নির্দেশনা

যাদের বয়স ১২ বছর বা তার উর্দ্ধে তাদের ব্রণের চিকিৎসায় এডাপালিন এবং বেনজোইল পারঅক্সাইড জেল নির্দেশিত এবং শুধুমাত্র ত্বকে ব্যবহারযোগ্য।

ফার্মাকোলজি

এই জেল-এ রয়েছে এডাপালিন এবং বেনজোইল পারঅক্সাইড যা ব্রণের কার্যকরী চিকিৎসায় নির্দেশিত। এডাপালিন রেটিনয়েড রিসেপ্টরের সাথে আবদ্ধ হয় কিন্তু সাইটোসোলিক প্রোটিন রিসেপ্টরের সাথে বন্ধন তৈরী করে না। বায়োকেমিক্যাল এবং ফার্মাকোলজিক্যাল প্রোফাইল স্টাডিজ থেকে দেখা যায় এডাপালিন একটি সক্রিয় ত্বরান্বিতকারী পদার্থ যা কোষসমূহের বিভাজন প্রক্রিয়া, কেরাটিনাইজেসন এবং প্রদাহ উৎপন্নকারী প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। এডাপালিন সুনির্দিষ্টভাবে রেটিনয়িক এসিড নিউক্লিয়ার রিসেপ্টরের সাথে আবদ্ধ হওয়ার মাধ্যমে এপিথেলিয়াম কোষসমূহে বিভাজন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে যার ফলে মাইক্রোকমেডোনের গঠন বাধাপ্রাপ্ত হয়। বেনজোইল পারঅক্সাইড একটি জারক যার ব্যাকটেরিয়ানাশক এবং কেরাটোলাইটিক প্রভাব রয়েছে।

মাত্রা ও সেবনবিধি

আক্রান্তস্থান ভালভাবে পরিষ্কার করে জেল-এর পাতলা আবরণ মুখ মন্ডল অথবা ধড় এর ত্বকে প্রতিদিন একবার ব্যবহার করতে হবে। মুখ মন্ডল (যেমন- কপাল, চিবুক, গাল) এর প্রতিটি আক্রান্তস্থানে অল্প পরিমান জেল ব্যবহার করতে হবে। চোখ, ঠোট এবং মিউকাস ঝিল্লিতে ব্যবহার করা যাবে না। এডাপালিন এবং বেনজোইল পারঅক্সাইড জেল জেল মুখ, চোখ এবং যোনী পথে ব্যবহার করা যাবে না।

শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ১২ বছর বয়সের নীচে এডাপালিন এবং বেনজোইল পারঅক্সাইড জেল ব্যবহারের কার্যকারিতা ও নিরাপত্তা এখনো প্রতিষ্ঠিত হয়নি।

ঔষধের মিথষ্ক্রিয়া

পাশাপাশি দুটি ভিন্ন ধরনের ব্রণের ওষুধ ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কারন এর ফলে ত্বকে অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি হতে পারে। বিশেষ করে যে সব ওষুধ ব্যবহারে ত্বকের উপরিভাগের স্তর উঠে যায় এবং ত্বকের ক্ষয় হয়।

প্রতিনির্দেশনা

এডাপালিন এবং বেনজোইল পারঅক্সাইড জেলে ব্যবহৃত উপাদানের প্রতি সংবেদনশীল ব্যক্তির ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

এডাপালিন এবং বেনজোইল পারঅক্সাইড জেল ব্যবহারে ইরাইথেমা, ত্বকের উপরিভাগের স্তর উঠে যাওয়া, শুষ্কতা, ক্ষত / তাপে প্রদাহ দেখা যেতে পারে। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ত্বক শুষ্ক হওয়া, সংস্পর্শজনিত চর্ম প্রদাহ প্রয়োগকৃত স্থানে প্রদাহ, প্রয়োগকৃত স্থানে অস্বস্তিকর অনুভূতি এবং ত্বকের অস্বস্তিকর অনুভূতি হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এডাপালিন এবং বেনজোইল পারঅক্সাইড জেল এর ব্যবহার নিরাপদ, এ সম্পর্কিত কোন সুনির্দিষ্ট তথ্য নেই। শুধুমাত্র প্রয়োজনীয় ঝুঁকির তুলনায় সুফলের মাত্রা বেশি হলে গর্ভকালীন অবস্থায় এডাপালিন এবং বেনজোইল পারঅক্সাইড জেল-এর প্রয়োগ বিবেচনা করা যেতে পারে। এডাপালিন অথবা বেনজোইল পারঅক্সাইড মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই জেল ব্যবহারে বিশেষ সতর্কতা গ্রহন করা উচিত।

সতর্কতা

আল্ট্রা ভায়োলেট রশ্মি এবং প্রকৃতির সংস্পর্শে সতর্কতা অবলম্বন করতে হবে। এডাপালিন এবং বেনজোইল পারঅক্সাইড জেল ব্যবহার কালে সূর্যের আলো হতে দূরে থাকতে হবে। প্রয়োজনে সানস্ক্রীন ব্যবহার করতে হবে।

থেরাপিউটিক ক্লাস

Topical retinoid and related preparations

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ২৫ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Thanks for using MedEx!
How would you rate your experience so far?