5 ml drop: ৳ 110.00
Also available as:

নির্দেশনা

প্রদাহের পাশাপাশি চোখের এন্টেরিয়র সেগমেন্টের সংক্রমণ এবং অপারেশন পরবর্তী সংক্রমণ ও প্রদাহের চিকিৎসায় ইহা নির্দেশিত।

ফার্মাকোলজি

জেনটামাইসিন হলো অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের সদস্য যা সংবেদনশীল ব্যাকটেরিয়ার স্বাভাবিক প্রোটিন সংশ্লেষনে বাঁধা দেওয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া বিরোধী কার্যকারিতা প্রদর্শন করে। ফ্লোরোমেথোলোন হলো একটি সিনথেটিক ফ্লোরিনেটেড কর্টিকোষ্টেরয়েড যা প্রদাহবিরোধী কার্যকারিতা প্রদর্শন করে। ফ্লোরোমেথোলোন এবং জেনটামাইসিন কম্বিনেশন ব্যাকটেরিয়া বিরোধী অথবা ব্যাকটেরিয়ার প্রতিরোধক হিসাবে কাজ করার পাশাপাশি প্রদাহবিরোধী হিসাবে কাজ করে।

মাত্রা ও সেবনবিধি

চোখের সাসপেনশন-
  • ব্যাকটেরিয়ার সংক্রমণে: ১ ড্রপ করে দিনে ৫ বার চোখের কনজাংটিভাল স্যাকে দিতে হবে। মারাত্মক সংক্রমণের ক্ষেত্রে প্রথম ১-২ দিন প্রতি ঘন্টায় ১ ড্রপ করে দিতে হবে।
  • অপারেশন পরবর্তী সংক্রমণ ও প্রদাহের চিকিৎসায়: ১ ড্রপ করে দিনে ৪ বার চোখের কনজাংটিভাল স্যাকে ১ সপ্তাহ যাবৎ দিতে হবে। রোগের উন্নতির উপর নির্ভর করে পরবর্তীতে মাত্রা কমানো যেতে পারে।
চোখের অয়েন্টমেন্ট-
  • ব্যাকটেরিয়াল সংক্রমণে: দিনে ৩-৪ বার চোখের কানজাংটিভাল স্যাকে দিতে হবে।
  • অপারেশন পরবর্তী সংক্রমণ ও প্রদাহের চিকিৎসায়: চোখের সাসপেনশনের সহযোগী হিসাবে রাতের বেলায় চোখের অয়েন্টমেন্ট ব্যবহার করা উচিত।

প্রতিনির্দেশনা

এর উপাদানের প্রতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে বিপরীত নির্দেশিত। এছাড়াও গ্লুকোমা এবং বিভিন্ন ধরণের ভাইরাস দ্বারা আক্রান্ত রোগে ইহা বিপরীত নির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

চোখ জ্বালা করা, ক্ষত শুকাতে দেরী হওয়া, আইওপি বৃদ্ধি পাওয়া, ছানি পড়া, এবং কর্ণিয়া ও স্ক্লেরার কোষে ছিদ্র হওয়া।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী অথবা স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত স্টাডি নেই। সুতরাং, ভ্রুণের সম্ভাব্য ঝুঁকির চেয়ে যদি সুবিধা বেশি হয় সেক্ষেত্রে গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে।

সতর্কতা

  • স্টেরয়েডের উপিস্থিতিতে চোখের সংক্রমণ ব্যাহত, ত্বরান্বিত অথবা সক্রিয় হতে পারে।
  • দীর্ঘমেয়াদী স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করলে কর্ণিয়া ও স্ক্লেরার কোষে ছিদ্র হতে পারে।
  • এই ওষুধ দিয়ে চিকিৎসা করার পর যদি উন্নতি না ঘটে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।
  • অয়েন্টমেন্ট ব্যবহারের পর ড্রাইভিং অথবা মেশিনারি চালানো থেকে বিরত থাকতে হবে।
  • কন্ট্যাক্ট লেন্স পরিধান করা অবস্থায় ইহা ব্যবহার করা যাবে না।

থেরাপিউটিক ক্লাস

Ophthalmic steroid - antibiotic combined preparations

সংরক্ষণ

আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। ড্রপার অথবা টিউব এর মুখ খোলার ৩০ দিন পর ওষুধটি ব্যবহার করবেন না। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Thanks for using MedEx!
How would you rate your experience so far?