ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসেপটার নতুন ওষুধ "Orsema" ইনজেকশন

07 Dec, 2021
বিশ্ব ডায়াবেটিস দিবসে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নতুন সুখবর এনেছে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডায়াবেটিস নিয়ন্ত্রণে 'ওরসেমা ইনজেকশন' নামের নতুন ওষুধ বাজারজাত করতে যাচ্ছে। 

এ উপলক্ষে রোববার ডায়াবেটিস দিবসে বিভিন্ন আনুষ্ঠানিকতার সাথে রাজধানীর বারডেমে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস-এর এই ঔষধটির মোড়ক উন্মোচন করা হয়। 

ইনসেপটা জানিয়েছে, প্রথমবারের মত দেশে তৈরি ইঞ্জেকট্যাবল সেমাগ্লুটাইড এই ওষুধ সপ্তাহে একবার গ্রহণযোগ্য, যা প্রতিদিন ট্যাবলেট খাওয়ার ঝামেলা কমিয়ে দেবে এবং ডায়াবেটিস চিকিৎসায় সহায়ক হিসেবে কাজ করবে। এটি প্রি-ফিল্ড সিরিঞ্জ হিসেবে 'ওরসেমা' নামে ০.২৫ মি.গ্রা. এবং ০.৫০ মি.গ্রা. এই দুই মাত্রায় বাজারে পাওয়া যাবে। ওষুধটির দামও সাধারণ মানুষের হাতের নাগালে রয়েছে। ০.২৫ মি.গ্রা. ৩৫০ টাকা এবং ০.৫০ মি.গ্রা. ৬০০ টাকা মাত্র। 

ইনসেপটা বলছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রতিদিন ওষুধ গ্রহণের চিন্তা আর নয়। এই ওষুধটি সপ্তাহে শুধুমাত্র একবার গ্রহণ করলেই হবে।

সারা বিশ্বের মত বাংলাদেশেও রোববার বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এইবারের প্রতিপাদ্য বিষয় ‘সার্বজনীন ডায়াবেটিস চিকিৎসা নিশ্চিতকরণ।

Wifi Speed Test Checker

Source: samakal.com
Thanks for using MedEx!
How would you rate your experience so far?