নির্দেশনা

জার্মিকর্ড নবজাতকের ওমফালাইটিস (নাভির কর্ডের সংক্রমণ) প্রতিরোধের জন্য নির্দেশিত।

মাত্রা ও সেবনবিধি

সাময়িক সমাধান: নাড়ী কাটার পরপরই, ৭.১% ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট দ্রবণ নাড়ীর ডগা, স্টাম্প এবং স্টাম্পের গোড়ার চারপাশে প্রয়োগ করতে হবে।

টপিকাল জেল: প্রস্তাবিত ডোজ হল ৩ গ্রাম জেল সাত দিনের জন্য প্রতিদিন একবার প্রয়োগ করা। স্বাস্থ্যসেবা প্রদানকারীদের একক ডোজ প্রয়োগের ক্ষেত্রে নাভীর যত্নের নির্দেশিকা বিবেচনা করা উচিত। জন্মের ২৪ ঘন্টার মধ্যে প্রথম ডোজ এপ্লাই করতে হবে।

৩২ সপ্তাহের কম গর্ভাবস্থায় জন্ম নেওয়া শিশুদের জন্য (অথবা জন্মের সময় ওজন ১.৫ কেজির কম), প্রস্তাবিত ডোজ হল একটি একক ৩ গ্রাম জেলের ডোজ জন্মের প্রথম ২৪ ঘন্টার মধ্যে একবার প্রয়োগ করা।

থেরাপিউটিক ক্লাস

Bleaching and Disinfectants
Pack Image of Germicord 7.1% Topical Solution Pack Image: Germicord 7.1% Topical Solution
Thanks for using MedEx!
How would you rate your experience so far?