কার্বোনিল আয়রন + ফলিক এসিড
নির্দেশনা
এই ক্যাপসুল নিম্নলিখিত রোগের চিকিৎসা, উপসর্গ নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং উন্নতি করে:
- আয়রনের অভাব
- ফলিক অ্যাসিডের অভাবে ঘটিত মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া
- পুষ্টির অভাবে, গর্ভাবস্থায়, শৈশব বা শৈশবকালের রক্তাল্পতার চিকিত্সা
- এখানে তালিকাভুক্ত নয় এমন উদ্দেশ্যেও ব্যবহার করা যেতে পারে।
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্ক: খাবারের আগে বা চিকিত্সকের নির্দেশ অনুসারে প্রতিদিন একটি ক্যাপসুল।
পার্শ্ব প্রতিক্রিয়া
ফলিক অ্যাসিড মৌখিক সেবনের পরে অ্যালার্জি সংবেদনশীলতা দেখা গেছে। ওরাল আয়রন সেবনের ফলে কোষ্ঠকাঠিন্য হতে পারে, বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে, মাঝে মাঝে মলদ্বার আঘাতপ্রাপ্ত হতে পারে।
থেরাপিউটিক ক্লাস
Iron & Vitamin Combined preparations
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।