Unit Price:
৳ 5.00
(30's pack: ৳ 150.00)
নির্দেশনা
এন্ড্রোগ্রাফিস প্যানিকিউলাটা নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
- ভাইরাল জ্বর, সর্দিজ্বরে
- ঠান্ডাকাশি
- সাইনোসাইটিস
- উর্দ্ধশ্বাসনালীর প্রদাহ
- ভাইরাস জনিত যকৃত প্রদাহ
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে (১৮ বছর বা তদূর্ধ্ব): ১টি করে ক্যাপসুল দৈনিক ৩ বার ৫ থেকে ১০ দিন কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে: ১টি করে ক্যাপসুল দৈনিক ২ বার ৫ থেকে ১০ দিন কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
৪ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে: ১টি করে ক্যাপসুল দৈনিক ১ বার ৫ থেকে ১০ দিন কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে: ১টি করে ক্যাপসুল দৈনিক ২ বার ৫ থেকে ১০ দিন কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
৪ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে: ১টি করে ক্যাপসুল দৈনিক ১ বার ৫ থেকে ১০ দিন কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
প্রতিনির্দেশনা
যাদের অ্যাকান্থেসি গোত্রের উদ্ভিদের প্রতি এলার্জি রয়েছে তাদের এটি ব্যবহার করা সমীচিন নয়।
পার্শ্ব প্রতিক্রিয়া
মাত্রাতিরিক্ত ব্যবহার পেটের সমস্যা সৃষ্টি করতে পারে, এমনকি বমি এবং ক্ষুধামন্দাও দেখা দিতে পারে। এন্ড্রোগ্রাফোলাইডের তিক্ত স্বাদকে এ ধরনের উপসর্গের মূল কারণ বলা যেতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
এন্ড্রোগ্রাফিস গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার থেকে বিরত থাকা উচিৎ।
সতর্কতা
আইসোনিয়াজিডের সাথে ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিৎ।
থেরাপিউটিক ক্লাস
Herbal and Nutraceuticals
সংরক্ষণ
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।