ইচ্ছে মতো প্যারাসিটামল খান! বিপদ ডেকে আনছেন না তো?

17 Feb, 2022
করোনাকালে প্যারাসিটামল ব্যবহারের পরিমাণ বেড়েছে কয়েকগুন। তবে প্যারাসিটামলের অতিরিক্ত ব্যবহারের বিষয়ে সাবধান করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, প্যারাসিটামল বেশি খেলে আসতে পারে মহাবিপদ।

বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা রয়েছে এমন ব্যক্তিদের প্যারাসিটামল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। উচ্চ রক্তচাপ রয়েছে এমন ১১০ জন ব্যক্তির উপর একটা সমীক্ষা করেছে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়। দু’সপ্তাহ ধরে প্রত্যেক দিন তাদের চারটি করে প্যারাসিটামল খাওয়ানো হয়। দেখা যায় ওই সমস্ত রোগীদের রক্তচাপ উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপযুক্ত রোগীদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয় প্যারাসিটামল। যা প্রায় ২০ শতাংশ বেড়ে যায়। তাই চিকিৎসকদেরও প্যারাসিটামল এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, জ্বর বা মাথা যন্ত্রণা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্যারাসিটামল খাওয়া যায়। কিন্তু তেমন কোনো কারণ ছাড়া খাওয়া উচিত নয়।


Source: jamuna.tv
Thanks for using MedEx!
How would you rate your experience so far?