Unit Price: ৳ 10.03 (3 x 10: ৳ 300.90)
Strip Price: ৳ 100.30
Also available as:

নির্দেশনা

মেভিন এসআর নিম্নোক্ত রোগ ও নির্দেশনায় ব্যবহৃত হয়ঃ
  • অন্ত্রের অস্বস্তিকর লক্ষণসমূহ হতে পরিত্রাণের জন্য
  • দীর্ঘমেয়াদী যন্ত্রণাদায়ক কোলন
  • স্প্যাস্টিক কোষ্ঠকাঠিন্য
  • মলাশয়ের প্রদাহ
  • পেটের শূলবেদনা ও খিল
  • দীর্ঘস্থায়ী অনির্ধারিত ডায়ারিয়া

ফার্মাকোলজি

মেবেভেরিন হাইড্রোক্লোরাইড একটি মাসকিউলোট্রপিক এ্যান্টিস্প্যাজমোডিক যা পাকস্থলী এবং অন্ত্রের ক্র্যাম্প অথবা স্প্যাজম নিরাময়ে ব্যবহৃত হয়। এটি ইরিটেবল বাওয়েল সিনড্রোম এবং অনুরূপ অবস্থার চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। এটি মাংসপেশীর প্রসারণ করে অস্ত্রের স্বাভাবিক কার্যক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে কাজ করে।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক, বার্ধক্য এবং ১০ বছরের বয়সী শিশুদের ক্ষেত্রে:
  • মেবেভেরিন হাইড্রোক্লোরাইড ১৩৫ মি.গ্রা. ট্যাবলেটে: ১ টি করে ট্যাবলেটে দিনে ৩ বার
  • মেবেভেরিন হাইড্রোক্লোরাইড ২০০ মি.গ্রা. ক্যাপসুল:  ১ টি করে ক্যাপসুল দিনে ২ বার
মেবেভেরিন খাওয়ার ২০ মিনিট পূর্বে সেবন সবচেয়ে কার্যকরী। ব্যবহারের কয়েক সপ্তাহ পরে কাঙ্খিত ফলাফল পাওয়া গেলে মাত্রা ধীরে ধীরে কমানো যেতে পারে।

কোন মাত্রা বাদ গেলে যত দ্রুত সম্ভব মাত্রাটি সেবন করা উচিত। পরবর্তী মাত্রার সময় হলে বাদ যাওয়া মাত্রাটি পরিহার করতে হবে এবং সেবনবিধি অনুযায়ী নিয়মিত সেবন করতে হবে। কোনভাবেই মাত্রা দ্বিগুণ করা যাবে না।

শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ১০ বছরের নীচের বয়সী শিশুদের ক্ষেত্রে মেবেভেরিন নির্দেশিত নয়।

ঔষধের মিথষ্ক্রিয়া

অন্যওষুধের সাথে প্রতিক্রিয়ার কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

প্রতিনির্দেশনা

মেবেভেরিন হাইড্রোক্লোরাইড বা এই প্রিপারেশনের যেকোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা থাকলে ইহা প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণতঃ মেবেভেরিন সুসহনীয়। তদুপরি স্কিন র‍্যাশ, আর্টিকেরিয়া এবং এনজিওইডিমার মত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

প্রাণীর উপর পরীক্ষায় কোন টেরাটোজেনেসিটি দেখা যায়নি। তদুপরি গর্ভাবস্থায় ব্যবহারকালে সাধারণ সতর্কতা অবলম্বন করা উচিত। নির্দেশিত মাত্রায় মেবেভেরিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয়না।

সতর্কতা

পোরফাইরিয়া অথবা মেবেভেরিন বা অন্য কোন ওষুধের প্রতি এলার্জি থাকলে সাবধানতা অবলম্বন করা উচিত।

মাত্রাধিক্যতা

তাত্ত্বিক সূত্রমতে ধারণা করা যেতে পারে, এটি অতিমাত্রায় সেবন করলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম উত্তেজিত হতে পারে। এর জন্য নির্দিষ্ট কোন প্রতিষেধক নেই; গ্যাট্রিক ল্যাভেজ এবং সিম্পটোমেটিক নিরাময়ের জন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে।

থেরাপিউটিক ক্লাস

Anticholinergics

সংরক্ষণ

৩০°সে. তাপমাত্রার উপরে সংরক্ষণ করা হতে বিরত থাকুন। আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Image of Mevin SR 200 mg Capsule Pack Image: Mevin SR 200 mg Capsule