ফেরাস সালফেট + ফলিক এসিড
নির্দেশনা
এই টাইড রিলিজ ক্যাপসুল একটি রক্তবর্ধক ঔষধ যা লৌহ ও ফলিক এসিডের ঘাটতিতে বিশেষ করে গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে চিকিৎসায় ও প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয়।
বিবরণ
এই ক্যাপসুল ফেরাস সালফেট (টাইম্ড রিলিজ আকারে) ও ফলিক এসিডের তৈরী একটি ঔষধ। এই টাইম্ম্ড রিলিজ ক্যাপসুল এমনভাবে তৈরী যে এটা পাকস্থলীতে লৌহের রিলিজ হওয়াকে রোধ করে এবং পাকস্থলীকে লৌহ ঘটিত পার্শ্বপ্রতিক্রিয়া থেকে অব্যাহতি দেয়। ইহা লৌহকে তার শোষণের অংশে রিলিজ করে লৌহের সর্বোচ্চ শোষন নিশ্চিত করে।
মাত্রা ও সেবনবিধি
গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময় প্রতিদিন একটি করে টাইম্ড রিলিজ ক্যাপসুল, কিছু কিছু রোগীর ক্ষেত্রে খাদ্যাভাস ও অন্যান্য কারণে অধিক মাত্রা প্রয়োজন হতে পারে।
সতর্কতা
লৌহ এন্টাসিড ও টেট্রাসাইক্লিনের সাথে চিলেট গঠন করে, ফলে একই সময় সেবনে সবগুলোর শোষণ ব্যাহত হয়। অবশ্য গর্ভকালীন সময়ে টেট্রাসাইক্লিনের ব্যবহার প্রতি নির্দেশিত হয়ে থাকে।
মাত্রাধিক্যতা
লৌহজাত লবণ অতিমাত্রায় সেবনের লক্ষণসমূহ হল পেটের ব্যথা, বমি বমি ভাব, রক্তবমি এবং রক্ত সঞ্চালন বন্ধ। মারাত্মক অবস্থাসমূহে একটা প্রচ্ছন্ন সময়কাল পরে এনসেফালোপ্যাথি, যকৃতের তীব্র নেক্রোসিস এবং মূত্রতন্ত্রের তীব্র অকার্যকারিতা দেখা দিতে পারে। ফেরাস সালফেটের টাইড রিলিজ ক্যাপসুল লৌহের অতিরিক্ত শোষণ বিলম্বিত করতে পারে এবং তাই এর উপযুক্ত প্রতিকারের পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে বেশি সময় পাওয়া যায়। প্রতিকারক চিকিৎসার মধ্যে রয়েছে পাকস্থলী পরিশোধন ও পরে ৫ গ্রাম ডেসফেরিঅক্সামাইন দিতে হবে। রক্তে লৌহের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে এবং মারাত্মক অবস্থাসমূহে লক্ষণগুলোর পরিপূরক ব্যবস্থাসহ শিরাপথে ডেসফেরিঅক্সামাইন দিতে হবে।
থেরাপিউটিক ক্লাস
Iron & Vitamin Combined preparations
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ২৫°সে: তাপমাত্রায় অথবা এর নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।