IM Injection

ডিমিনাল ইঞ্জেকসন

Veterinary
(৪৪৫ মি.গ্রা.+৫৫৫ মি.গ্রা.)/১ গ্রাম
2.36 gm sachet: ৳ 50.00
This medicine is unavailable

নির্দেশনা

এই ইনজেকশন একটি কার্যকরী এন্টিপ্রোটোজোয়াল ঔষধ যা ট্রিপানোাসেমিয়াসিস, ব্যাবেসিওসিস এবং থেইলেরিয়াসিস এর চিকিৎসায় ব্যবহৃত হয়।

ট্রিপানোসোমা যেমন ট্রিপানোসোমা কনগোলেন্স, ট্রিপানোসোমা ভাইভেক্স এবং ট্রিপানোসোমা ব্রুসি দ্বারা আক্রান্ত ট্রিপানোসোমিয়াসিস এর চিকিৎসায়।

পাইরোপ্লাজম: ব্যাবেসিয়া বোভিস, ব্যাবেসিয়া বাইজেমিনা, ব্যবেসিয়া ওভিস, ব্যবেসিয়া মোটাসি এবং ব্যবেসিয়ার অন্যান্য প্রজাতির বিরুদ্ধে কার্যকরী। এছাড়া ও থেইলেরিয়া এনুলেটার চিকিৎসায়ও ব্যবহৃত হয়।

মাত্রা ও সেবনবিধি

ইনজেকশনটি নিম্নলিখিত মাত্রায় মাংসপেশীতে প্রয়োগ করতে হবে এবং ব্যবহারের পরে সিরিঞ্জটি ফেলে দিতে হবে। ইনজেকশনের মাত্রা-
  • ১০ কেজি / ০.৫ মিলি দৈহিক ওজন
  • ১০০ কেজি / ৫.০ মিলি দৈহিক ওজন
  • ৩০০ কেজি / ১৫.০০ মিলি দৈহিক ওজন

পুনর্গঠন প্রণালী

ধাপ ১: একটি ২০ মিলি জীবানুমুক্ত সিরিঞ্জ নিন।
ধাপ ২: সিরিঞ্জ এর পিস্টন খুলে ফেলুন, নিডিল সরিয়ে নিন এবং আঙ্গুলের মাথা দিয়ে মুখটি চেপে ধরে সিরিঞ্জটি উল্টিয়ে ফেলুন।
ধাপ ৩: একটি স্টেরাইল কাঁচি দিয়ে চিহ্নিত স্থানে স্যাচেটটি কেটে ফেলুন।
ধাপ ৪: সিরিঞ্জে ১৫ মিলি ডিস্ট্রিল্ড ওয়াটার নিয়ে তাতে স্যাচেটের সম্পূর্ণ ঔষধ ঢেলে দিন। এখন পিস্টনটি পুনরায় লাগিয়ে ভাল ভাবে ঝাঁকিয়ে নিন। এবার মিশ্রণটি ইনজেকশনের জন্য প্রস্তুত।

সংরক্ষণ

আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাহিরে রাখুন।