Unit Price:
৳ 10.00
(20's pack: ৳ 200.00)
Also available as:
নির্দেশনা
ফেক্সোফেনাডিন প্রাপ্তবয়স্ক ও বাচ্চাদের সিজনাল এলার্জিক রাইনাইটিসের লক্ষণসমূহ নিরাময়ে নির্দেশিত। এটি ক্রনিক ইডিয়প্যাথিক আর্টিক্যারিয়া-এর ত্বকীয় অজটিল সমস্যার চিকিৎসায়ও নির্দেশিত।
ফার্মাকোলজি
ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড সুনির্দিষ্টভাবে পেরিফেরাল H1 রিসেপ্টর-এর কার্যকারিতা রোধ কারী একটি এন্টিহিস্টামিন। মুখে সেবনের পর এটি দ্রুত পরিশোষিত হয় এবং ২-৩ ঘন্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমা ঘনত্বে পৌঁছায়। দৃশ্যত, এটি ব্লাড ব্রেইন ব্যারিয়ার অতিক্রম করে না।
মাত্রা ও সেবনবিধি
সিজনাল এলার্জিক রাইনাইটিস-
প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের বেশী বয়সের শিশুদের জন্যঃ
ক্রণিক ইডিয়প্যাথিক আর্টিক্যারিয়া-
প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের বেশী বয়সের শিশুদের জন্যঃ
প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের বেশী বয়সের শিশুদের জন্যঃ
- ট্যাবলেটঃ ৬০ মিঃগ্রাঃ দৈনিক দুই বার অথবা ১২০ মিঃগ্রাঃ দৈনিক এক বার অথবা ১৮০ মিঃগ্রাঃ দৈনিক এক বার
- বৃক্কীয় কার্যকারিতা কমে গেলেঃ ৬০ মিঃগ্রাঃ দৈনিক এক বার
- ট্যাবলেটঃ ৩০ মিঃগ্রাঃ দৈনিক দুই বার অথবা ৬০ মিঃগ্রাঃ দৈনিক এক বার
- বৃক্কীয় কার্যকারিতা কমে গেলেঃ ৩০ মিঃগ্রাঃ দৈনিক এক বার
- সাসপেনশনঃ ৩০ মিঃগ্রাঃ অথবা ৫ মিঃলিঃ (১ চা-চামচ) দৈনিক দুই বার
- বৃক্কীয় কার্যকারিতা কমে গেলেঃ ৩০ মিঃগ্রাঃ অথবা ৫ মিঃলিঃ (১ চা-চামচ) দৈনিক এক বার
ক্রণিক ইডিয়প্যাথিক আর্টিক্যারিয়া-
প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের বেশী বয়সের শিশুদের জন্যঃ
- ট্যাবলেটঃ ৬০ মিঃগ্রাঃ দৈনিক দুই বার অথবা ১২০ মিঃগ্রাঃ দৈনিক এক বার অথবা ১৮০ মিঃগ্রাঃ দৈনিক এক বার
- বৃক্কীয় কার্যকারিতা কমে গেলেঃ ৬০ মিঃগ্রাঃ দৈনিক এক বার
- ট্যাবলেটঃ ৩০ মিঃগ্রাঃ দৈনিক দুই বার অথবা ৬০ মিঃগ্রাঃ দৈনিক এক বার
- বৃক্কীয় কার্যকারিতা কমে গেলেঃ ৩০ মিঃগ্রাঃ দৈনিক এক বার
- সাসপেনশনঃ ১৫ মিঃগ্রাঃ অথবা ২.৫ মিঃলিঃ (১/২ চা-চামচ) দৈনিক দুই বার
- বৃক্কীয় কার্যকারিতা কমে গেলেঃ ১৫ মিঃগ্রাঃ অথবা ২.৫ মিঃলিঃ (১/২ চা-চামচ) দৈনিক এক বার
- সাসপেনশনঃ ৩০ মিঃগ্রাঃ অথবা ৫ মিঃলিঃ (১ চা-চামচ) দৈনিক দুই বার
- বৃক্কীয় কার্যকারিতা কমে গেলেঃ ৩০ মিঃগ্রাঃ অথবা ৫ মিঃলিঃ (১ চা-চামচ) দৈনিক এক বার
ঔষধের মিথষ্ক্রিয়া
ইরাইথ্রোমাইসিন বা কিটোকোনাজলের সাথে যুগপৎ ব্যবহারে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইডের প্লাজমা ঘনত্ব বৃদ্ধি পায়। এ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনিসিয়াম হাইড্রোক্সাইড আছে এমন সব এন্টাসিডের সাথে যুগপৎ ব্যবহারে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইডের পরিশোষণ হ্রাস পায়।
প্রতিনির্দেশনা
ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড বা এটির কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতায় এটি প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছেঃ মাথা ব্যথা, ক্লান্তিবোধ, ঘুমঘুম ভাব, বমি-বমি ভাব, মুখ শুকিয়ে যাওয়া এবং পরিপাকতন্ত্রীয় সমস্যা।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
US FDA প্রেগনেন্সি ক্যাটাগরী অনুয়ায়ী ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড C শ্রেণীভূক্ত ঔষধ। সুতরাং, প্রত্যাশিত সুবিধা fetus এর ঝুঁকির চেয়ে বেশী না হলে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ব্যবহারে বিরত থাকা উচিত।
সতর্কতা
বয়স্ক রোগী এবং বৃক্কীয় কার্যকারিতা হ্রাসপ্রাপ্ত রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহারে সতর্কতা অবলম্বণ করতে হবে।
থেরাপিউটিক ক্লাস
Non-sedating antihistamines
সংরক্ষণ
আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।