নির্দেশনা

ডাইক্লোফেনাক সোডিয়াম অপথালমিক স্ল্যুশন নিম্নোক্ত ক্ষেত্রে নির্দেশিত-
  • অস্ত্রোপচারের আগে ও পরে (যেমন, ছানি অপারেশনের জন্য)
  • অ-সংক্রমিত দীর্ঘস্থায়ী কনজাংক্টিভাইটিস, কেরাটোকনজাংটিভাইটিসে
  • কর্নিয়া এবং কনজাংটিভা-এর অ-সংক্রমিত পোস্ট-ট্রমাটিক অবস্থায়

মাত্রা ও সেবনবিধি

অস্ত্রোপচারের আগে: অস্ত্রোপচারের আগের ৩ ঘন্টার মধ্যে কনজাংটিভাল থলিতে ১ ড্রপ করে ৫ বার পর্যন্ত।

অস্ত্রোপচারের পরে: অস্ত্রোপচারের ১৫, ৩০ এবং ৪৫ মিনিট পরে কনজাংটিভাল থলিতে ১ ড্রপ করে; তারপর প্রয়োজন অনুযায়ী প্রতিদিন ৩-৫ বার করে দিতে হবে।

প্রদাহজনক অবস্থায়: রোগের তীব্রতার উপর নির্ভর করে প্রতিদিন ৪-৫ বার কনজাংটিভাল থলিতে ১ ফোঁটা করে দিতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়া

৫-১৫% রোগীর মধ্যে হালকা থেকে মাঝারি জ্বালাপোড়া হয় যা ক্ষণস্থায়ী এবং এজন্য কখনও চিকিত্সা বন্ধ করার প্রয়োজন হয় না। অন্যান্য কম সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হল আলোর প্রতি সংবেদনশীলতা, খারাপ স্বাদ, চাপের অনুভূতি, অ্যালার্জির প্রতিক্রিয়া ইত্যাদি।

থেরাপিউটিক ক্লাস

Ophthalmic Non-Steroid drugs

সংরক্ষণ

ব্যবহারের সাথে সাথে বোতলটি বন্ধ করুন। খোলার পরে চার সপ্তাহের বেশি ব্যবহার করবেন না। ঘরের তাপামাত্রায় রাখুন।
Pack Image of Nopain 0.1% Eye Drop Pack Image: Nopain 0.1% Eye Drop
Thanks for using MedEx!
How would you rate your experience so far?