Unit Price: ৳ 2.50 (10 x 10: ৳ 250.00)
Strip Price: ৳ 25.00

নির্দেশনা

এই ট্যাবলেট জিংক এবং ফলিক এসিডের অভাবজনিত রােগের চিকিৎসায় ও প্রতিরােধে নির্দেশিত।

ফার্মাকোলজি

এই ট্যাবলেট ফলিক এসিড এবং জিংক এর একটি বিশেষ প্রস্তুতি। জিংক হচ্ছে মানব দেহের পুষ্টির জন্য একটি অত্যাবশ্যকীয় ক্ষুদ্র মৌলিক উপাদান এবং এটি শরীরের বিভিন্ন এনজাইম ব্যবস্থায় জড়িত। অত্যাধিক জিংকের ঘাটতির কারণে চামড়ায় ক্ষত, চুল পড়ে যাওয়া, ডায়রিয়া, রােগ সংক্রমণের প্রবণতা বৃদ্ধি, জ্ঞানবৃদ্ধির বিকাশ ক্ষুণ্ন হওয়া ইত্যাদি ঘটে থাকে। ফলিক এসিড বি-ভিটামিন গ্রুপের একটি সদস্য। ইহা শরীরে টেট্রাহাইড্রোফোলেট এ রূপান্তরিত হয়, যা জীব দেহের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় কো-এনজাইম হিসেবে কাজ করে। এছাড়াও ইহা পিউরিন এবং পাইরিমিডিন নিউক্লিওটাইডস এর সংশ্লেষণ করে ডিএনএ সংশ্লেষণে ভূমিকা রাখে। ফলিক এসিডের ঘাটতির কারণে মেগালােব্লাস্টিক অ্যানেমিয়া ঘটে থাকে।

মাত্রা ও সেবনবিধি

দৈনিক ১টি ট্যাবলেট সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত।

ঔষধের মিথষ্ক্রিয়া

অত্যাধিক মাত্রার ক্যালসিয়াম জিংক এর শােষণ কমিয়ে দিতে পারে। ফলিক এসিডের ক্ষেত্রে অন্য ওষুধের সাথে ক্রিয়া তেমন ভাবে পরিলক্ষিত হয়নি।

প্রতিনির্দেশনা

যে সকল রােগীর জিংক এবং ফলিক এসিডের প্রতি অতিসংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

জিংক এবং ফলিক এসিড নির্দেশিত মাত্রায় সহনীয়। কদাচিৎ পরিপাকতন্ত্রের জটিলতা যেমন, পেটে ব্যথা, বদ হজম, বমিবমি ভাব, বমি, জ্বর এবং শ্বাসতন্ত্রের জটিলতা দেখা দিতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ট্যাবলেট নির্দেশিত।

মাত্রাধিক্যতা

অত্যাধিক মাত্রার জিংক একটি ক্ষয়কারী উপাদান। লক্ষণ সমূহ হচ্ছে মুখ ও পাকস্থলীর মিউকাস ঝিল্লীর ক্ষয় এবং প্রদাহ।

থেরাপিউটিক ক্লাস

Specific mineral & vitamin combined preparations

সংরক্ষণ

আলাে এবং আর্দ্রতা থেকে দূরে, ৩০°সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
Thanks for using MedEx!
How would you rate your experience so far?