নির্দেশনা

এগোনিল ক্রিম নিম্নোক্ত উপসরর্গে নির্দেশিত-
  • লাম্বাগো,
  • ফাইব্রোসাইটিস,
  • সায়াটিকা,
  • ক্ষত এবং স্ট্রেনসসহ রিউম্যাটিক এবং
  • যৎসামান্য মাসকিউলো-স্কেলেটাল লক্ষণগত সমস্যার উপশমের।

ফার্মাকোলজি

ডাইইথাইলঅ্যামিন স্যালিসাইলেট ক্রিম একটি টপিকাল অ্যানালজেসিক যেখানে স্যালিসাইলেটের প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে।

মাত্রা ও সেবনবিধি

প্রতিদিন তিনবার আক্রান্ত স্থানে ক্রিমটি প্রয়োগ এবং মাসাজ করতে হবে, যতক্ষণ না ক্রিম সম্পূণরূপে মিশে যায়।

শিশু ও বয়ঃসন্ধিকালীন ব্যবহার: ৬ বছরের কম বয়সী শিশুদের জন্য ব্যবহার করা যাবে না।

ঔষধের মিথষ্ক্রিয়া

টপিকাল স্যালিসাইলেটগুলি ওয়ারফেরিনের অ্যান্টিকোয়াগুল্যান্ট এর কার্যকারিতা বাড়াতে পারে। তাই কুউমারিন অ্যান্টিকোয়াগুল্যান্ট সেবনকারী রোগীদের সতর্কতা অবলম্বন করা উচিত।

প্রতিনির্দেশনা

ফেটে যাওয়া ত্বকে ডাইইথাইলঅ্যামিন স্যালিসাইলেট ব্যবহার করা উচিত নয়।

পার্শ্ব প্রতিক্রিয়া

অস্থায়ী ত্বকের প্রতিক্রিয়া (লালভাব, জ্বালাপোড়া এবং ফুসকুড়ি) হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহার নিরাপদ নয়।

সতর্কতা

আপনি যদি গর্ভবতী হন, বুকের দুধ খাওয়ান, হাঁপানি বা অন্য কোনো ওষুধ সেবন করে থাকেন তবে ব্যবহার করার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে নিন।

মাত্রাধিক্যতা

যদি ত্বকের একটি বৃহৎ যায়গায় এটি প্রয়োগ করা হয় বা ভুলে মুখে খাওয়ার ক্ষেত্রে ওষুধটি সিস্টেমিক সার্কুলেশনে গিয়ে বিভিন্ন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। সাধারণ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে বমি, ডিহাইড্রেশন, টিনিটাস, ভার্টিগো, বধিরতা এবং ঘাম, শ্বাস-প্রশ্বাসের হার বৃদ্ধি এবং হাইপারভেন্টিলেশন।

সংরক্ষণ

৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Images: Agonil 10% Cream
Thanks for using MedEx!
How would you rate your experience so far?