পারমেথ্রিন + ক্রোটামিটন
নির্দেশনা
এই লোশন স্ক্যাবিস এবং প্রুরাইটাস-এর চিকিৎ্সায় নির্দেশিত। এছাড়াও তদুপরি, এটি চুলকানি এবং ত্বকের জ্বালা যেমন রোদে পোড়া, শুষ্ক একজিমা, চুলকানিসহ ডার্মাটাইটিস, অ্যালার্জি জনিত ফুসকুড়ি, আমবাত, নেটল ফুসকুড়ি, চিকেনপক্স, পোকামাকড়ের কামড় এবং হুল, তাপ ফুসকুড়ি এবং ব্যক্তিগত চুলকানি উপশমের জন্য ব্যবহৃত হয়।
ফার্মাকোলজি
ক্রোটাম প্লাস লোশন একটি এন্টিপ্রুরাইটিক এবং স্ক্যাবিসাইডাল। ইহা সারকেপটিস স্ক্যাবি জীবাণুর বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী। ইহা চুলকানি সহ ত্বকের বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয়। ক্রোটাম প্লাস ত্বকে ব্যবহারের জন্য লোশন হিসাবে পাওয়া যায়।
ঔষধের মাত্রা
প্রাপ্তবয়স্ক (বৃদ্ধসহ): উষ্ণ গরম পানি দিয়ে গোসল করার পর, ত্বক ভালভাবে শুকিয়ে নিতে হবে এবং ক্রোটাম প্লাস লোশন পুরো শরীরের পৃষ্ঠে (মুখ এবং মাথার ত্বক ব্যতীত) এমনভাবে ঘষতে হবে যতক্ষণ না পর্যন্ত সারা শরীরে লোশনটি অদৃশ্য না হয়। লোশনটি প্রতিদন ১ বার, বিশেষত সন্ধ্যায়, মোট ৩-৫ দিনের জন্য পুনরাবৃত্তি করা উচিত। ফলাফলের উপর ভিত্তি করে, বিশেষভাবে এমন সাইটগুলিতে বিশেষ মনোযোগ দেওয়া উচিত যেগুলি মাইট দ্বারা আক্রমণের জন্য বিশেষভাবে সংবেদনশীল (যেমন আন্তঃ ডিজিটাল স্পেস, কব্জি, বগল এবং যৌনাঙ্গ)। যেখানে পুঁজ তৈরি হয় সেগুলিকে এই লোশন দিয়ে ঢেকে দেওয়া উচিত। চিকিৎসা চলাকালীন সময়ে রোগী পরবর্তী ব্যবহারের পুনরাবৃত্তি করার কিছুক্ষণ আগে গোসল করতে পারে। চিকিৎসা শেষ হওয়ার পরে, বিছানার চাদর এবং আন্ডার ক্লোথিং পরিবর্তন করে ভাল করে গোসল করা উচিত।
শিশু: প্রাপ্তবয়স্কদের জন্য বর্ণিত ব্যবহারবিধির মত একই নিয়মে, কিন্তু ২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে দিনে ১ বারের বেশি এই লোশন প্রয়োগ করা উচিত নয়।
শিশু: প্রাপ্তবয়স্কদের জন্য বর্ণিত ব্যবহারবিধির মত একই নিয়মে, কিন্তু ২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে দিনে ১ বারের বেশি এই লোশন প্রয়োগ করা উচিত নয়।
সেবনবিধি
চিকিৎসা পদ্ধতি: এই লোশন প্রয়োগ করার আগে ত্বক পরিষ্কার, ঠান্ডা এবং শুষ্ক হওয়া উচিত।
প্রাপ্তবয়স্ক এবং ২ বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য: ঘাড়ের নিচ থেকে পুরো শরীরে লোশনটি প্রয়োাগ করুন, লোশনটি অদৃশ্য না হওয়া পর্যন্ত বা ভালভাবে মিশে না যাওয়া পর্যন্ত ত্বকে হালকাভাবে ঘষুন। সমস্ত ত্বকের পৃষ্ঠে অ্যাপ্লিকেশনটি প্রয়োগ করা গুরুত্বপূর্ণ বিশেষ করে আঙ্গুল এবং পায়ের আঙ্গুলের মধ্যে, নখের নীচে এবং পায়ের তলায়।
২ বছরের কম বয়সী শিশুদের জন্য: শুধুমাত্র চোখ এবং মুখের চারপাশের জায়গা ব্যতীত মুখ, ঘাড়, কান এবং মাথার ত্বকে প্রয়োগ করতে হবে। ধুয়ে ফেলার আগে কমপক্ষে ৮ ঘন্টা লোশন লাগিয়ে রাখুন। চিকিৎসার ৮ ঘন্টার মধ্যে যদি লোশন ধুয়ে যায় (যেমন হাত ধোয়ার পরে) তাহলে পুনরায় অ্যাপ্লিকেশন পুনরায় প্রয়োগ করুন।
২ মাসের অধিক বয়সের যে কোন রোগী লোশন ব্যবহার করতে পারবে।
যেহেতু স্ক্যাবিস অতি দ্রুত সংক্রমণশীল সেহেতু প্রতিরোধক হিসাবে পরিবারের অন্যান্য সদস্যদেরও এই ঔষধ একই ভাবে ব্যবহার করা দরকার।
