

Therapeutic Class

Herbal and Nutraceuticals

Storage Conditions

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Available Brand Names

Thanks for using MedEx!
How would you rate your experience so far?