Unit Price:
৳ 7.00
(6 x 4: ৳ 168.00)
Strip Price:
৳ 28.00
This medicine is unavailable
নির্দেশনা
খাদ্যাভ্যাসের পরিবর্তনের সাথে সাথে লিপিড-এর পরিমাণ কমানোর জন্য জেমফিব্রোজিল নির্দেশিত। ইহা ফ্রেডরিকসন টাইপ IIa, IIb, III, IV এবং টাইপ V হাইপারলাইপোপ্রোটিনেমিয়াতে নির্দেশিত।
মাত্রা ও সেবনবিধি
দৈনিক ১.২ গ্রাম দু’টি বিভক্ত মাত্রায় সেব্য। সেবন মাত্রা দৈনিক ০.৯ থেকে ১.৫ গ্রাম পর্যন্ত হতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
প্রতিনির্দেশনা
এলকোহলে আসক্ত, যকৃতের অকাযর্কারিতা, পিত্তথলিতে পাথর থাকলে, গর্ভাবস্থায় এবং এই ওষেু ধর প্রিত অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া
পেটে ব্যথা, এপিগ্যাস্ট্রিক ব্যথা অথবা বদহজমই প্রধান। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে প্রুরিটাস, ত্বকে ফুসকুঁড়ি, মাথা ব্যথা, মাথা ঝিম ঝিম করা, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, হাত পায়ে ব্যথা এবং কদাচিৎ পেশীতে ব্যথা অন্যতম।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ইহার নিরাপদ ব্যবহার এখনো প্রতিষ্ঠিত হয় নি। মাতৃদুগ্ধে ইহার নিঃসরনের কোন তথ্য এখনো পাওয়া যায় নি। অন্যান্য ঔষধের মত ইহও গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে পরিহার করা উচিত।
সতর্কতা
স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ঝুকি ও উপকারের মাত্রা নির্ধারণ করেই ব্যবহার করা উচিত।
থেরাপিউটিক ক্লাস
Dyslipidaemic Agents
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।