নির্দেশনা

এই জীবাণুমুক্ত চোখের ড্রপস্ চোখের শুষ্কতা জনিত উপসর্গ যেমন জ্বালাপােড়া ও অস্বস্থি প্রতিরােধে নির্দেশিত।

ফার্মাকোলজি

এই জীবাণুমুক্ত চোখের ড্রপস্ এর উপাদান গুলাে শুষ্কতা জনিত উপসর্গ থেকে চোখকে রক্ষা করে। ইহার জেলিং এবং লুব্রিকেটিং সিস্টেম এমন ভাবে তৈরী করা হয় যা চোখে দেয়ার পর প্রত্যেকের চোখের pH এর সাথে মিলে যায়। এই চোখের ড্রপস্ চোখে দেয়ার পর এর উপাদান গুলাে চোখের টিয়ারের সাথে মিশে চোখের উপরিভাগে জেল এর মত নেটওয়ার্ক তৈরী করে যার ফলে এটা চোখের উপরের অংশকে সতেজ রাখে এবং শুষ্কতার কারণে নষ্ট হয়ে যাওয়া কোষগুলােকে দ্রুত পূনঃনির্মানেও সাহায্য করে।

মাত্রা ও সেবনবিধি

আক্রান্ত চোখে ১ ড্রপ করে দিনে ৪ বার অথবা প্রয়ােজন অনুযায়ী দিতে হবে।

প্রতিনির্দেশনা

এই জীবাণুমুক্ত চোখের ড্রপস্ এর কোন উপাদানের প্রতি সংবেদনশীল রােগীদের ক্ষেত্রে বিপরীত নির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

কোন রকম পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যায়নি তবে এর কোন উপাদানের জন্য চোখে চুলকানি অনুভূত হলে এটা ব্যবহার করা যাবে না।

সতর্কতা

এই জীবাণুমুক্ত চোখের ড্রপ ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যাতে বােতলের টিপ অন্য কোন বস্তুর সঙ্গে না লাগে। প্রতিবার ব্যবহার করার পর এর ক্যাপ পুনরায় ভালােভাবে লাগাতে হবে।

থেরাপিউটিক ক্লাস

Drugs for Dry eyes

সংরক্ষণ

আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। ড্রপারের মুখ খােলার এক মাস পর ওষুধটি ব্যবহার করবেন না। শিশুদের নাগালের বাইরে রাখুন।