Unit Price: ৳ 20.00 (3 x 10: ৳ 600.00)
Strip Price: ৳ 200.00

নির্দেশনা

  • ত্বকের বলিরেখা ও স্ট্রেচ মার্ট হ্রাসে
  • হাড়ের মিনারেলের ঘাটতিতে
  • ত্বকের ডিহাইড্রেশনে
  • ড্যামেজ্ড‌ হেয়ার
  • নখের ভঙ্গুরতায়
  • জয়েন্ট পেইন
  • সান বার্নে
  • উচ্চ রক্তচাপ কমায় এবং ডায়াবেটিস রোগীদের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে
  • হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে
  • শুষ্ক ত্বক, ক্ষত এবং হাড়ের ফ্র্যাকচার সারাতে উপকারী
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
  • দাঁত ও হাড় গঠনে সহায়ক ভূমিকা পালন করে

ফার্মাকোলজি

মেরিন ফিশ কোলাজেন হলো এক ধরণের প্রোটিন, যা ত্বকের নমনীয়তা বজায় রাখার পাশাপাশি হাড়ের শক্তিশালী জয়েন্ট গঠনে সাহায্য করে। এতে আছে বিশেষ কিছু উপাদান, যা আমাদের রক্তে বিদ্যমান থেকে ত্বকসহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কোষগুলোকে সতেজ করে তোলে।

মেরিন ফিশ কোলাজেন মূলত ত্বকের বলিরেখা, স্ট্রেচ মার্ক এবং শুষ্কতা দূরীকরণের মাধ্যমে ত্বককে প্রাণোজ্জ্বল করে তোলে এবং চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না। এটি দেহে প্রোটিন গ্রহণের মাত্রা বাড়িয়ে, ক্ষতিগ্রস্ত টিস্যু এবং কোষগুলোকে মেরামতের মাধ্যমে ত্বকের পুষ্টি ফিরিয়ে আনে।

বয়সের ছাপের চিহ্নস্বরুপ ত্বকের মলিনতা দূর করে, এই ছাপকে পেরিয়ে ত্বকের প্রাণোজ্জ্বলতা এবং সতেজতা ফিরিয়ে আনতে, মেরিন ফিশ কোলাজেন নিঃসন্দেহে একটি নির্ভরযোগ্য এবং আস্থাপূর্ণ নাম।

মেরিন ফিশ কোলাজেন হাড়, সন্ধি এবং লিগামেন্টকে শক্তিশালী করে, সন্ধির গতিশীলতার ব্যাঘাত কমায়। সন্ধির মসৃণ কার্যকারিতার জন্য ব্যথা এবং কঠিনতা হ্রাস করে এবং ভবিষ্যতে ফ্র্যাকচার বা আঘাতের ঝুঁকিও কম করে। ইহা সুস্থ পেশীর জন্য উপকারী।

মাত্রা ও সেবনবিধি

দৈনিক ১-২টি ক্যাপসুল খাবারের সাথে অথবা, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

থেরাপিউটিক ক্লাস

Specific mineral preparations
Pack Images: Cozen 600 mg Capsule
Thanks for using MedEx!
How would you rate your experience so far?