50 gm tube:
৳ 500.00
নির্দেশনা
একনি ভালগারিস (ব্রণ) যেখানে কমেডনস্, প্যাপিউলস্ এবং পাসটিউলস্ প্রাধান্য বিস্তার করে সেখানে শুধুমাত্র বাহ্যিকভাবে স্পটেক্স ক্রীম ত্বকের উপর ব্যবহার করা যেতে পারে।
ফার্মাকোলজি
যদিও ট্রিটিনয়েনের প্রকৃত কার্যপদ্ধতি অজানা, তবে চলমান প্রমাণাদি উল্লেখ করে যে ট্রিটিনয়েন ফলিকুলার এপিথেলিয়াল কোষের সমসংযোগ কমায় এবং সেই সাথে সূক্ষ্ম চর্মরোগ বিশেষের বর্ধনকেও কমায়। ট্রিটিনয়েন মাইটোটিক ক্রিয়াকলাপকেও উত্তেজিত করে এবং ফলিকুলার এপিথেলিয়াল কোষের রূপান্তর ঘটায় ফলে একনি ভলগারিস এর বিতাড়ন ঘটে।
মাত্রা ও সেবনবিধি
ট্রিটিনয়েন ক্রীমটি আক্রান্ত স্থানে আলতোভাবে দিনে এক থেকে দু’বার প্রয়োগ করা উচিত। প্রয়োগের পূর্বে ত্বক অবশ্যই ভালভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। মনে রাখা উচিত, ওষুধের ক্রিয়া পরিলক্ষিত হওয়ার জন্য ওষুধটি ৬ থেকে ৮ সপ্তাহ প্রয়োগের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। ট্রিটিনয়েন ক্রীম ব্যবহারের সময় ময়েশ্চারাইজার এবং সব ধরনের প্রসাধন সামগ্রী ব্যবহার করা যাবে কিন্তু যুগপৎভাবে নয়। ট্রিটিনয়েন টয়লেট্রিজ ব্যবহার করা উচিত নয়।
ঔষধের মিথষ্ক্রিয়া
স্পটেক্স এর সাথে অন্যান্য ত্বকীয় ব্রণ চিকিৎসা খুব সতর্কতার সাথে করা উচিত। বিশেষ সতর্কাবস্থা অবলম্বন করা উচিত যখন এমন কোন প্রিপারেশন ব্যবহার করা হয়। যাতে ত্বকের উপরিভাগের পাতলা আবরণ উঠে যাওয়ার উপাদান থাকে, উদাহরণ- বেনজয়েল পারঅক্সাইড। স্পটেক্স এবং বেনজয়েল পারঅক্সাইড পর্যায়ক্রমে ব্যবহার করা সম্ভব। উপদেশ বিধি অনুযায়ী সকালে স্পটেক্স এবং সন্ধ্যাবেলা বেনজয়েল পারঅক্সাইড ব্যবহার করা যেতে পারে অথবা একদিন স্পটেক্স এবং পরের দিন বেনজয়েল পারঅক্সাইড এই হিসাবে দুটো ক্রীমই পাশাপাশি ব্যবহার করা যেতে পারে।
প্রতিনির্দেশনা
ট্রিটিনয়েন এর উপাদানের প্রতি যাদের সংবেদনশীলতা আছে তাদের ক্রীমটি ব্যবহার করা উচিত নয়। এই ক্রীমটি তাদের ক্ষেত্রেও ব্যবহার করা উচিত নয় যাদের ব্যক্তিগত এবং পারিবারিকভাবে ত্বক ক্যান্সারের ইতিহাস আছে।
পার্শ্ব প্রতিক্রিয়া
স্পটেক্স বাহ্যিকভাবে ব্যবহারের ফলে প্রাথমিক পর্যায়ে সাধারণত জ্বালাপোড়া, অথবা সামান্য চুলকানি হতে পারে, প্রয়োগ স্থানে লালচে ভাব এবং ত্বকের উপরের পাতলা আবরণ উঠে যেতে পারে। যদি চুলকানি খুব মারাত্মক এবং দীর্ঘক্ষণ ধরে স্থায়ী হয় তা হলে ইহার ব্যবহার বন্ধ করা উচিত এবং প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
ট্রিটিনয়েন গর্ভবর্তী মহিলাদের ক্ষেত্রে বাহ্যিকভাবে ব্যবহার করলে নিরাপদ, এর স্বপক্ষে খুব অপর্যাপ্ত প্রমানাদি আছে। ট্রিটিনয়েন মানবদেহে রক্ত সংবহনতন্ত্রীয় পথে প্রয়োগের ফলে বর্ধনশীল ভ্রুণে বিকৃত গঠন সৃষ্টি হয়। সুতরাং ইহা গর্ভবর্তী এবং স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।
সতর্কতা
স্পটেক্স ঠোঁট, মুখ গহ্বর, চোখ, চোখের পাতা, নাসারন্ধ্র অথবা অন্যান্য মিউকাস ঝিল্লীর সংস্পর্শে আসা উচিত নয়। যদি সংস্পর্শ ঘটে তবে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ত্বকের সংবেদনশীল স্থান যেমন- গ্রীবায় ক্রীমটি সতর্কতার সাথে প্রয়োগ করা উচিত। ফাঁটা, দাদ সমৃদ্ধ অথবা সূর্যরশ্মি ঝল্সিত ত্বকে ক্রীমটি ব্যবহার করা যাবে না।
থেরাপিউটিক ক্লাস
Topical retinoid and related preparations
সংরক্ষণ
শিশুদের নাগালের বাইরে রাখুন। আলো থেকে দূরে, ঠাণ্ডা ও শুরুনো স্থানে রাখুন।
Pack Images: Spotex 0.1% Cream