নির্দেশনা

লুব্রিকেন্ট এবং কৃত্রিম চোখের পানি হিসেবে, প্রদাহজনিত চোখের সমস্যায়, চোখে পানির অভাব বা মিউকাস নিঃসরণে। লুবটিয়ার চোখের ড্রপস্‌ কেরাটোকনজাংকটিভাইটিস জনিত শুষ্কতার রোগীদের কর্ণিয়ার ক্ষতি প্রতিরোধে ব্যবহৃত হয়। এটি চোখের শুষ্কতার জন্য জ্বালাযন্ত্রণা এবং অন্যান্য প্রদাহের বিরুদ্ধে রক্ষাকারক হিসেবে সাময়িক উপশমের জন্য ব্যবহার করা হয়।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্ত বয়স্ক, শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে: এক বা দুই ড্রপস্‌ দিনে তিনবার নির্দেশনা অনুযায়ী বা প্রয়োজনে ব্যবহার করতে হবে।

প্রতিনির্দেশনা

বেনজালকোনিয়াম ক্লোরাইড উপস্থিতির কারনে কণ্টাক্ট লেন্স ব্যবহারকারীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

এ ওষুধ ব্যবহারে কোন পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায় নি। যদি পরিলক্ষিত হয় তাহলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। সুতরাং গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে।

সতর্কতা

যদি চোখের জ্বালপোড়া ভাব থাকে বা অবস্থার উন্নতি না হয়, তবে ডাক্তারের পরামর্শ গ্রহন করতে হবে।

থেরাপিউটিক ক্লাস

Drugs for Dry eyes

সংরক্ষণ

Store below 25°C and do not freeze. Do not use after 30 days of first opening. Keep the container closed tightly after each opening. Keep out of the reach of children.
Pack Image of Glamor 0.2% 0.2% Eye Drop Pack Image: Glamor 0.2% 0.2% Eye Drop
Thanks for using MedEx!
How would you rate your experience so far?