Unit Price: ৳ 45.00 (3 x 10: ৳ 1,350.00)
Strip Price: ৳ 450.00
Also available as:

নির্দেশনা

এই ক্যাপস্যুল নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন
  • চোখে ছানি পড়া
  • রেটিনার প্রদাহ জনিত রঞ্জকের জমাট বাধা
এই চিউয়েবল ট্যাবলেট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • ডিজিটাল ভিশন সিন্ড্রোম (চোখের ব্যাথা, চাপ এবং চোখের ক্লান্তি)
  • দৃষ্টি শক্তির উন্নতি
  • জ্ঞানীয় কমক্ষমতা বৃদ্ধি (মনোযোগ, স্মরণ শক্তি এবং শিক্ষা)

ফার্মাকোলজি

লিউটিন এবং জিয়াজেনথিন জ্যান্থোফিল নামক ক্যারোটিনয়েড শ্রেণির অন্তর্ভুক্ত দুটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলি ম্যাকুলার পিগমেন্টের প্রধান উপাদান, ম্যাকুলার পিগমেন্ট চোখের রেটিনার ম্যাকুলা অঞ্চলে অবস্থিত উপাদান যা সুস্থ দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ। লিউটিন এবং জিয়াজেনথিন অক্সিডেটিভ স্ট্রেস, প্রদাহ এবং ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে চোখের কোষকে রক্ষা করে।

অনেক ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ট্যাব ইত্যাদি) উল্লেখযোগ্য পরিমাণে উচ্চ-শক্তি, নীল আলো নির্গত করে যা আলোক সংবেদনশীল রেটিনাল গ্যাংলিয়ন কোষ (pRCGs) দ্বারা শোষিত হতে পারে এবং অক্সিডেটিভ স্ট্রেস এবং ক্ষতি তৈরি করে। ইঁদুর এবং মানুষের সাথে পরিচালিত ল্যাবরেটরি গবেষণা দেখায় যে নীল আলোর বর্ধিত এক্সপোজার আসলেরেটিনাল কোষের মৃত্যুর হারকে ত্বরান্বিত করতে পারে, মেলাটোনিনকে বাধা দিতে পারে এবং ঘুমানো-জেগে উঠা চক্রে ব্যাঘাত ঘটাতে পারে। লিউটিন এবং জিয়াজেনথিন ক্ষতিকারক আলোর আগত তরঙ্গদৈঘ্য শোষণ করে আলো-প্ররোচিত ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে পারে। লিউটিন এবং জিয়াজেনথিন এই ক্ষতিকারক অণুগুলিকে শারীরিক এবং রাসায়নিকভাবে "নিভিয়ে" দিয়ে রেটিনাল কোষগুলিকে রক্ষা করতে সাহায্য করতে পারে।

পুষ্টিকর পরিপূরক আকারে লিউটিন এবং জিয়াজেনথিন শিশুদের ক্যারোটিনয়েডের অবস্থাও উন্নত করতে পারে। গবেষণায় দেখায় যে লিউটিন এবং জিয়াজেনথিন অল্প বয়সী শিশুদের জন্য নিরাপদ, এবং কার্যকরভাবে শিশুদের রক্তরস মাত্রা বৃদ্ধি করতে পারে। বেশ কয়েকটি গবেষণা দেখায় যে, চোখের সুবিধার পাশাপাশি, লিউটিন এবং জিয়াজেনথিন শৈশবকালে জ্ঞানীয় কর্মক্ষমতা বাড়াতে পারে।

স্কুল-বয়সী শিশুদের (বয়স ৭-১০ বছর) নিয়ে পরিচালিত গবেষণায়, গবেষকরা দেখেছেন যে উচ্চ ম্যাকুলার পিগমেন্ট অকুলার ডেনসিটি (MPOD)-সহ শিশুরা স্মৃতির কাজে সবচেয়ে কম ত্রুটি করেছে, এবং পড়া, গণিত, লিখিত ভাষা, এবং পরীক্ষায় ভাল ফলাফল করেছে। বিপরীতভাবে, এই গবেষণায়, কম MPOD (অর্থাৎ, তাদের মস্তিস্কে লুটেইন এবং জিক্সানথিনের নিম্ন স্তরের) শিশুরা কম ভাল ফলাফল করেছে। ১৮০ দিনের জন্য ১০ মিলিগ্রাম লুটেইন এবং ২ মিলিগ্রাম জিক্সানথিনের আরেকটি গবেষণায় দেখা গেছে সিরাম লিউটিন মাত্রা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে এবং চোখের চাপ, ব্যাথা ও চোখের ক্লান্তি হ্রাস পেয়েছে এবং জ্ঞানীয় কর্মক্ষমতা (মনোযোগ, স্মরণ শক্তি, শিক্ষা) বৃদ্ধি পেয়েছে।

মাত্রা ও সেবনবিধি

প্রতিদিন ১টি করে ক্যাপসুল অথবা ১টি ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

ঔষধের মিথষ্ক্রিয়া

কিছু কিছু ওষুধের সাথে ব্যবহারে লিউটেন ও জিয়াজেনথিন এর শোষণ কমে যায়, যেমন প্রোটন পাম্প ইনহিবিটর ও লিপিড লোয়ারিং এজেন্ট।

প্রতিনির্দেশনা

সাম্প্রতিক গবেষণা থেকে দেখা যায় ৪০ মিগ্রা লিউটেন ও জিয়াজেনথিন ২ মাস ব্যবহারে কোন প্রকার বিষক্রিয়া দেখা যায়নি।

পার্শ্ব প্রতিক্রিয়া

কোন পার্শ্ব প্রতিক্রিয়া বিবৃত হয়নি। লিউটিন এফডিএ দ্বারা "সাধারণভাবে নিরাপদ হিসাবে স্বীকৃত (জিআরএএস)" হিসাবে স্বীকৃত। ২০ মি.গ্রা./দিন ৪৮ সপ্তাহ পর্যন্ত, ৩০ মি.গ্রা./দিন ১২০ দিন পর্যন্ত এবং ৪০ মি.গ্রা./দিন ৮ সপ্তাহের বেশি সময় পর্যন্ত লিউটিন গ্রহণের পরেও কোনও বিরূপ প্রভাবের তথ্য পাওয়া যায়নি। বিশুদ্ধ লিউটিন এবং জিয়াজেনথিনের কোনো মিউটেজেনিক প্রভাব নেই যা অ্যামস টেস্টিং এর মাধ্যমে প্রদর্শিত হয়েছে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

লিউটেন ও জিয়াজেনথিন গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে কোন গবেষণা জানা যায়নি।

থেরাপিউটিক ক্লাস

Herbal and Nutraceuticals

সংরক্ষণ

আলো এবং আর্দ্রতা থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Image of Luzinta 20 mg Capsule Pack Image: Luzinta 20 mg Capsule
Thanks for using MedEx!
How would you rate your experience so far?