নির্দেশনা

এই প্রিপারেশনটি নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • কোষ্ঠকাঠিন্য
  • হাইপার এসিডিটির সাথে কোষ্ঠকাঠিন্য
  • এনোরেকটাল ডিসঅর্ডার
  • অপারেশনের পরে কোষ্ঠকাঠিন্য
  • পিত্তথলির সমস্যার কারনে কোষ্ঠকাঠিন্য
  • হার্নিয়া

ফার্মাকোলজি

এই প্রিপারেশনে আছে মৃদু ল্যাক্সাটিভ এবং লুব্রিকেন্ট, যা স্ট্রেইনিং এবং বাওয়েল মুভমেন্ট এর সাথে জড়িত অস্বস্তি দূর করতে সাহায্য করে ইহা সাময়িক কোষ্ঠকাঠিন্য দূরীকরণে ব্যবহৃত হয়।

মাত্রা ও সেবনবিধি

মুখে খাবার জন্য নির্দেশিত মাত্রা হল-
প্রাপ্ত বয়স্ক: ১৫-৩০ মি.লি. ঘুমানোর অথবা নাস্তার আগে

শিশু:
  • ৭ বছরের উপরে: ৭.৫-১৫ মি.লি. ঘুমানোর আগে।
  • ৩-৭ বছর: ৫-১০ মি.লি. ঘুমানোর আগে।
প্রয়োজনে দুধ অথবা অর্ধেক গ্লাস পানির সাথে মিশিয়ে সেবন করা যাবে। ডাক্তারের পরামর্শ ছাড়া এক সপ্তাহের বেশী ব্যবহার করবেন না।

ঔষধের মিথষ্ক্রিয়া

সিমেটিডিন, ডাইইউরেটিকস্, ফেমোটিডিন এবং রেনিটিডিনের সাথে ব্যবহারে পেটে ব্যথা হতে পারে ।

প্রতিনির্দেশনা

অন্ত্রের যে কোনো একিয়ুট অবস্থায় ব্যবহার নিষিদ্ধ যেমন এবডোমিনাল পেইন।

পার্শ্ব প্রতিক্রিয়া

পায়ুপথে চুলকানি হতে পারে এবং পটাসিয়ামের ঘাটতি হতে পারে (পিপাসা, দুর্বলতা, বমি বমি ভাব এবং ডাইরিয়া)।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবর্তী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

সতর্কতা

যাদের কিডনী এবং লিভারে সমস্যা আছে তাদের ক্ষেত্রে অতি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। প্রচুর পরিমাণ তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে।

মাত্রাধিক্যতা

মাত্রাধিক্যের কোন ঘটনা জানা যায়নি।

থেরাপিউটিক ক্লাস

Antacid with laxative action

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Image of Duolax (300 mg Emulsion Pack Image: Duolax (300 mg Emulsion
Thanks for using MedEx!
How would you rate your experience so far?