Unit Price: ৳ 4.00 (5 x 10: ৳ 200.00)
Strip Price: ৳ 40.00
Also available as:

নির্দেশনা

মায়োসন নিম্নোক্ত উপসর্গে ব্যাবহৃত হয়-
  • স্নায়ুতান্ত্রিক রােগজনিত (পিরামিডাল ট্রাক্টের আঘাত, মাল্টিপল স্ক্লেরােসিস, মাইলােপ্যাথি, মস্তিষ্ক ও স্নায়ুরুজ্জু প্রদাহ ইত্যাদি) কারনে ঐচ্ছিক পেশীর টোন বৃদ্ধির চিকিৎসায় এটি ব্যবহৃত হয়।
  • পেশীর খিচুনী, পেশীর স্থায়ী সংকোচন, অনমনীয়তা, স্পাইনাল অটোম্যাটিজম চিকিৎসায়।
  • রক্তনালীর রােগ (অবলিটারেটিভ আর্টেরিওস্ক্লেরােসিস, ডায়াবেটিক এনজিওপ্যাথি, অবলিটারেটিভ থ্রোম্বােএনজাইটিস, রেনােড্স‌ ডিজিজ, ডিফিউজ ক্লেরােডারমা) এ এটি ব্যবহৃত হয়।
  • স্বতন্ত্রক্ষেত্রে পােষ্ট- থ্রোম্বটিক শিরা ও লসিকা সঞ্চালনজনিত রােগ এবং ক্রুরাল আলসার।

ফার্মাকোলজি

টোলপেরিসােন হাইড্রোক্লোরাইডের কেন্দ্রীয়ভাবে কাজ করে এমন মাংশপেশী শিথিলকারক যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে এবং মূলতঃ বর্ধিত মাংশপেশীর টোন ও টেনশন এবং কোন কোন ক্ষেত্রে হাত-পায়ের রক্ত সঞ্চালনের সমস্যায় ব্যবহৃত হয়।

মাত্রা ও সেবনবিধি

নির্দেশিত মাত্রাগুলো হলো-
  • পূর্ণবয়স্ক: রােগীর প্রয়ােজনীয়তা এবং সহনশীলতার উপর নির্ভর করে ৫০-১৫০ মিঃগ্রাঃ দৈনিক তিনবার।
  • শিশু (৩ মাস থেকে ৬ বছর): ৪৫ মিঃগ্রাঃ/কেজি/দিন অনুসারে তিনটি বিভক্ত মাত্রায়।
  • শিশু (৬ থেকে ১৪ বছর): ২-৪ মিঃগ্রাঃ/কেজি/দিন অনুসারে তিনটি বিভক্ত মাত্রায়। অথবা, রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

ঔষধের মিথষ্ক্রিয়া

মেথােকার্বামল এবং মায়োসন এর যৌথ ব্যবহারে ভিসুয়াল একোমােডেশানের সমস্যা দেখা দিতে পারে।

প্রতিনির্দেশনা

ঔষধের যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা, মায়াসথেনিয়া গ্রাভিস এবং দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে এটি বিরূপ নিদের্শিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

কোন কোন সময় পেশীর দুর্বলতা, মাথা ব্যাথা, বমি বমি ভাব, বমি এবং কদাচিৎ ক্ষেত্রে অতিসংবেদনশীল প্রতিক্রিয়া (চুলকানি, ত্বকে লালচে ভাব ও ফুসকুড়ি) দেখা দিতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

ডাক্তারের পরামর্শ ব্যতিত গর্ভাবস্থায় টোলপেরিসােন ব্যবহার করা উচিত নয়। স্তন্যদানকালে এটি ব্যবহার করা উচিত নয়।

সতর্কতা

শিশুদের ক্ষেত্রে নির্দেশিত মাত্রা এবং চিকিৎসাকাল সাবধানতার সাথে পর্যবেক্ষণ করা উচিত।

থেরাপিউটিক ক্লাস

Central Depolarizing muscle relaxants, Centrally acting Skeletal Muscle Relaxants

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০° ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Image of Myoson 50 mg Tablet Pack Image: Myoson 50 mg Tablet
Thanks for using MedEx!
How would you rate your experience so far?