Vaginal Tablet

ফেন্টিগাল ভিটি ভেজাইনাল ট্যাবলেট

৬০০ মি.গ্রা.
1 tablet with applicator: ৳ 120.00
Also available as:

নির্দেশনা

ফেন্টিকোনাজল ভ্যাজাইনাল ক্রিম ভালভোভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস চিকিৎসায় নির্দেশিত।

ফেন্টিকোনাজল ভ্যাজাইনাল ট্যাবলেট নিম্নোক্ত রোগের ক্ষেত্রে নির্দেশিতঃ
  • ভালভোভ্যাজাইনাল ক্যানডিডিয়াসিস
  • ট্রাইকোমোনিয়াসিস
  • মিশ্রভ্যাজাইনাল সংক্রমনে যা ক্যানডিডা অ্যালবিকানস ও ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস এর সংমিশ্রনে সংঘটিত।

ফার্মাকোলজি

ফেন্টিকোনাজল একটি শক্তিশালী ব্রড-স্পেকট্রাম এন্টিমাইকোটিক যা ডার্মাটোফাইটস এবং ছত্রাকের বিরুদ্ধে খুবই কার্যকর। এছাড়াও ফেন্টিকোনাজল ভ্যাজাইনাল সংক্রমণের জন্য দায়ী ব্যাকটেরিয়া সহ ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস পরজীবীর বিরুদ্ধে কার্যকরী। তাই মাইকোটিক, ব্যাকটেরিয়াল, ডার্মাটোফাইট এবং ট্রাইকোমোনাস সংক্রমণ জনিত ত্বকের মিক্সড ইনফেকশনে মাল্টি এজেন্ট ট্রিটমেন্ট এর বিকল্প হিসেবে ফেন্টিকোনাজল একটি আদর্শ চিকিৎসা।

ঔষধের মাত্রা

ফেন্টিকোনাজল ভ্যাজাইনাল ক্রিম এর মাত্রা ও ব্যবহারবিধিঃ
  • এই ক্রিম ব্যবহারের পথ হলো ভ্যাজাইনার অভ্যন্তরে। প্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে একটি পরিপূর্ণ এপ্লিকেটর (প্রায় ৫ গ্রাম) সকাল এবং সন্ধ্যায় তিন দিন প্রয়োগ করতে হবে।
  • প্রতিবার ভ্যাজাইনাল ক্রিম ব্যবহারের পর এপ্লিকেটরটি সাবান এবং হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ৫০° সেঃ এর চেয়ে অধিক গরম পানি অথবা দ্রাবক ব্যবহার করা যাবে না। অতঃপর এপ্লিকেটরটি মুছে ফেলুন ও প্যাকেটে সংরক্ষণ করুন। ব্যবহারের পর সর্বদা মৃদু সাবান এবং হালকা গরম পানি দিয়ে হাত ধৌত করুন। ফেন্টিকোনা পিচ্ছিল নয় এবং খুব সহজেই পানি দিয়ে দূর করা যায়।
ফেন্টিকোনাজল ভ্যাজাইনাল ট্যাবলেট এর মাত্রা ও ব্যবহারবিধিঃ
  • ট্রাইকোমানাস অথবা সংমিশ্রিত (ট্রাইকোমানাস ও ক্যানডিডা আ্যলবিক্যানাস এর সংক্রমণে): একটি ৬০০ মি.গ্রা. ভিটি (প্রয়োজনবোধে ২৪ ঘন্টা পর ২য় বার প্রয়োগ করা যেতে পারে)।
  • ক্যানডিডা আ্যলবিক্যানাস এর সংক্রমণে: একটি ৬০০ মি.গ্রা. ট্যাবলেট সন্ধ্যায় নির্দেশিত। যদি লক্ষন/উপসর্গ বজায় থাকে, তবে ৩ দিন পর ২য় বার প্রয়োগ করতে হবে।
  • ট্যাবলেটটি ভ্যাজাইনার গভীরে প্রবেশ করাতে হবে এবং ঠেলে ফর্নিক্স পর্যন্ত নিতে হবে। পুনরায় সংক্রমণ রোধে, সঙ্গীকে ফেন্টিকনাজল ক্রীম অথবা একই প্রকৃতির অন্য এজোল ক্রীম দিয়ে চিকিৎসা নিতে হবে।

