Unit Price: ৳ 12.00 (3 x 10: ৳ 360.00)
Strip Price: ৳ 120.00

নির্দেশনা

কোষ্ঠকাঠিন্য, বদহজম, পেট ফাঁপা, আন্ত্রিক গোলযোগ, ব্রণ।

ফার্মাকোলজি

অ্যালো ফেরক্স অ্যালো ভেরার অনুরূপ তবে এটিতে ২০ গুন বেশি পুষ্টিকর কার্যকারিতা রয়েছে।

অ্যালো ভেরার সাথে তুলনা করা হলেও অ্যালো ফেরক্স এ অধিক অ্যামিনো অ্যাসিড এবং পলিস্যাকারাইড রয়েছে।

এর নিরাময় বৈশিষ্ট্য অ্যালো ভেরার তুলনায় অনেক বেশি শক্তিশালী।

এটি অ্যানালজেসিক, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, ক্ষত নিরাময়ক, ইমিউনো মডুলেটিং ও অ্যান্টি-টিউমার হিসেবে কাজ করে, পাশাপাশি অ্যান্টি-ব্যাকটেরিয়াল, ত্বক রক্ষা, সোরিয়াসিস নিয়ন্ত্রন, অ্যান্টিভাইরাল, অ্যান্টিসেন্টিক, অ্যান্টিঅক্সিডেন্ট ক্রিয়াকলাপ ও অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে।

অ্যালো ফেরক্স ক্ষুধা বাড়াতে, হজম প্রক্রিয়া উন্নতিকরনে, আত্তীকরন উন্নত করার পাশাপাশি শরীর পরিষ্কারক হিসেবেও কাজ করে।

এটি শরীরের টক্সিক পদার্থ অপসারণ এর পাশাপাশি শরীর থেকে অন্যান্য ক্ষতিকর পদার্থ অপসারণ করে।

এতে রয়েছে ফাইটোক্যামিক্যালস যেমনঃ ফেনলিক এসিড/পলিফেনল, এলকেন, পাইরিমিডিন, ইনডোলস, অ্যালকালোয়েডস, স্টেরোলস, অ্যালকোহল, অ্যালডিহাইড ইত্যাদি।

ফোনিকুলি ফুটাসঃ ফোনিকুলি ভুষ্টান এ রয়েছে স্যাপোনিন, ফ্ল্যাভোনয়েড, কার্ডিয়াক গ্লাইকোসাইড, স্টেরলস, ট্রাইটারপিনস, কউমারিনস, প্রোটিন, ভোলাটাইল ওয়েল, ট্রেস এলিমেন্টস ও ভিটামিনস। এটির সিএনএস, রিপ্রোডাক্টিভ, ইউরিনারী, অ্যান্টিডায়াবেটিক, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিক্যানসার, অ্যান্টিমাইক্রোবিয়াল, কার্ডিওভাস্কুলার, ইমিউনোলজিকাল, ডার্মাটোলজিক্যাল ও অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে।

মাত্রা ও সেবনবিধি

দৈনিক ১-২ টি ক্যাপসুল ১-২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবা।

প্রতিনির্দেশনা

এখন পর্যন্ত কোন বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি, তবে এর যে কোন উপাদানের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখা যেতে পারে।

পার্শ্ব প্রতিক্রিয়া

এখন পর্যন্ত এতে কোন বিষাক্ততা বা পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী মহিলাদের সেবন যোগ্য নয়। স্তন্যদানকালে ব্যবহারে কোন সমস্যা হয় না।

থেরাপিউটিক ক্লাস

Herbal and Nutraceuticals

সংরক্ষণ

সরাসরি সূর্যালোক থেকে দূরে, শীতল ও শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Image of Alosina 250 mg Capsule Pack Image: Alosina 250 mg Capsule
Thanks for using MedEx!
How would you rate your experience so far?