Herbal

প্রিমাক্যাপ ক্যাপসুল

Pack Image
১০০০ মি.গ্রা.
Unit Price: ৳ 12.00 (5 x 6: ৳ 360.00)
Strip Price: ৳ 72.00
Also available as:

নির্দেশনা

ইভিনিং প্রিমরোজ অয়েল নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • মাসিক সংক্রান্ত জটিলতায়
  • বিনাইন স্তনের রোগ ও স্তন বেদনা (মাসিক সংক্রান্ত)
  • মাতৃদুগ্ধের পরিমাণ ও গুণগতমান বৃদ্ধিতে
  • এটপিক, এলার্জিক ও নিওরোডার্মাটাইটিস
  • সোরিয়াসিস
  • উচ্চরক্তচাপ
  • রিউমাটয়েড আর্থ্রাইটিস
  • থ্রম্বোসিস
  • এটপিক একজিমা
  • খাদ্য তালিকায় সহায়তাকারী
  • ত্বকের সুস্থতায়, নখের ভঙ্গুরতা কমায় ও চুলের সৌন্দর্য বাড়ায়।

বিবরণ

ইভিনিং প্রিমরোজ উত্তর আমেরিকার একটি উদ্ভিদ। এর বীজ থেকে আহরিত নির্যাস ইউরোপে ১৬শ শতাব্দী থেকে ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। ইভিনিং প্রিমরোজ অয়েল এসেশিয়াল ফ্যাটি এসিড সমৃদ্ধ (৭-১০% জি.এল.এ) হওয়ায়, এটি এসেনশিয়াল ফ্যাটি এসিডের ঘাটতিজনিত সমস্যা যেমন: প্রিমিন্সট্রুয়াল সিনড্রোমস্, এ্যাটোপিক একজিমা, ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথী ইত্যাদিতে ব্যাপকভাবে ব্যবহার হয়।

ফার্মাকোলজি

ইভিনিং প্রিমরোজ অয়েল রক্তরস, লোহিত রক্তকনিকা এবং প্ল্যাটেলেট লিপিডের এসেশিয়াল ফ্যাটি এসিড কম্পোজিশন উন্নত করে এবং টাইপ ওয়ান ডায়াবেটিক রোগী সহ অন্যান্যদের আলফা টোকোফেরলের পরিমাণও বাড়ায়। পাশাপাশি এটি মায়ের বুকের দুধে চর্বি এবং এসেশিয়াল ফ্যাটি এসিডের পরিমাণ বাড়ায়। পুরুষদের ক্ষেত্রে যাদের ডাইহোমা গামা লিনোলেনিক এসিডের পরিমাণ কম তাদের সিরাম লেভেল এবং অ্যাডিপোজ টিস্যুর ফ্যাটি এসিড কম্পোজিশন উন্নত করে। কোষের স্বাভাবিক আকৃতি রক্ষায় সাহায্য করে এবং প্রোস্টাগ্ল্যান্ডিন প্রিকারসর হিসাবে কাজ করে।
 
ইভিনিং প্রিমরোজ অয়েল এর মূল কার্যকারীতার কারণ গামা লিনোলেনিক এসিড। এই গামা লিনোলেনিক এসিড লিনোলেনিক এসিডের বিপাকে অংশ গ্রহণ করে থাকে। ইভিনিং প্রিমরোজ অয়েল গ্রহণের পর গামা লিনোলেনিক এসিড (জি.এল.এ) খুব দ্রুত শোষিত হয় এবং সরাসরি ডাইহোমা গামা লিনোলেনিক এসিড (ডি.জি.এল.এ) সহ অন্যান্য প্রোস্টাগ্ল্যান্ডিন প্রিকারসারে রূপান্তরিত হয়। এটি প্রোস্টনয়েড পাথওয়েতেও কাজ করে।

মাত্রা ও সেবনবিধি

এটপিক ও এলার্জিক ডার্মাটাইটিস-

  • প্রাপ্ত বয়স্কদের জন্য: মাত্রা ১ টি ক্যাপসুল দৈনিক ২ বার।
  • শিশুদের জন্য মাত্রা: ১ টি ক্যাপসুল দৈনিক ১/২ বার।
স্তন বেদনা (মাসিক সংক্রান্ত): ১টি ক্যাপসুল দৈনিক ২/৩ বার খাবারের সহিত অথবা খাবারের পরে।
মাসিক সংক্রান্ত জটিলতায়: ১টি ক্যাপসুল দৈনিক ২ বার সকালে ও রাতে খাবারের সহিত।
রিউমাটয়েড আর্থ্রাইটিস: দৈনিক ১ টি ক্যাপসুল সেব্য। অথবা রেজিষ্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

প্রতিনির্দেশনা

পূর্বে যদিও মানসিক রোগীর (বিশেষ করে সিজোফ্রেনিক) ক্ষেত্রে এর ব্যবহার নিষিদ্ধ ছিল কিন্তু বর্তমানে এর কোন সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

পার্শ্ব প্রতিক্রিয়া

নির্দেশিত মাত্রায় এটি সাধারণত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেয় না। তবে অতিরিক্ত মাত্রায় ব্যবহারে পেটে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

যেহেতু লিনোলেনিক এসিড, জি.এল.এ এবং ডি.জি.এল.এ মাতৃদুগ্ধেরই কিছু গুরুত্বপূর্ণ উপাদান তাই ইভিনিং প্রিমরোজ অয়েল স্তন্যদানকালীন সময়ে ব্যবহার উত্তম বলে বিবেচিত। তাছাড়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, গর্ভবর্তী এবং স্তন্যদানকারী মায়েদের প্রতিদিনকার ক্যালরির অন্তত ৫ ভাগ ক্যালরি এসেনশিয়াল ফ্যাটি এসিড থেকে নেয়া উচিত।

থেরাপিউটিক ক্লাস

Herbal and Nutraceuticals

সংরক্ষণ

শিশুদের নাগলের বাইরে রাখুন। সরাসরি আলো থেকে দূরে রাখুন। অনূর্ধ্ব ২৫° সেঃ তাপমাত্রায় শুকনো জায়গায় ঔষধটি সংরক্ষণ করুন।
Pack Image of Primacap 1000 mg Capsule Pack Image: Primacap 1000 mg Capsule