নির্দেশনা

প্রদাহজনিত ত্বকের রোগে, যেখানে সংবেদনশীল জীবাণু সংক্রমণ ও প্রদাহ যুগ্মভাবে অবস্থান করে যেমন: ইন্টারট্রিগো এবং সংক্রমিত একজিমা-এর বাহ্যিক চিকিৎসায় ব্যবহার্য। শুষ্ক বা আর্দ্র একজিমার জন্য বা এটপিক একজিমা বা প্রাথমিক চুলকানি বা কন্টাক্ট এলার্জিক একজিমা বা সেবরিক একজিমাসহ ব্রন জাতীয় চর্মরোগে ব্যবহার্য। ইনফ্লেমেটরী ইন্টারট্রিগো, পেরিএনাল ও জেনিটাল চর্মরোগ জাতীয় ইন্টারট্রিজিনাস একজিমাতে ব্যবহার্য।

ফার্মাকোলজি

এই ক্রীম মাইকোনাজল নাইট্রেট এবং হাইড্রোকর্টিসন এর সংমিশ্রন। এজোল পরিবারের ইমিডাজল গ্রুপের মাইকোনাজল, সুপার ফেসিয়াল ক্যান্ডিডিয়াসিস, ত্বকের ডার্মাটোফাইটোসিস এবং পিটাইরিয়াসিস ভারসিকালার, একান্থা‌মিবা, স্করবিক ডার্মাটাইটিস এর জন্য খুবই উপকারী। এস্পা‌রজিলাস স্পেসিস, ক্রিপ্‌টোকক্কাকাস নিউফরম্যান্স, সিউডালেস্চি‌রিয়া বয়ডি এবং স্টেফাইলোকক্কি এবং স্ট্রেপটোকক্কি সহ কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এর বিরুদ্ধে খুবই কার্যকরী।

প্রাকৃতিকভাবে গ্লুকোকরটিকয়েড থেকে প্রাপ্ত হাইড্রোকর্টিসন এখন রাসায়নিক ভাবে তৈরী করা হচ্ছে। ইহা ত্বকের ক্ষত যেমনঃ প্রদাহ জনিত ক্ষত সারাতে গুরুত্বপূর্ণ কাজ করে। ইহার এন্টিপ্রোরাইটিক, এন্টিমাইকোটিক এবং ভেসোকসট্রিকটির কার্যকারিতা আছে।

কার্যকারিতাঃ মাইকোনাজল একটি ইমিডাজল জাতীয় ছত্রাক বিরোধী উপাদান যা আর্গষ্টেরল তৈরীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে সংবেদনশীল ফানজাই এর কোষ আবরনীর ভেদ্যতা পরিবর্তিত হয়ে যায়। যা ফানজাই এর মৃত্যু ঘটায়। যখন চামড়ায় প্রয়োগ করা হয় তখন হাইড্রোকর্টিসন চামড়ার কোষে প্রবেশ করে কিছু রাসায়নিক উপাদান নিঃসরনে প্রতিবন্ধকতা তৈরী করে যা প্রদাহের জন্য দায়ী। এভাবে হাইড্রোকর্টিসন প্রদাহ কমায়।

মাত্রা ও সেবনবিধি

আক্রান্ত স্থানে দিনে দুই বা চার বার এক অথবা ২ সপ্তাহ লাগাতে হবে। চামড়ায় সম্পূর্ণভাবে অদৃশ্য না হওয়া পর্যন্ত আঙ্গুল দিয়ে ঘষতে হবে। সকল নমুনা ও লক্ষণ দূরীভূত হওয়ার সাত দিন পর পর্যন্ত ব্যবহার করতে হবে। বয়স্ক ও শিশুদের ক্ষেত্রেও একই মাত্রা প্রযোজ্য।

ঔষধের মিথষ্ক্রিয়া

মাইকোনাজলের কার্যক্রমে অ্যাম্ফোটেরিসিন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

প্রতিনির্দেশনা

এই ক্রীম এর প্রতি অথবা এর যে কোন উপাদানের প্রতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে ইহা ব্যবহার করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভবর্তী ও দুগ্ধ প্রদানকারী মায়ের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।

পার্শ্ব প্রতিক্রিয়া

স্থানীয়ভাবে সংবেদনশীলতার ঘটনা বিরল। দীর্ঘদিন ব্যবহারে এ্যাড্রেনাল গ্রন্থি থেকে স্বাভাবিক হরমোন নিঃসরন কমিয়ে দিতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী মহিলাদের কর্টিকোস্টেরয়েড প্রয়োগের কারনে ভ্রূণের বিকাশের অস্বাভাবিকতা সৃষ্টি করতে পারে। টপিকাল স্টেরয়েডগুলি গর্ভাবস্থায় ব্যাপকভাবে ব্যবহার করা উচিত নয়।

সতর্কতা

রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শক্রমে কেবলমাত্র সরবরাহযোগ্য। শিশুদের নাগালের বাইরে রাখুন। শিশু ও বয়স্কদের জন্য দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করুন বা সতর্কতা অবলম্বন করুন।

থেরাপিউটিক ক্লাস

Hydrocortisone & Combined preparations

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Image of Fungitop HC 2% 1% Cream Pack Image: Fungitop HC 2% 1% Cream