নির্দেশনা

ইহা নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
  • শ্লেষ্মাযুক্ত কাশি
  • শ্লেষ্মাযুক্ত শ্বাসতন্ত্রের একিউট ও ক্রনিক প্রদাহ যেমন একিউট ও ক্রনিক ব্রঙ্কাইটিস
  • শ্লেষ্মাযুক্ত রাইনোফেরিঞ্জিয়াল ট্রাক্ট এর প্রদাহ (ল্যারিজাইটিস, ফ্যারিন্জাইটিস, সাইনুসাইটিস এবং রাইনাইটিস)
  • শ্লেষ্মাযুক্ত এ্যাজমাটিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল এ্যাজমা
  • ব্ৰঙ্কিয়েকটেসিস
  • ক্রনিক নিউমোনিয়া

ফার্মাকোলজি

এমব্রোক্সল, ব্রোমহেক্সিনের সক্রিয় মেটাবোলাইট এবং ব্রোমহেক্সিনের চেয়ে এর কার্যকারিতা বেশী। হাইড্রেশন প্রক্রিয়ার মাধ্যমে শ্লেষ্মাকে শ্বাসনালীর মধ্যে তরল করে এবং শ্বাসকষ্ট কমায়। এমব্রোক্সল এলভিওলার কোষের সারফেকটেন্ট এর গুরুত্বপূর্ণ উপাদান ফসফোলিপিড তৈরী ত্বরান্বিত করে, ফলে এলভিওলাই এর ভিতরের চাপ কমে। এটা ব্রঙ্কিয়াল হাইপার এক্টিভিটি কমায়। এমব্রোক্সল সাইটোকাইন এবং এরাকিডনিক এসিড মেটাবোলাইট তৈরীতে বাধা দিয়ে প্রদাহরোধী ভূমিকা রাখে। COPD রোগীদের শ্বাসনালীর প্রশস্ততা বজায় রাখতে সাহায্য করে।

মাত্রা ও সেবনবিধি

দৈনিক সেবন মাত্রা (খাবার পর গ্রহণ করা উত্তম):

পেডিয়াট্রিক ড্রপস:
  • ০-৬ মাস: ০.৫ মিলি ২ বার
  • ৬-১২ মাস: দিনে ১ মিলি ২ বার
  • ১-২ বছর: দিনে ১.২৫ মিলি ২ বার
সিরাপ:
  • ২-৫ বছর: ২.৫ মিলি (১/২ চা চামচ) দিনে ২-৩ বার
  • ৫-১০ বছর: ৫ মিলি (১ চা চামচ) দিনে ২-৩ বার
  • ১০ বছর এবং প্রাপ্তবয়স্করা: ১০ মিলি (২ চা চামচ) দিনে ৩ বার।
সাস্টেইন্ড রিলিজ ক্যাপসুল: প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের বেশি বয়সী শিশু: ১ ক্যাপসুল প্রতিদিন একবার।

ঔষধের মিথষ্ক্রিয়া

এন্টিটুসিভ (যেমন কোডেইন) এর সাথে গ্রহণ করা উচিত নয়, সেক্ষেত্রে শ্লেষ্মা যা এমব্রোক্সল দ্বারা তরল হয়েছে তা বের হয়ে যেতে পারে না।

প্রতিনির্দেশনা

এমব্রোক্সল বা ব্রোমহেক্সিন এর প্রতি অতিসংবেদনশীলতা থাকলে।

পার্শ্ব প্রতিক্রিয়া

কিছু কিছু ক্ষেত্রে পরিপাকতন্ত্রে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া যেমন পাকস্থলীর প্রদাহ ও ভার ভার ভাব দেখা দিতে পারে। কদাচিৎ এলার্জি, যেমন- চুলকানি, এনজিওনিউরোটিক ইডেমা হতে পারে ।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় এমব্রোক্সল ব্যবহারে গর্ভস্থ শিশুর কোন রকম ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবুও গর্ভকালীন সময়ে, বিশেষ করে প্রথম ৩ মাস এমব্রোক্সল ব্যবহার করা উচিত নয়। স্তন্যদানকালে এমব্রোক্সল ব্যবহারের নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত নয়।

সতর্কতা

গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসারের রোগীদের এবং খিচুনীর রোগীদের সাবধানতার সাথে এমব্রোক্সল দেয়া উচিত। যাদের যকৃত ও বৃক্কের কার্যক্ষমতার অপর্যাপ্ততা রয়েছে তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত।

থেরাপিউটিক ক্লাস

Cough expectorants & mucolytics

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০°সে. তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
Pack Image of Kofmelt 15 mg Syrup Pack Image: Kofmelt 15 mg Syrup
Thanks for using MedEx!
How would you rate your experience so far?