সেবনবিধি

ফেন্টিকোনাজল ক্রীম ব্যবহারের জন্য নিচের নির্দেশনাবলী অনুসরণ করুন-
  • এপ্লিকেটরটি টিউবের ক্যাপের জায়গায় ঘুরিয়ে লাগিয়ে নিন।
  • টিউবটির নিচের প্রান্তে আলতোভাবে চাপ দিন যেন এপ্লিকেটরটির ৫ গ্রাম পর্যন্ত ক্রীমে ভর্তি হয়। চিকিৎসকের পরামর্শ ব্যতীত ব্যবহারের ক্ষেত্রে এপ্লিকেটরটি অবশ্যই ৫ গ্রাম পর্যন্ত ভর্তি করে নিতে হবে।
  • পরিমাণ মত ক্রিম নেওয়ার পর এপ্লিকেটরটি টিউব থেকে সরিয়ে নিন এবং দ্রূত ক্যাপ দ্বারা টিউবটি বন্ধ করুন।
  • শায়িত হয়ে, হাঁটু উচুঁ করে এবং ছড়ানো অবস্থায় ধীরে ধীরে এপ্লিকেটরটি ভ্যাজাইনার গভীরে যত দূর সম্ভব প্রবেশ করান। পিস্টনটিকে চাপ দিয়ে সম্পূর্ণ ক্রিম ভিতরে প্রবেশ করান, অতঃপর পিস্টনটিকে কোনরূপ স্পর্শ ছাড়াই এপ্লিকেটরটি বের করে আনুন।
ফেন্টিকোনাজল ভ্যাজাইনাল ট্যাবলেট ব্যবহারের জন্য নিচের নির্দেশনাবলী অনুসরণ করুন-
  • প্লাজারটি না থামা পর্যন্ত চাপ দন্ড টানুন। একটি ভ্যাজাইনাল ট্যাবলেট এপ্লিকেটর এর মধ্যে রাখুন ।
  • ট্যাবলেট সহ এপ্লিকেটরটি যোনীর যত গভীরে সম্ভব প্রবেশ করান। (শোয়া অবস্থায় করা সর্বোত্তম)।
  • প্লাজারটি না থামা পর্যন্ত চাপ দন্ড তে চাপ দিন যেন ট্যাবলেটটি যোনীর ভিতরে জমা হয়, এপ্লিকেটরটি সরিয়ে ফেলুন ।
  • ব্যবহার শেষ হলে এপ্লিকেটর থেকে চাপদন্ড সম্পূর্ণরুপে খুলে ফেলুন। তারপর উষ্ণ (ফুটন্ত নয়) সাবান পানিতে ভালভাবে পরিস্কার করে শুকিয়ে নিন।
  • গর্ভবতী মহিলারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী ব্যবহার করুন।

ঔষধের মিথষ্ক্রিয়া

ঔষধের মিথষ্ক্রিয়া পরীক্ষিত হয়নি। যেহেতু ফেন্টিকোনাজলের সিস্টেমিক শোষণ খুবই কম তাই অন্য ঔষধের সাথে ইন্টারেকশনের সম্ভাবনা কম।

প্রতিনির্দেশনা

ফেন্টিকোনাজল অথবা এটির যেকোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতায় ফেন্টিকোনাজল প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

ভ্যাজাইনার অভ্যন্তরে ব্যবহারের ফলে কদাচিৎ ক্ষণস্থায়ী জ্বালাপোড়া হতে পারে, যা খুব শীঘ্রই নিরাময় হয়।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

যেহেতু গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন এটির ব্যবহারের কোনো তথ্য নেই, সেহেতু ফেন্টিকোনাজল চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়।

সতর্কতা

জন্মনিরোধক ঔষধের সাথে ফেন্টিকোনাজল ব্যবহার করা উচিত নয়। ফেন্টিকোনাজলের প্রতি অতি সংবেদনশীলতা এবং এর বিরুদ্ধে জীবাণুুর রেজিসটেন্ট প্রমাণিত হলে চিকিৎসা বন্ধ করা উচিত এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

বিশেষ ক্ষেত্রে ব্যবহার

ফেন্টিকোনাজল ভ্যাজাইনাল ক্রিম শিশুদের ব্যবহারের জন্য অনুমোদিত নয়।

মাত্রাধিক্যতা

যেহেতু ভ্যাজাইনার ব্যবহারের পর সিস্টেমিক শোষণ খুবই কম, তাই মাত্রাধিক্যতা হওয়ার সম্ভাবনা খুবই কম।

থেরাপিউটিক ক্লাস

Topical Antifungal preparations

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০° সেঃ তাপমাত্রার নীচে রাখুন। ফ্রিজে রাখবেন না। শিশুদের নাগালের বাইরে রাখুন।