প্রাপ্তবয়স্ক এবং ২ বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য: ঘাড়ের নিচ থেকে পুরো শরীরে লোশনটি প্রয়োাগ করুন, লোশনটি অদৃশ্য না হওয়া পর্যন্ত বা ভালভাবে মিশে না যাওয়া পর্যন্ত ত্বকে হালকাভাবে ঘষুন। সমস্ত ত্বকের পৃষ্ঠে অ্যাপ্লিকেশনটি প্রয়োগ করা গুরুত্বপূর্ণ বিশেষ করে আঙ্গুল এবং পায়ের আঙ্গুলের মধ্যে, নখের নীচে এবং পায়ের তলায়।
২ বছরের কম বয়সী শিশুদের জন্য: শুধুমাত্র চোখ এবং মুখের চারপাশের জায়গা ব্যতীত মুখ, ঘাড়, কান এবং মাথার ত্বকে প্রয়োগ করতে হবে। ধুয়ে ফেলার আগে কমপক্ষে ৮ ঘন্টা লোশন লাগিয়ে রাখুন। চিকিৎসার ৮ ঘন্টার মধ্যে যদি লোশন ধুয়ে যায় (যেমন হাত ধোয়ার পরে) তাহলে পুনরায় অ্যাপ্লিকেশন পুনরায় প্রয়োগ করুন।
২ মাসের অধিক বয়সের যে কোন রোগী লোশন ব্যবহার করতে পারবে।
যেহেতু স্ক্যাবিস অতি দ্রুত সংক্রমণশীল সেহেতু প্রতিরোধক হিসাবে পরিবারের অন্যান্য সদস্যদেরও এই ঔষধ একই ভাবে ব্যবহার করা দরকার।
ঔষধের মিথষ্ক্রিয়া
পারমেথ্রিন এবং ক্রোটামিটন প্রয়োগকালীন সময়ে কর্টিকোস্টেরয়েড দ্বারা যে কোন একজিমা জাতীয় রোগের চিকিৎসা বন্ধ করতে হবে। কারণ এতে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ মূলক ক্রিয়াকলাপ লোপ পাওয়ার ফলে চুলকানির প্রকোপ বেড়ে যেতে পারে।
প্রতিনির্দেশনা
পারমেথ্রিন এবং ক্রোটামিটন লোশন মুখের ভিতরে গেলে এবং চোখে লাগলে ক্ষতি হতে পারে সে জন্য সতর্কতার সহিত ব্যবহার করতে হবে। যে সমস্ত রোগী অতি মাত্রায় সংবেদনশীল তাদের ক্ষেত্রে পারমেথ্রিন এবং ক্রোটামিটন লোশন ব্যবহার করা যাবে না। পারমেথ্রিন এবং ক্রোটামিটন ত্বকের ক্ষত স্থানে ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া
স্ক্যাবিস রোগীদের ক্ষেত্রে স্কিন ডিসকমফোর্ট, প্রধানতঃ লোশন প্রয়োগের পর কিছু রোগীর ক্ষেত্রে বার্নিং, স্টিংগিং অথবা টিংলিং দেখা যায়। পারমেথ্রিন এবং ক্রোটামিটন লোশন প্রয়োগের পর অস্থায়ী লক্ষণগুলো যেমন- ইরাইথেমা, ইডিমা, একজিমা, র্যাশ দেখা দিতে পারে। তবে এ উপসর্গগুলি স্ক্যাবিস রোগের স্বাভাবিক অবস্থা হিসাবে বিবেচনা করা হয়।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় পারমেথ্রিন এবং ক্রোটামিটনের নিরাপত্তা মূল্যায়ন করার কোনও অভিজ্ঞতা নেই, তাই গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম তিন মাসে এটি নির্দেশিত নয়। সক্রিয় পদার্থটি বুকের দুধে যায় কিনা তা জানা যায়নি। দুগ্ধদানকারী মায়েদের নিপলের এলাকায় এটি প্রয়োগ করা থেকে বিরত থাকা উচিত।
সতর্কতা
যে সমস্ত স্বাস্থকর্মী নিয়মিত পারমেথ্রিন এবং ক্রোটামিটন লোশন প্রয়োগে সহায়তা করে তাদের ক্ষেত্রে গ্লাভস ব্যবহার করা উচিত। চোখের সংস্পর্শ থেকে বিরত থাকুন কারন লোশন চোখের জ্বালা ঘটাতে পারে। অসাবধানতাবশত লোশন চোখে গেলে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মাত্রাধিক্যতা
পারমেথ্রিন এবং ক্রোটামিটনের অতিমাত্রা কোন রিপোর্ট পাওয়া যায়নি। অতিরিক্ত লোশন প্রয়োগের ফলে স্থানীয় সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া অথবা স্কিনে আরও প্রতিকুল তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
থেরাপিউটিক ক্লাস
Local Antipruritic, Parasiticidal preparations
সংরক্ষণ
২৫°সে.অথবা তার কম তাপমাত্রায় সংরক্ষণ করুন। আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।