নির্দেশনা

ভিটামিন এ-এর ঘাটতিজনিত যে সমস্ত রোগ দেখা যায় যেমন-রাতকানা, জেরোফথ্যালমিয়া, ত্বক, চুল এবং নখের নানা ধরনের পরিবর্তনের চিকিৎসায়। এছাড়া মিউকোসা অসুস্থতার আনুসাংগিক চিকিৎসায় যেমন সাইনোসাইটিস, ব্রংকাইটিস, সর্দি, ইকথায়োসিস, ডেরিয়ার্স রোগ, ব্রন, সোরিয়াসিস ইত্যাদির চিকিৎসায়। বৃদ্ধির সময়ে, রোগ প্রতিরোধ ও রাতকানার প্রতিষেধক রূপে ভিটামিন এ-এর চাহিদা পূরণ করতেও এটি নির্দেশিত । এছাড়া ডায়রিয়ার পরবর্তী অবস্থায় ভিটামিন এ-এর ঘাটতি পূরণে এবং হামের প্রতিষেধক রূপে এটি নির্দেশিত।

মাত্রা ও সেবনবিধি

পূর্ণ বয়স্ক: প্রতিদিন ৫০,০০০ আই.ইউ. থেকে ১,০০,০০০ আই.ইউ. প্রয়োজনে ২,০০,০০০ আই.ইউ. দেয়া যেতে পারে।

শিশুদের ক্ষেত্রে (১ বছরের ঊর্ধ্বে): 
  • নাইট ব্লাইন্ডনেস (রাতকানা) বিটটস্‌ স্পটস্‌, জেরোফথ্যালমিয়া: ২,০০,০০০ আই.ইউ. ১ম দিন, ২য় দিন, ১৪ তম দিন। 
  • হাম: ২,০০,০০০ আই.ইউ. ১ম দিন, ২য় দিন। 
  • ডায়রিয়া, শ্বাসতন্ত্রে সংক্রমণ: ২,০০,০০০ আই.ইউ. প্রতিবার রোগের পরে।
  • তীব্র অপুষ্টি: ২,০০,০০০ আই.ইউ. একক মাত্রায় অথবা, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

প্রতিনির্দেশনা

ভিটামিন এ-এর প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি বিরূপ নির্দেশিত ।

পার্শ্ব প্রতিক্রিয়া

অতিরিক্ত ভিটামিন এ সেবনে বমি বমি ভাব, মাথাব্যথা, খাদ্যের প্রতি আসক্তি হারানো, শুষ্ক ত্বক, ত্বকে চুলকানি, চুল পড়ে যাওয়া, মায়ালজিয়া, পেপিলিডেমা, লিভার সিরোসিস ইত্যাদি হতে পারে।

সতর্কতা

দীর্ঘদিন চিকিৎসার পর রেটিনল ফোর্ট মুক্ত অন্তর্বর্তী সময় নিশ্চিত করতে হবে। গর্ভকালীন অবস্থায় ৫,০০০ আই.ইউ. এর বেশী মাত্রা দেয়া সংগত নয়। অন্যান্য রোগীদের ক্ষেত্রে কেবল মাত্র চিকিৎসকের পরামর্শেই ৫০,০০০ আই.ইউ. এর বেশী ভিটামিন এ দেয়া যেতে পারে।

থেরাপিউটিক ক্লাস

Vitamin-A preparations

সংরক্ষণ

অনূর্ধ্ব ২৫° সেঃ তাপমাত্রায় শুকনো ও ঠান্ডা স্থানে ঔষধটি সংরক্ষণ করুন।
Pack Image of A-Forte 50000 IU Capsule Pack Image: A-Forte 50000 IU Capsule
Thanks for using MedEx!
How would you rate your experience so far?