100 ml bottle: ৳ 95.00
This medicine is unavailable

নির্দেশনা

এটি স্ট্রেপটোকক্কাস পায়োজেনস্ (Group-A বিটা-হিমোলাইটিক স্ট্রেপটোকক্কি) এবং স্ট্রেপটোকক্কাস নিউমোনি দ্বারা সৃষ্ট ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ (যেমন- ফ্যারিনজাইটিস, টনসিলাইটিস); ই. কলাই, প্রোটিয়াস মিরাবিলিস এবং ক্লেবশিয়েলা প্রজাতি দ্বারা সৃষ্ট মূত্রনালীর সংক্রমণ এবং স্ট্যাফাইলোকক্কি (পেনিসিলিনেজ উৎপাদনকারী ব্যাকটেরিয়া) ও স্ট্রেপটোকক্কি দ্বারা সৃষ্ট ত্বক ও নরম কলার সংক্রমণে নির্দেশিত।

বিবরণ

সেফাড্রক্সিল মুখে সেবনযোগ্য ও গ্যাস্ট্রিক এসিডে সুস্থিত একটি সেমিসিনথেটিক সেফালোস্পোরিন। মুখে সেবনের পর এটি দ্রুত পরিশোষিত হয়। এক গ্রাম মাত্রা সেবনের পর মূত্রে এটির ঘনত্ব মূত্রনালীর সংবেদনশীল জীবাণুসমূহের MIC অপেক্ষা অধিক পরিমাণে ২০-২২ ঘন্টা পর্যন্ত থাকে।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্ত বয়স্ক:
  • ফ্যারিনজাইটিস ও টনসিলাইটিস: দৈনিক ১ গ্রাম করে একবারে বা বিভক্ত মাত্রায়।
  • মূত্রনালীর সংক্রমণ: দৈনিক ১-২ গ্রাম করে একবারে বা বিভক্ত মাত্রায়।
  • ত্বক ও নরম কলার সংক্রমণ: দৈনিক ১ গ্রাম করে একবারে বা বিভক্ত মাত্রায়।
বাচ্চা: দৈনিক ৩০ মিঃগ্রাঃ/কেজি দৈহিক ওজন হিসেবে, বিভক্ত মাত্রায় ১২ ঘন্টা পরপর।

এটি খাবারের সাথে বা খালি পেটে খাওয়া যেতে পারে। তবে খাবারের সাথে খেলে সম্ভাব্য পরিপাকতন্ত্রীয় সমস্যা কমাতে সহায়ক হয়।

ঔষধের মিথষ্ক্রিয়া

অন্যান্য ঔষধের সাথে গুরুত্বপূর্ণ কোন মিথস্ক্রিয়তা নাই।

প্রতিনির্দেশনা

সেফাড্রক্সিল বা এটির কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতায় প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

সেফাড্রক্সিল সাধারণত সুসহনীয়। সচরাচর দৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে- পরিপাকতন্ত্রীয় সমস্যা এবং অতিসংবেদনশীলতাজনিত সমস্যা।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

US FDA প্রেগন্যান্সি ক্যাটাগরী অনুযায়ী সেফাড্রক্সিল 'B' শ্রেণীভূক্ত ঔষধ। অর্থাৎ, গর্ভাবস্থায় ব্যবহারের সুনিয়ন্ত্রিত ও পর্যাপ্ত তথ্য নেই । যেহেতু প্রাণিজ প্রজনন গবেষণা সর্বদা মানবদেহের কার্যকারিতা সন্বন্ধে পূর্ব ধারণা দেয় না, সেহেতু এই ঔষধ গর্ভাবস্থায় সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত। সেফাড্রক্সিল স্তন্যদুগ্ধে নিঃসরিত হয়। সুতরাং স্তন্যদাত্রী মায়েদের ক্ষেত্রে সেফাড্রক্সিল ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।

সতর্কতা

এই এন্টিবায়োটিক ব্যবহারের ফলে সিউডোমেমব্রেনাস কোলাইটিস হতে পারে; তাই সেফাড্রক্সিল ব্যবহার জনিত কারণে ডায়রিয়া দেখা দিলে সেসব রোগ নির্ণয়ে সতর্ক থাকতে হবে।

থেরাপিউটিক ক্লাস

First generation Cephalosporins

সংরক্ষণ

আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Thanks for using MedEx!
How would you rate your experience so far?